পঞ্চাশটি গল্প – বিমল কর
পঞ্চাশটি গল্প – বিমল কর
প্রথম সংস্করণ: এপ্রিল ১৯৯৫
গত চল্লিশ বছরে আমি কত গল্প লিখেছি তার সঠিক হিসেব আমার জানা নেই। শয়ের কাছাকাছি হতে পারে। একদা আমার যেসব গল্পগ্রন্থ পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। নিজের সংগ্রহেও কোনও কপি নেই। যা লিখেছি আর যা জোগাড় করতে পেরেছি তার থেকে বাছাই করে পঞ্চাশটি গল্প নিয়ে এই গল্পসংকলন। এটিকে আমার স্বনির্বাচিত গল্পগ্রন্থ বলা যায়। লেখকের পছন্দ, ভাল-মন্দ লাগার সঙ্গে পাঠকের মনের মিল নাও হতে পারে। উপায় কী! ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, এই পঞ্চাশটি গল্পই লেখকের পক্ষ থেকে যথেষ্ট। এর বেশি নাই বা থাকল।
বিমল কর
মার্চ ১৯৯৫
Leave a Reply