গলিতেই থাকে আমার সাধের ঘোড়া,
আছে চঞ্চল ডানা তার এক জোড়া।
লেজখানা দামি মুক্তো মানিকে মোড়া,
যেন জ্বলজ্বলে ফুলের একটি তোড়া।
আছে তার জানি খেয়াল-খুশিতে ওড়া,
চালাতে কখনো লাগে নাকো কোনো কোড়া।
যখন-তখন সেই কবেকার ঘোড়া
গলিকে বানায় রূপকথা আগাগোড়া।
গলিতেই থাকে আমার সাধের ঘোড়া,
আছে চঞ্চল ডানা তার এক জোড়া।
লেজখানা দামি মুক্তো মানিকে মোড়া,
যেন জ্বলজ্বলে ফুলের একটি তোড়া।
আছে তার জানি খেয়াল-খুশিতে ওড়া,
চালাতে কখনো লাগে নাকো কোনো কোড়া।
যখন-তখন সেই কবেকার ঘোড়া
গলিকে বানায় রূপকথা আগাগোড়া।