বক সাতদিন রইল উপোস,
ফেনিয়ে গেল জল কি?
হেঁই উকুনে বুড়ি তোমার
হাতে ওটা ফল কি?
ফল খেয়েছে চালতা বাদুড়
গিলছ ব’সে গুড় কি?
উকুনগুলি হচ্ছে বুঝি
উড়কি ধানের মুড়কি।
বকের উপোস ভাঙবে ব’লে
ধরলে নাকি সুর কি?
বক সাতদিন রইল উপোস,
ফেনিয়ে গেল জল কি?
হেঁই উকুনে বুড়ি তোমার
হাতে ওটা ফল কি?
ফল খেয়েছে চালতা বাদুড়
গিলছ ব’সে গুড় কি?
উকুনগুলি হচ্ছে বুঝি
উড়কি ধানের মুড়কি।
বকের উপোস ভাঙবে ব’লে
ধরলে নাকি সুর কি?