ঘরের ভেতর পড়ার শেষে
বইটা রেখে রাত্রিবেলা
জানলা দিয়ে দেখলো খোকন
নীল আকাশে তারার মেলা।
দেখলো বাঁকা চাঁদটা যেন
রূপোয় গড়া নৌকো এক
বলছে হেসে-তোরা সবাই
দেখরে আমার রূপটি দ্যাখ’।
চাঁদের কথা শুনে খোকন
একটুও ভাই যায়নি চটে,
এই কথাটা বাড়ির ভেতর
খানিক পরে গেলো রটে।
চাঁদের ভেলা দূর আকাশে
ভাসতে দেখে লাগে ভালো,
সোনামণি দু’হাতে তাই
মুঠো মুঠো কুড়ায় আলো।