সত্য বাণী
ঠাট্টা করিও না–করিলে সম্মান নষ্ট হইবে।
মিথ্যা বলিও না–বলিলে ইমানের জ্যোতি নষ্ট হইবে।
নিরাশ হইও না–হইলে হকের উপর থাকিতে পারিবে না।
কুসংগে থাকিও না–থাকিলে নিন্দিত হইবে।
পাপ করিও না–করিলে আল্লাহর ক্রোধে পড়িবে।
কৃপণতা করিও না–করিলে মর্যাদা নষ্ট হইবে।
লোভলালসা করিও না–করিলে উচ্চশির থাকিবে না।
চোগলখোরি করিও না–করিলে জাহান্নামি হইবে।
এমন উপদেশ দিও না–যাহা নিজে কর না।
সালাম করিতে কার্পণ্য করিও না–করিলে কৃপণ বলিয়া গণ্য হইবে।
এমন ওয়াদা করিও না–যাহা পূরণ করিতে পারিবে না।
নামাজ ছাড়িও না–ছাড়িলে আল্লাহর জিম্মায় থাকিবে না।
অহংকার করিও না–করিলে ধ্বংস হইবে।
সীমালংঘন করিও না–করিলে আল্লাহ্ ভালোবাসিবেন না।
স্বামীর অবাধ্য চলিও না–চলিলে বেহেশত পাইবে না।
আলস্য করিও না–করিলে কর্তব্যকর্মে ত্রুটি হইবে।
হিংসা করিও না–করিলে আত্মপীড়ন হইবে।
এই তিন জিনেসের দেরি করিবে না–নামাজ, জানাজার দাফন ও বালেগা মেয়ের বিবাহ।
এই তিন জিনিসকে জায়েজ মতে ব্যবহার করিবে–চক্ষু, জবান ও হাত।