ভাষা দিবস
আজ দিল্লির বেঙ্গল এসোসিয়েশন পালন করলো ১৯শে মে, ভাষা দিবস। আসামের শিলচরে বাংলাভাষার জন্য ১৯৬১ সালের ১৯শে মে তারিখে এগারো জন বাঙালি প্রাণ দিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানানোর জন্যই ছিলো আজকের এই ভাষা দিবসের অনুষ্ঠান। তখনকার প্রাদেশিক সরকার বাঙালি অধ্যুষিত শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দির বাংলা ভাষার বদলে অহমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র ভাষা বলে। ঘোষণা করেছিলেন, তখনই বাঙালিরা শুরু করেন ভাষা আন্দোলন। ১৯শে মে সকালে শিলচর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধের সময় আসাম রাইফেলস বাংলা ভাষার সৈনিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে, ঘটনাস্থলেই মারা যান এগারো জন ভাষা সৈনিক, অর্ধশত বাঙালি আহত হয়েছিলেন সেদিন।
আজ শুধু শ্রোতা হিসেবেই অনুষ্ঠানে গিয়েছিলাম। মাঝে মাঝে শুধু শ্রোতা হতে খুব ভালো লাগে। অন্যরকম আরাম বোধ করি। অনেকে ভাষণ দিয়েছেন। এতকাল ২১শে ফেব্রুয়ারি পালন করেছি। এই প্রথম আমার ১৯শে মে পালন করা। শুধু ভাষণ নয়, কবিতা হলো, আবৃত্তি হলো। দেশাত্মবোধক গানের সঙ্গে নাচের অনুষ্ঠানও হলো। তিন-চার বছর বয়সী বাচ্চারও নাচের পোশাক পরে নেচেছে। নাচ পরিচালনা করেছে স্মিতা চক্রবর্তী, স্মিতা নেচেছেও। ও যে কী করে এত ছোট ছোট বাচ্চাদের নাচ শিখিয়েছে! নিশ্চয়ই খুব কঠিন কাজ। স্মিতা চক্রবর্তী অনুষ্ঠানের আগে আমাকে এসে বলে গেছে, আমার লেখা ও কী ভীষণ ভালোবাসে। তারপর অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে বলেছে, আমার উপস্থিতি তার জন্য বিশাল কিছু। বেঙ্গল এসোসিয়েশনের প্রধান তপন সেনগুপ্তও অনুষ্ঠানের শুরুতে ঘোষণা করেছিলেন, আমার উপস্থিতির জন্য তাঁরা গর্বিত। এই ভালোবাসা, এই শ্রদ্ধা কখনও কখনও বড় অপ্রস্তুত করে আমাকে, কখনও কখনও চোখে জল এনে দেয়।