লোকায়ত দর্শন – প্রথম খণ্ড : পটভূমি
দ্বিতীয় পরিচ্ছেদ : পদ্ধতি প্রসঙ্গে- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
লোকায়ত দর্শনের আলোচনায় যে-পদ্ধতি অনুসরণ করেছি তার জন্যে আমি একান্তভাবেই অধ্যাপক জর্জ টম্সনের কাছে ঋণী। তাঁর নাম আমাদের পণ্ডিতমহলে মোটেই সুপরিচিত নয়, তাই শুরুতেই আমি তাঁর সামান্য পরিচয় দেবার চেষ্টা করবো।