প্রথম অধ্যায় – এশিয়ার মোগল সম্রাট বাবুর

প্রথম অধ্যায় – এশিয়ার মোগল সম্রাট বাবুর 

তুজুক—ই—বাবরী, যার ফার্সি অনুবাদ ‘বাবরনামা’ এবং যার বঙ্গানুবাদ ‘বাবুরের আত্মকথা’, তার মহান লেখক জহির—উদ্—দিন মুহম্মদ বাবুর, তাঁর উত্তরাধিকারীদের প্রায় ৩০০ বছর যাবৎ ভারত শাসনের অধিকার প্রদাতা, মোগল সালতানাতের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী তথা প্রতিষ্ঠাতা, বাবুরের বিষয়ে, বাবরনামা শুরু করার পূর্বে, বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া পাঠকদের জন্য একান্ত জরুরি। এটা পাঠকদের জন্য যেমন প্রয়োজনীয়, তেমনই উপাদেয় এবং জ্ঞানবর্ধকও। 

তাঁর সম্পর্কে একান্ত প্রয়োজনীয় কিছু তথ্যের সংক্ষিপ্ত নির্যাস। 

নাম : আল-সুলতান-এ-আজম, ওয়ালি-এ-সকম; আল মুকাররম, বাদশাহ-এ-গাজী, জহির-উদ-দিন মুহম্মদ (প্রচলিত নাম বাবুর)। 

শাসনকাল : ৩০ এপ্রিল, ১৫২৬ ঈসায়ী থেকে ২৬ ডিসেম্বর ১৫৩০ ঈসায়ী পর্যন্ত। 

ভাষাজ্ঞান : চুগতাই তুর্কি, ফার্সি। 

উপাধি : মোগল বংশ (তথা সাম্রাজ্য)—এর প্রতিষ্ঠাতা। 

জন্ম : ১৪ ফেব্রুয়ারি, ১৪৮৩ ঈসায়ী। 

জন্মস্থান : আন্দিজান।

মৃত্যু : ২৬ ডিসেম্বর ১৫৩০ ঈসায়ী (৪৭ বছর বয়সে)।

মৃত্যুস্থান : আগ্রা।

অন্তিম সংস্কার : বাগ—এ—বাহার।

উত্তরাধিকারী : হুমায়ূঁ

পত্নীগণ  : ১. আয়েশা সুলতানা বেগম, ২. বিবি মুবারিকা ইউসুফজাঈ, ৩. দিলদার বেগম, ৪. গুলনার আগাচা, ৫. গুলরুখ বেগম, ৬. মাহম বেগম, ৭. মাসুমা বেগম, ৮. নারগুল আগাচা, ৯. সৈয়দা আফাক। 

পুত্রগণ : ১. হুমায়ূ, ২. কামরান মির্জা, ৩. আসকারি মির্জা, ৪. হিন্দাল মির্জা। 

কন্যাগণ : ১. গুলবদন বেগম, ২. ফখরুন্নিসা, ৩. আলতুন্নিসা (কন্যা রূপে গণ্য)। 

রাজমহল (প্রাসাদ) : তাইমুরের রাজমহল। 

বংশ : তাইমুরি (বা তিমরিদ)। 

পিতা : উমর শেখ মির্জা, আমির ফারগানা (ফারগানার শাসক)।

মাতা : কুতলুগ নিগার খানম। 

ধর্মমত : সুন্নি ইসলাম।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *