ঘরের ভেতর কোমর পানি,
থাকব কোথায় আজ?
বানের এমন জুলুম দেখে
মাথায় পড়ে বাজ।
ঠাঁই পেয়েছি দালানকোঠায়
বউ-বাচ্চা নিয়ে।
মাঝে মাঝে স্বেচ্ছাসেবক
যাচ্ছে রিলিফ দিয়ে।
রৌদ্র পোড়ায়, বৃষ্টি ভেজায়,
পেটে আগুন জ্বলে।
এরই মাঝে হঠাৎ ভীষণ
রোগের খেলা চলে।
ঘর-হারানো মা ব’সে রয়,
কোলে রুগ্ণ ছেলে।
বাঁচবে ছেলে একটু খাবার,
একটু ওষুধ পেলে।
বাড়ছে পানি চতুর্দিকে,
বাঁধও যাচ্ছে ফেটে।
হাত মেলালে সবাই শেষে
বিপদ যাবে কেটে।