আরো কিছু ছড়াগ্রন্থ

টইটম্বুর

নয়না সে ছোট্র মেয়ে দাদুভায়ের সাথি,
যখন-তখন জ্বালে ঠোঁটে হাসির হাজার বাতি।
দিনদুপুরে পক্ষিরাজের ডানার হাওয়া খায়,
রাতদুপুরে ভেসে বেড়ায় রাঙা চাঁদের নায়।
পেটমোটা সব বইয়ের ইটে বানায় খেলাঘর,
এক পলকে বিছানা হয় মেঘনা নদীর চর।
বিকেলবেলা ড্রইংরুমে হরিণ ডেকে আনে,
নয়না তো পশুপাখির মজার ভাষা জানে।

হরিণ যখন খিদের তাড়ায় খোঁজে গাছের পাতা,
দেয় সে খেতে দাদুভায়ের পদ্য লেখার খাতা।
নয়না খুব মিষ্টি মেয়ে সূর্যি যে তার মামা,
জ্যোৎস্না দিয়ে তৈরি মেয়ের গায়ের মিহি জামা।
অ আ লেখায় নয়না রোজ দোয়াত করে উপুড়,
ছুটে বেড়ায় হাতে নিয়ে মাসিক ‘টইটম্বর’।