ছড়া কোথায়? ছড়া কোথায়?
কই পালাল ছড়া?
পাই না খুঁজে কই মিলাল
ছড়ার হাতের নড়া?
অষ্টপ্রহর ছড়ার পিছে
মিছেই ঘুরে মরা।
গাছের পাতায়, চপল রোদে
বাজত ছড়ার মল।
যখন-তখন জোছনা-রাতে
নামত ছড়ার ঢল।
গলির মোড়ে কলের জলে
বাজত ছড়ার গলা,
ফুটপাতটায় দেখত লোকে
ছড়ার জোনাক-জ্বলা!
আজকে ছড়ার শুকনো নদী
তাই পড়েছে চরা।
ছড়া কোথায়? ছড়া কোথায়?
কই পালাল ছড়া?
সবাই মিলে ষাঁড়ের মতো
করল এমন তাড়া,
প্রাণ বাঁচাতে ছাড়ল ছড়া
ছন্দমিলের পাড়া।
পাঁচজনে আজ ভাবুক বসে
দোষটা হলো কার?
এদিকে ভাই হঠাৎ দেখি
ছড়া পগারপার।