একি আজব কাণ্ড ঘটে
দিন দুপুরে ঢাকায়-
এতটুকুন হলদে পাখি
মোটর গাড়ি হাঁকায়,
আধখানা চাঁদ আটকে গেলো
মোটর গাড়ির চাকায়।
নীল পরী আর লাল পরীরা
চলছে মুটের ঝাঁকায়,
ফেরেশতারা মিটিং করে
চুপসে খাঁ খাঁ ফাঁকায়।
বাঁদরগুলো শক্ত সিধে
রাস্তাগুলো বাঁকায়,
তাগড়া যত লোকেরা সব
প্রজাপতির ঘা খায়,
তাই না দেখে পালোয়ানেরা
চোখ কেবলি পাকায়।
এসব দেখে ভারি মজা
চুপটি করে থাকায়।