এই পৃথিবীকে আমি বড় ভালবাসি-
এখানে রঙিন ফুল আছে রাশি রাশি,
আছে সুন্দর পাখিদের নানা ঝাঁক,
ফিতের মতন কালো নদীটির বাঁক,
আছে গোলগাল চাঁদ মামাটির হাসি-
তাই পৃথিবীকে আমি বড় ভালবাসি।
বক-সাদা মেঘ আকাশে সাঁতার কাটে,
সোনা-রোদ্দুরে লোকগুলো যায় হাটে,
অনেক অনেক দুষ্ট চোখের মতো
আসমানে কাঁপে মিটিমিটি তারা কতো।
বাঁশবাগানের ধার ঘেঁষে খোলা মাঠ,
পদ্মপুকুরে জল থইথই ঘাট।
ময়ূরপঙ্খী সেই ঘাটে বাঁধা আছে,
সাদা পালে তার হাওয়ার পরীরা নাচে-
তাতে চড়ে সুখে তীর থেকে তীরে ভাসি
এই পৃথিবীকে আমি বড় ভালবাসি।
ছড়ার ছন্দে খোলা মাঠে অবিরত
প্রজাপতি ওড়ে রঙের গুঁড়োর মতো।
ধূলি-ওড়া পথে একলা গোরুর গাড়ি,
রৌদ্র পোহায় খেলনা তো নয়, বাড়ি।
দরজা পেরিয়ে চেনা ঘরে ফিরে আসি-
এই পৃথিবীকে আমি বড় ভালবাসি।
রোদ-ছায়া পৃথিবীটা সুন্দর,
সকলের বাড়া আমাদের খেলাঘর।