এই শহরের একটু কাছে
ছায়াঘেরা জায়গা আছে,
সেখানে সব গাছের বুকে
নেচে বেড়ায় বেজায় সুখে
ছোট্র কিছু ময়না
ঝগড়া ওদের হয় না।
ময়নাগুলো কিসের ঘোরে
রোজই দূরে শূন্যে ওড়ে
ওদের পাখা বাঁশির মত
সুরের কলি ঝরায় কত
হিংসা ওরা করে না,
কারো সাথেই লড়ে না।
হঠাৎ শান্তি গেলো ডুবে
পশ্চিমে আর ফর্সা পুবে
গাছে কুঠার মারছে কারা?
ময়না সবাই গৃহহারা।
কোথায় যাবে ময়না?
সুখ যে ওদের সয় না।