এইতো আমি বসেই আছি
রাতের বেলা নিজের ঘরে
হঠাৎ মনে হল যেন
শুয়ে আছি একলা চরে।
হচ্ছে কী-যে এখন আমার,
স্বপ্ন দেখি এমন কিছু-
চলতে চলতে চোখে পড়ে,
সর্প যে নেয় আমার পিছু।
আমার পাড়ার সবাই খুবই
ভদ্র এবং শান্তিময়।
এমন মানুষ যায় না দেখা
তাদের গুণের হবেই জয়।