দ্বিতীয় খণ্ড – বস্তুবাদ
তৃতীয় পরিচ্ছেদ – গণপতি : লোকায়ত-র উৎস সন্ধানে
দার্শনিক হেগেল দেখাতে চেয়েছেন, ভারতবর্ষের কোনো ইতিহাস নেই। এদেশে জীবাত্মা তার নিজস্ব সত্তা খোয়াতে খোয়াতে একেবারে দেউলে হয়ে গিয়েছে। এদেশে পরমাত্মার মর্যাদাকে মলিন করা হয়েছে খণ্ড, সংকীর্ণ বস্তুরাজ্যের মধ্যে তাঁকে বিলীন করে দিয়ে। এবং এ-পরিস্থিতিতে আর যাই হোক ইতিহাস বলে কিছু সম্ভব নয়।
হেগেলের এই ভারত-আবিষ্কার সত্যিই বিস্ময়কর!