আরো কিছু ছড়াগ্রন্থ

আমার শহর

ঢাকা শহর, আমার শহর
সব শহরের সেরা।
ধুলো দিয়ে মোড়া এবং
রিকশা দিয়ে ঘেরা।

দিনদুপুরে মাঝপথে লোক
করে চলাফেরা,
রাতদুপুরে হরহামেশা
বেলতলা যায় নেড়া!

মাথায় বাড়ি দিলেও কেউ
করে নাকো জেরা,
মানুষগুলো শান্ত যেন
গরু, ছাগল, ভেড়া।
বাদশাজাদীর বসত হেথা,
চক্ষু পটলচেরা,
পথে ঘাটে স্বপ্ন কত
হচ্ছে শুধু ছেঁড়া।

ঢাকা শহর, আমার শহর
সব শহরের সেরা।
আমার কথা সত্য কিনা
দেখো বেঁধে ডেরা।