আরো কিছু ছড়াগ্রন্থ

পটকাবাজি

যাদের ঘরে মুখে দেবার
দু’মুঠো নেই অন্ন,
যাদের কাছে নেইকো কাপড়
শরীর ঢাকার জন্য,
তারা এখন জোরসে ফাটায়
ইয়া বড় পটকা।
বেতারে এই খবর শুনে
মনে লাগে খটকা।

খেলছে ব’সে পাশা খেলা
পোড়া বাজির ভস্মে,
রাতবিরেতে উড়ে বেড়ায়
ছায়ায় গড়া অশ্বে।
বউ-বাচ্চা সব উপোস করে,
নেই যে কোনো চিন্তা,-
পটকা ফাটার আনন্দেতে
নাচে তা ধিন ধিন তা।

আমরা যারা পড়শি তারা
বলছি এ কী কাণ্ড!
নিজের পায়ে মারছ কুড়াল,
মুখে বিষের ভাণ্ড।
করো পাড়ায় আগুন নিয়ে
খেলাটা ভাই বন্ধ,
সব পড়শির প্রাণে বাজুক
মিলনমেলার ছন্দ।