নয়না আয় ফুল কুড়ানি
শিউলিতলায় এসে,
সেখানে ওই ফুলের গন্ধ
হাওয়ায় বেড়ায় ভেসে।
নয়না আয় নদীর পাড়ে
দেখবি নৌকো কত;
নদীর বুকে জ্বলছে রোদে
হীরে শত শত।
নয়না আয় সন্ধেবেলা
সবুজ ঝোপের কাছে,
সেখানে শোন পাতায় পাতায়
জোনাক পোকা আছে।
নয়না আয় চল না যাবি
পাড়াতলি গাঁয়,
সেখানে রোজ হরেক রকম
পাখিরা গান গায়।
নয়না তুই সোনার খাটে
চুপটি করে ঘুমো,
রাতের বেলা পরীর রানি
তোকে দেবে চুমো।