পাটনা
একবার পাটনা বইমেলায় গিয়েছিলাম। আমার বইয়ের উদ্বোধন হলো। আমার বই মানে আমার বাংলা বইয়ের হিন্দি অনুবাদ। আমার প্রায় সব বইয়েরই হিন্দি অনুবাদ বেরিয়েছে। আমার কোন বইটির সেদিন উদ্বোধন হয়েছিল সে আর মনে নেই। ৫০ হাজার লোক এসেছিলো বইমেলায়। বইমেলা শেষ হওয়ার পর একদিন চিড়িয়াখানা দেখেছিলাম টয় ট্রেনে চড়ে। পাটনায় সরকারি গেস্ট হাউজে ছিলাম। সরকার যত্ন নিয়েছিলেন ভালো। একসময় ভারতের বিভিন্ন রাজ্যে আমাকে আমন্ত্রণ জানানো হতো। বিভিন্ন রাজ্য আমাকে সম্মান জানাতো। ২০০৭এ হায়দারাবাদি মুসলমানরা আমাকে আক্রমণ করার পর আর পশ্চিমবঙ্গ রাজ্য আমাকে রাজ্য থেকে বের করে দেওয়ার পর সব বন্ধ হয়ে গেছে। কোনও রাজ্যই এখন আমাকে আমন্ত্রণ জানাতে সাহস করে না। আমন্ত্রণ তো দুরের কথা, কোনও রাজ্যে প্রবেশের অনুমতিই নেই। কী দ্রুত ব্রাত্য হয়ে গেলাম। দোষ করলো অন্য লোকে, শাস্তি পাচ্ছি আমি।