দীপিতা তোর ইচ্ছেগুলো পঙ্খীরাজে চড়ে
রাত-বিরেতে নীল আকাশে ওড়ে।
দীপিতা তুই যখন তখন মজার স্বপ্ন দেখে
স্বপ্নগুলো খাতায় রাখিস এঁকে।
দীপিতা তোর সেই খাতাটা কেউ দেখে না
ওরে,
তাইতো সেটা নেয় না কোনও চোরে।
শুধু আমার চোখে পড়ে সেই খাতাটা সত্যি,
মিথ্যে আমি বলছিনা এক রত্তি।
খাতায় আঁকা নানা রঙের ছবি অনেকগুলো-
পরীর পাখা, দশটি তারার ধুলো।
নানা ছবির মুখগুলো সব দৈত্যি যেন,
আচ্ছা আমার মুখটি অমন কেন?
আমার হাতে দীপিতা ওর ছবির খাতা দেখে
লজ্জা পেয়ে মুখটি নিলো ঢেকে।
‘শিল্পী এসো’ বলে ওকে নিজের কাছে
ডাকি,
দু’জন মিলে খাতায় ডুবে থাকি।