ভালো-মন্দ
১. ভালো-মন্দ বলে কিছু নেই; আমাদের চিন্তাই ভালো বা মন্দ সৃষ্টি করে।
শেক্সপীয়ার
২. তা-ই ভালো যা দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
আলেকজান্ডার
৩. ভালোর বিপরীত শব্দ অবশ্যই খারাপ হবে।
অ্যারিস্টটল
৪. সংসারে সবাই খারাপ নয়, খুঁজে দেখো, তাদের মধ্যেও হয়তো দুর্লভ কোনো গুণের সন্ধান পাওয়া যেতে পারে।
টলস্টয়
৫. এ-জগতে একজন সৎ লোকই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব।
–পোপ
৬. সরল সাধুতা হচ্ছে এক বিশেষ ধরনের সত্য ও সুন্দর। এটা মানসিক আচরণের সত্য এবং সুন্দর।
–এইচ. এ, ওভারস্ট্রিট
৭. যার কাছে সবই খারাপ তার জন্য ভালো কিছু নেই।
বালতাসার গ্রাসিয়া
৮. আইনের চেয়ে অধিকার অনেক ভালো।
স্যার লিউস মরিস
৯. যে-কাজ করলে লোকের অনুতাপ করতে হয় না এবং যার ফল আনন্দ ও প্রফুল্ল মনে ভোগ করতে পারা যায়, সে-কর্ম করা ভালো।
–ত্রিপিটক
১০. খল আর মশকেতে
ভেদ কোথা হয়?
প্রথমে পড়িবে পায়ে,
তার পরে।পঠে কামড়ায়।
কানের নিকট করি
কতনা গুঞ্জন
ফাঁক বুঝি অতর্কিতে
হুলটি ফুটায়।
চাণক্য পণ্ডিত
১১. শুভ আর অশুভকে না জানা পর্যন্ত নিজেদের জন্য স্বাধীনতা ও বিবেচনার সঙ্গে সঠিক কিছুই আমরা গ্রহণ করতে পারি না।
–হেলেন কেলার
১২. উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. অন্যকে ভালো কাজে উৎসাহ প্রকাশ করে সে-কাজে আনন্দের স্বাদ ঘরে বসে গ্রহণ করা যায়।
–উইলিয়াম লিথগো
১৪. তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো।
বাইবেল
১৫. উত্তম অধম হইতে পারে, অধমও উত্তম হইতে পারে। মানুষের হৃদয় ও নৈতিক বলই হইল আসল কথা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬. অন্যের ভালো কাজ দেখে প্রসংশা করলে চলবে না, নিজেকেও ভালো কাজ করতে হবে।
ইয়ং
১৭. বাধা অনেক ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা গ্রহণ করে।
–এডমন্ড বার্ক
১৮. যাহারা অধম প্রকৃতির তাহারা বিঘ্নের ভয়ে কোনো নতুন কর্ম আরম্ভ করিতেই সাহস করে না। যাহারা মধ্যম প্রকৃতির তাহারা কর্ম আরম্ভ করিলেও বিঘ্ন দেখিলে মধ্যপথে বিরত হয়। কিন্তু যাহারা উত্তম প্রকৃতির তাহারা পুনঃ পুনঃ বিঘ্ন দ্বারা প্রতিহত হইলেও প্রারদ্ধ কর্ম কিছুতেই পরিত্যাগ করে না।
বিশাখ দত্ত
১৯. শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ সত্য সবসময়ই সরল হয়ে থাকে।
–এ. ডব্লিউ. হেয়ার
২০. যারা বিচারক হতে চায়, তাদের করেও দেখাতে হবে।
আরিন্তোক্লেস
২১. সমালোচকরা হলেন মহৎ মানুষদের ধোপা।
ফ্রান্সিস বেকন
২২. কে তোমার অমঙ্গল করল তুমি কার মঙ্গল করলে দুটিই ভুলে যাও।
অ্যারিস্টটল
২৩. অসৎ ব্যক্তিরা হচ্ছে উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের টুকরোর মতো।
জন হান্টার
২৪. উৎকৃষ্ট বীজ থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়।
জন গে
২৫. একজন সৎ ব্যক্তি সকল পক্ষ কর্তৃক সম্মানিত হয়ে থাকেন।
–উইলিয়াম হ্যাজলিট
২৬. হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ কর। কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়ঃ। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালও করতে পারে, মন্দও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালই করবে।
–স্বামী বিবেকানন্দ
২৭. যে-সমালোচক একের পর এক সমস্ত জিনিসকে ভালো বলে যান, তিনি আসলে ওগুলোর কোনোটাই পছন্দ করতে পারেন না।
ম্যাক্স বিয়ারবোম
২৮. সমালোচনা শ্যাম্পেনের মতো : বাজে হলে এর চেয়ে জঘন্য কিছু নেই। আর ভালো হলে সবার সেরা।
–চার্লস কালেব কন্টন
২৯. কাগজের ফুলই শুধু বৃষ্টিকে ভয় পায়। এখন আমরা ভয় পাচ্ছি সমালোচনার মহান বর্ষণকে। কেননা এটি জাগিয়ে তুলবে সঙ্গীতের মনোলোভন বাগান।
কনস্তান্তিন দাস্কেভিচ
৩০. পাঁচটি জিনিস অতি খারাপ–
(ক) আলেমের
খারাপ কাজ। (খ) শাসকের
লালসাবৃত্তি। (গ) বৃদ্ধের
জেনাকারিত্ব। (ঘ) ধনীর
কৃপণতা। (ঙ) নারীর
নির্লজ্জতা।
–হযরত আলি (রা.)
৩১. যে-ব্যক্তি পাপের মতো পুণ্যকেও গোপন রাখে সে-ই খাঁটি লোক।
সুফি ইয়াকুব
৩২. যে খারাপ তার মধ্যে খারাপ হওয়ার যন্ত্রণাও আছে।
–আর. এইচ. বারহাম
৩৩. স্বস্থানে সকল জিনিসই ভালো, অস্থানে পতিত ভালো জিনিসও জঞ্জাল। চোখের কাজল গায়ে লেপিলে লজ্জার বিষয় হইয়া ওঠে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪. এই তিনটিকে পবিত্র রাখুন–শরীর, পোশাক ও আত্মা।
মওলানা নোমানি
৩৫. তুমি কোথাও কোনো ভালো কাজ করো, উপকার করো, তবেই লোক তোমার বদনাম করবে। আমগাছে ফল ধরে বলে লোকে ঢিল মারে, ফজলি আম গাছে আরও বেশি মারে, শেওড়া গাছে কেউ ঢিল মারে না।
শেরে বাংলা এ. কে. ফজলুল হক
৩৬. তোমার যা ভালো লাগে; তা-ই জগৎকে দান করো। বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে।
–হযরত আলি (রা.)
৩৭. তোমার ভালোর জন্য তুমিই পথ খুঁজে বের করো।
টরেন্স
৩৮. পরের ভাল করেন যিনি করে নিজের ক্ষতি,
পরকে যিনি আপন ভাবেন তিনিই বড় অতি।
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়
৩৯. ভালো যে
করিতে পারে ফেরে দ্বারে এসে
ভালো যে বাসিতে পারে সর্বত্র প্রবেশে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪০. আমাদের পুড়িয়ে ফেলায় সমর্থ দাউদাউ আগুনের চেয়ে উষ্ণ রাখার মতো মিটিমিটি আগুন ভালো।
টমাস ফুলার
৪১. মোটা মুরগি ডিম দেয় কম।
জার্মান প্রবাদ
৪২. শয়তান ভালো থাকে তখনই যখন সে শয়তানি করার সুযোগ পায়।
সুইফট
৪৩. ভালো করিবার যার
বিষম ব্যস্ততা
ভালো হইবার
তার অবসর কোথা?
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৪. একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না।
ব্যাসিল
৪৫. যাদের জীবনে কোনোকিছুই ঘটে না, বুঝতেই পারে না তারা ঘটনা কেমন অর্থহীন।
টি. এস এলিয়ট
৪৬. লোকে-লোকে ঘটনা বেড়ে যায়।
–এমারসন
৪৭. সাধারণ বুদ্ধির শত্রু ধারণা নয়, ঘটনার পরম্পরা।
–জন কেনেথ গলব্রেইথ
৪৮. একজন ভালো মানুষই ভালো কিছু সৃষ্টি করতে পারে।
–মেনান্ডার।
৪৯. মন্দ লোকের সঙ্গে যার ওঠাবসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না।
শেখ সাদি
৫০. অনেক সময় ভালোকে ভালো বলার জন্য সৎসাহসের প্রয়োজন হয়।
দান্তে
৫১. আমাকে যদি সত্য ও সুন্দরের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, আমি কোনো দ্বিধা করব না; আমি সুন্দরকেই বরণ করে নেব এই দৃঢ় প্রত্যয়ে যে সুন্দরের মধ্যে রয়েছে এমন সত্য যা স্বয়ং সত্যের চেয়ে মহত্তর ও গভীরতর।
–আনাতোল ফ্রাস
৫২. আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাস দিবে–কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কষ্টহরণ যাহার স্বভাব, সে পুনর্বার পরের কষ্টহরণে যাইবে। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৩. যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে–তাদের সঙ্গে সংসর্গ কোরো না।
এসিনেকা
৫৪. যদি তুমি ভালো হতে চাও, তবে তোমাকে মনে রাখতে হবে, তুমি খুব ভালো প্রকৃতির লোক নও।
ইপিকটেটাস
৫৫. যে-গরু ভালো দুধ দেয়, সেই গরু মাটিতে ঘনঘন লাথি মারে।
–ওয়ার্ডসওয়ার্থ
৫৬. একজন মন্দলোক ভালো হাতে গেলে অনেক সাধনার ব্যাপার; কিন্তু একজন ভালো লোক মন্দ হতে কোনো চেষ্টারই প্রয়োজন হয় না।
বি. সি. রায়
৫৭. তুমি যদি ভালো থাকতে ইচ্ছা কর তবে চেষ্টা করলেই তা পারবে।
–জেমস এ. গারফিল্ড
৫৮. তুমি যদি ভালো কিছু করে থাক তবে তার ফল খারাপ হতে পারে না।
–মেরি কারলিন ডেভিস
৫৯. দশজন শুভাকাঙ্ক্ষী যতখানি ভালো করতে পারবে, একজন শত্রু তার চেয়েও বেশি ক্ষতিসাধন করতে পারবে।
–ফ্রেডরিক রেনল্ড
৬০. ভালো কাজ করতে নামলে সকলকে খুশি রাখা সম্ভব হয় না।
মার্থা গ্রীন
৬১. ভালো আইন এগোয় আরও ভালো আইন গড়ার দিকে, খারাপ আইন টেনে আনে আরও খারাপটাকে।
রুশো
৬২. একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না।
–জর্জ হার্বার্ট
৬৩. মহত্তম ঘটনা আমাদের উচ্চকিত ব্যাপারগুলো নয়, স্তব্ধ মুহূর্তগুলো।
–নিৎসে
৬৪. ঘটনার দ্বারা তাড়িত হওয়া এক ব্যাপার, আর তার দ্বারা চালিত হওয়া অন্য ব্যাপার।
র্যালফ ডব্লিউ সকম্যান
৬৫. যখন তুমি অন্যের কাছে ভালো হও, তখন তুমি নিজের কাছে হও সবচেয়ে বড়।
বেঞ্জামিন ফ্রাংকলিন
৬৬. প্রকৃতপক্ষে যিনি ভালো মানুষ তিনি অন্যকে ঘৃণা করতে পারেন না।
–ডন মারকুইজ
৬৭. শেষ ভালো যার সব ভালো তার।
–শেক্সপীয়ার
৬৮. একটি ভালো জিনিসের পরিবর্তে একটি অধিকতর ভালো জিনিস গ্রহণ করা যেতে পারে। কিন্তু একটি মন্দ জিনিসের বদলি দিয়ে অধিকতর মন্দ জিনিস গ্রহণ করা যায় না।
বি. সি. রায়
৬৯. পৃথিবীতে ভয়ের মতো আর কিছু মানুষের এত ক্ষতি করে না।
ইমারসন
৭০. সন্দেহ জ্ঞানের নিচে নয়, বরং ওপরে।
–অ্যালেইন
৭১. নিরপেক্ষভাবে যা পরীক্ষা করে দেখা হয়নি, তা আসলে পরীক্ষাই করা হয়নি ভালো করে। অর্থাৎ সংশয়বাদই হলো সত্যের দিকে প্রথম ধাপ।
–ফেনিস দিদেরা
৭২. সমালোচনার উপাদান সন্দেহ, আর সমালোচনার প্রবণতা নিঃসন্দেহেই সন্দেহপূর্ণ।
–বেঞ্জামিন ডিজরেইলি
৭৩. কুসংস্কার মানুষকে বানায় বোকা, আর সন্দেহ তাকে করে পাগল।
টমাস ফুলার
৭৪. যিনি সন্দেহ করেন তিনি সংশয়বাদী নন। তিনিই সংশয়বাদী যিনি খোঁজেন, নিরীক্ষা করেন। সংশয়বাদী দাঁড়ান সেই লোকের বিপরীত যিনি কোনো বিষয়ে নিশ্চয়তা দেন এবং ভাবেন, খুঁজে পেয়েছেন।
মিগুয়েল দে উনামুনো
৭৫. (ক) কাজকে ভালোবাসো। (খ) নিন্দুকের প্রতি কর্ণপাত কোরো না। (গ) অন্যের সংশোধনে সহানুভূতি প্রদর্শন করো। (ঘ) সহজ কথাকে কখনো জটিল কোরো না। (ঙ) ত্রুটিপূর্ণ লোকের সাথে বেশি মেলামেশা কোরো না। (চ) চিন্তাকে সম্পূর্ণ করো। (ছ) তোমার হৃদয়ের দুয়ার প্রশস্ত রাখো। (জ) কাজ করে যাও হে অভ্যাগত।
–মারকাস অরেলিয়াস (প্রাচীন রোমক রাজন্য)
৭৬. চাঁদের আলোয় তোমাকে যতখানি ভালো লাগে, দিনের আলোয় ততখানি লাগে না।
জ্যাক এলিন
৭৭. ভালোভাবে আরম্ভ কাজ অর্ধেক সম্পন্ন হয়।
–হোরেস
৭৮. একজন ভালো মানুষের ক্ষতি করা যেমন সহজ তেমনি আবার কঠিন।
মাইকেল জেমস
৭৯. সিদ্ধান্তগ্রহণে যে বুদ্ধিকে কাজে লাগায় না, সে জীবনে উন্নতি করতে পারে না।
–ডেভিড হিউম
৮০. ভালো কাজের আলো আছে, যা ভালো কাজ করার পথ দেখায়।
হার্বার্ট স্পোর
৮১. নিজের পক্ষে যার কোনো যুক্তি নেই, সে-ই দেয় কুযুক্তি।
রিচি রিড
৮২. প্রমাণ মানে না যে যুক্তি সেই তো কু-যুক্তি।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৩. কৌতূহলের একটা প্রধান অঙ্গ নূতনত্বের লালসা–কৌতুকেরও একটা প্রধান উপাদান নূতনত্ব। অসঙ্গতের মধ্যে যেমন নিছক বিশুদ্ধ নূতনত্ব আছে, সঙ্গতের মধ্যে তেমন নাই।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৪. যে ওজর তৈরি করার ব্যাপারে খুব পটু, সে অন্য কাজ করার ব্যাপারে কদাচিৎ ভালো হয়ে থাকে।
ফ্রাঙ্কলিন
৮৫. মিথ্যা ওজর বেশির ভাগ ক্ষেত্রে ধরা পড়ে যায় এবং লজ্জার কারণ হয়ে ওঠে।
–ডেল কার্নেগি
৮৬. না চাইতে যে ওজর দেওয়া যায় তা পাপস্বীকৃতির শামিল। এস. সিমসন ৮৭. সমস্ত তুচ্ছ জিনিসের মধ্যে ওজর হল নিকৃষ্টতম।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৮. সত্য কথা খুব স্পষ্ট করে বলো–যাতে অসাধুরা ভয় পায়।
বেন জনসন
৮৯. মন্দ লোকেরা নিজরাই নিজেদের নরক তৈরি করে।
মিডল্টন
৯০. যে স্বল্প জেনেও সেই জানাটাকে যথাযথ প্রয়োগ করতে পারে, সে নিঃসন্দেহে বুদ্ধিমান।
ডি. জি. রসেটি
৯১. নীতিবানদের রাজ্যে রাজনীতি অচল।
–ফিলিপস্
৯২. উন্নতি চান, খ্যাতি চান, মানুষের কল্যাণ করতে চান–নিষ্ঠার সাথে লেগে থাকুন।
–জোনস্
৯৩. দুঃসংবাদ সুসংবাদ সবরকম খবরের জন্য মানসিকভাবে প্রত্যেকের প্রস্তুত থাকা উচিত।
—ডেল কার্নেগি
৯৪. যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে নিঃসন্দেহে তারা বিচক্ষণ এবং সত্য যে, জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয়।
ড্রাইডেন
৯৫. খারাপ খবরের বিষয়বস্তু বক্তাকেও বিচলিত করে।
ইউরিপিডিস
৯৬. আমাদের সম্পর্কে ভালো বলতে মানুষকে বাধ্য করার একমাত্র পথ হচ্ছে ভালো কাজ করা।
–ভলতেয়ার
৯৭. সাহস আর সুযোগের অভাবই চরিত্র।
বার্নার্ড শ
৯৮. ভালো-মন্দ বলে কিছু নেই, আমাদের চিন্তাই ভালো বা মন্দ সৃষ্টি করে থাকে।
শেক্সপীয়ার
৯৯. কলুষময় দৃষ্টির অধিকারী হওয়ার চেয়ে অন্ধ হওয়া ভালো।
–কিং স্ট্রং
১০০. যে নিজের আত্মীয়-পরিজনের কাছে ভালো, সে-ই যথার্থ ভালো।
–ডেভিড. বি. হিল
১০১. পাপাত্মা ঐ ব্যক্তি যে মানুষের মন্দ কাজ প্রকাশ করে আর ভালো কাজ গোপন করে রাখে।
–প্লেটো
১০২. ভালোলোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময়মতো ভালো পরামর্শ দেবে।
–টমাস ফুলার
১০৩. বদলোকরা একে অন্যকে ঘৃণা করলেও দুষ্কর্মের সময় কীভাবে যেন এক হয়ে মিলে যায়, এটিই তাদের শক্তির মূল কারণ। অন্যদিকে সজ্জনেরা কিছুতেই একত্রিত হতে পারে না–এটাই তাদের দুর্বলতা।
জেবটুসেঙ্কা
১০৪. ভালোমানুষেরাই সংসারে পদে-পদে ঠকে বেশি। এটা তাদের ভালোমানুষের খ্যাতির ক্ষতিপূরণ।
–সৈয়দ সব্যসাচী
১০৫. ভালোলোকের উপকার করার চইতে মন্দ লোকের উপকার করা বিপজ্জনক।
–পুটাস
১০৬. কর্জ করা ভিক্ষাবৃত্তির চাইতে কম নিকৃষ্ট কর্ম নয়।
–লেসিং
১০৭. প্রতিভাবান ব্যক্তিরাই ধৈর্যধারণ করতে পারে।
–স্টেডম্যান
১০৮. ধৈর্যশীল লোকেরা খারাপ দিনকে জয় করতে পারে। এডমন্ড বার্ক ১০৯. ধৈর্য হচ্ছে সকল প্রকার দুঃখ-যন্ত্রণার একমাত্র প্রতিকার।
–পুটাস
১১০. যে চেষ্টা করে এবং ধৈর্যধারণ করতে জানে, তার কাছে সবকিছুই আসে।
–রাবেলস্
১১১. তুমি যদি ভালো কাজ কর তবে তার ফল খারাপ হতে পারে না।
ডেভিস
১১২. একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না।
ব্যাসিল
১১৩. যা মিলন আর ঐক্যের কারণ হয়, তারই নাম ভালো আর যা বিচ্ছেদ ঘটায় তারই নাম মন্দ।
–আলডুস হাক্সলি
১১৪. যে সম্পদ-লোভী বা সম্পদের দাস, সে কখনো সৎ হতে পারে না।
–ডেমোক্রিটাস
১১৫. অসৎ মানুষের বদান্যতার কোনো মূল্য নেই।
–পি. জি. বেইলি
১১৬. অসৎলোকেরা কাউকে সৎ ভাবতে পারে না। নিজেকে দিয়ে তারা অন্যকে বিচার করে।
–এইচ. জি. ভন
১১৭. সৎ লোকেরা আলোতে যেমন উজ্জ্বল, অন্ধকারে তেমনি উদ্বেগহীন।
–টমাস ফুলার
১১৮. একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করার সাহস রাখে।
–জর্জ মেরিডিথ
১১৯. যার শুরু ভালো তার শেষ ভালো।
প্রবাদ
১২০. পৃথিবীতে এত ধনসম্পদ নেই যার বিনিময়ে একজন সৎ লোকের ভোট কেনা যেতে পারে।
–গ্রেগরি
১২১. কেউ মূল্য না দিক, তুমি সৎ কাজ করবে।
–হযরত আলি (রা.)
১২২. তুমি প্রতিদিন কী খাও আমাকে বলবে, তা হলেই আমি বলতে পারব তুমি কী প্রকৃতির লোক।
ইরাসমুম