১৩. দম্পতি ও দাম্পত্যজীবন

দম্পতি ও দাম্পত্যজীবন

১. একজন সম্রাট তাঁর স্ত্রীর চোখে শুধুমাত্র একজন স্বামী ছাড়া আর কিছুই নয়।

বায়রন

২. স্ত্রীর ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে তার স্বামীর কিছু দোষ রয়েছে। দোষত্রটিশূন্য স্বামীর নজর বড় কড়া।

লর্ড হালিফার

৩. যেমন বোটার সঙ্গে ফুল, তেমনি ধনের সঙ্গে স্ত্রী। অর্থাৎ ধন থাকলে স্ত্রীকে গ্রহণ করার সুবিধা হয়।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৪. একজন আদর্শ পত্নী হচ্ছে সেই নারী, যার রয়েছে আদর্শ পতি।

বুথ টারকিংটন

৫. বিয়ে দুটি হৃদয়ের মিলন ঘটায়, কিন্তু এই মিলন আবিষ্কারের জন্যে চলতে থাকে আজীবন তীব্র সংগ্রাম।

অজ্ঞাত

৬. স্ত্রীর যদি অন্তহীন চাহিদা থাকে, তবে স্বামীর জীবন দুর্বিসহ হয়ে ওঠে।

–কাউপার

৭. যে স্ত্রীর কাছ থেকে যৌতুক গ্রহণ করে সে স্ত্রীর নিকট বিক্রি হয়ে যায়।

–ডগলাস জের

৮. বিয়ে মানেই যন্ত্রণা, যদিও সেই উৎসবের দিনে কোনো দুঃখের রেশ থাকে না।

স্যামুয়েল জনসন

৯. বিবাহ জিনিসটা মিষ্টান্ন দিয়াই শুরু হয়, কিন্তু সকল মধুরেণ সমাপ্ত হয় না।

–রবীন্দ্রনাথ ঠাকুর

১০. বিবাহ হচ্ছে একটা ভেষজ যা উত্তম পুরুষ ও উত্তম নারীর ওপর বিভিন্নভাবে ক্রিয়া করে। সে (নারী) তাকে যথেষ্ট ভালোবাসে না, তার প্রতিকার, বিবাহ। সে (পুরুষ)তাকে একটু বেশিই ভালোবাসে–তারও প্রতিকার, বিবাহ।

চার্লস রিড

১১. বিয়েটা একটা রোমঞ্চকর উপন্যাস, যার প্রথম পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়ে থাকে।

–অজ্ঞাত

১২. বাঙালি জাতির এটি পরম সৌভাগ্য,
হেন লোক নাই যার নাই বৌভাগ্য।

–প্রমথ চৌধুরী

১৩. বিয়ে হওয়ার এক বছর পরেই পুরুষের বয়স সাত বছর বেড়ে যায়। বেকন ১৪. বিয়ে করা হয়।

–জন বে

১৬. সংকীর্ণ সেতু পার হবার সময় দুজন চালকের একজন যেমন গতি মন্থর করে, অনুরূপভাবে দাম্পত্যজীবনের কলহও এড়ানো যায়।

–অ্যানন

১৭. ভালো স্বামী কখনো আগে ঘুমায় না বা সকালে সবার পরে পাত্রোত্থান করে না।

–বালজাক

১৮. দাও, হেন স্বামী যে আমার পানে
চাহিবে সহজ সুখে—
যে চোখে শ্যামল প্রান্তর চায়
ঊষার অরুণ মুখে।

সত্যেন্দ্রনাথ দত্ত

১৯. আপন স্ত্রীকে ঘৃণা করা মুসলমানের কোনোক্রমেই উচিত নহে। যদি তাহার স্ত্রীর। কোনো অসৎগুণে অসন্তুষ্ট থাকে তবে তাহার অন্য কোনো সদ্‌গুণ স্মরণ করিয়া সে সন্তুষ্ট হউক।

–আল-হাদিস

২০. ভাগ্যবান সেই ব্যক্তি যায় রয়েছে সতীসাধ্বী স্ত্রী। কারণ তার আয়ু দ্বিগুণ বর্ধিত হবে। সতীসাধ্বী স্ত্রী তার দয়িতকে দেয় আনন্দ এবং সে তার আয়ুষ্কাল শান্তিতে সম্পূর্ণ করে। উত্তম স্ত্রী হচ্ছে একটি উৎকৃষ্ট ওষুধ।

–বাইবেল

২১. যে তার স্ত্রীকে সবকিছু বলে থাকে, সে খুব অল্পই জানে।

টমাস ফুলার

২২. জঞ্জাল ফেলবার সবচেয়ে ভাল ঝুড়ি হচ্ছে বিবাহ।

-রবীন্দ্রনাথ ঠাকুর

২৩. দগ্ধ হওয়ার চেয়ে বিয়ে করা ভলো।

–অস্কার ওয়াইল্ড

২৪. আল্লাহর চোখে সকলই সমান। নারীজাতির কথা ভুলিও না। নারীর উপর পুরুষের যেরূপ অধিকার আছে, পুরুষের উপরও নারীর সেইরূপ অধিকার আছে। তাহাদের প্রতি অত্যাচার করিও না। আল্লাহকে সাক্ষী রাখিয়া তোমারা তোমাদের স্ত্রীদিগকে গ্রহণ করিয়াছ।

–আল-হাদিস

২৫. তীর্থের অর্থপিশাচ পাণ্ডা পূজার জন্য কাড়াকাড়ি করে, কেননা সে পূজনীয় নয়। পৃথিবীতে যারা কাপুরুষ, তারাই স্ত্রীর পূজা দাবি করে থাকে; তাতে পূজারি ও পূজিত দুয়েরই অপমানের একশেষ হয়।

–রবীন্দ্রনাথ ঠাকুর

২৬. সকল অশান্তির বাড়া হল দাম্পত্য অশান্তি।

প্লুটাস

২৭. উত্তম স্ত্রী এবং উত্তম স্বাস্থ্য পুরুষের শ্রেষ্ঠ সম্পদ।

–জন রে

২৮. একজন ভালো স্বামী তার স্ত্রীকে ভালোভাবে গড়ে নিতে পারে।

রবার্ট বার্টন

২৯. ঘরের বাইরে স্ত্রীকে হতে হবে দেবী। অর্থাৎ তার মনে থাকবে না নোংরামি, অসংযত হাবভাব। মন্দিরে গির্জায় হবে শ্রদ্ধাময়ী। গৃহে চঞ্চলা হরিণী, নিষ্ঠাবতী গৃহিণী। স্বামীর শয্যায় হতে হবে রঙ্গিণী নায়িকা।

–লোশিয়া ফির্ডিগা

৩০. স্ত্রীর কাছে মান রাখতে সকলেরই সাধ যায়, এমনকি সেজন্যে মনু বলে গেছেন স্ত্রীর কাছে মিথ্যে বলতে পাপ নেই।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৩১. মোরা ছিনু একেলা হইনু দু’জন
সুন্দরতর হল নিখিল ভুবন।
আজি কপোত কপোতী শ্রবণে কুহরে
বীণা বেণু বাজে বন মর্মরে।
নির্জর-ধারে সুধা চোখে মুখে ঝরে
নতুন জগৎ মোরা করেছি সৃজন।

কাজী নজরুল ইসলাম

৩২. সুন্দরী স্ত্রী এবং পিছনের দরোজা–যে-কোনো মুহূর্তে একজন ধনী লোককে ভিখারি করে দিতে পারে।

টি. এল. পিকক

৩৩. নিয়তি আমাদের যা দান করে তার মধ্যে সবচেয়ে আশ্চর্য দান হল স্ত্রী।

পোপ

৩৪. স্ত্রীকে নিরুপায়ভাবে স্বামীবাধ্য করতে সমাজে হাজার রকম যন্ত্র ও যন্ত্রণার সৃষ্টি করা হয়েছে, অথচ সেই শক্তিহীন স্ত্রীকে স্বামীর উপদ্রব থেকে বাঁচাবার জন্যে কোনো আবশ্যিক পন্থা রাখা হয় নি।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৩৫. পুরুষ রাগান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীও যদি সমপরিমাণে রেগে যায়, তবে সে গৃহে শয়তান প্রবেশ করে মাঝখানে অবস্থান করতে থাকে।

লুলহাম

৩৬. কায়াহীন ছায়া আর নারীহীন সংসার একই। নারীর মাহাত্মও এখানেই।

–আশুতোষ মুখোপাধায়

৩৭. স্ত্রীর সঙ্গে স্বামীর স্বভাবের অমিল থাকলেই মিল ভালো হয়, শুকনো মাটির সঙ্গে জলধারার মতো।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৩৮. বোবার শত্রু নেই যে বলেছিল, সে নিশ্চয় ছিল অবিবাহিত।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৩৯. আমার জীবনসঙ্গিনী যদি ভালো না হয়, তবে আমার ভালো গৃহ দিয়ে কী হবে?

–এডনা লিয়েন

৪০. প্রিয়তমা তরুণীর সঙ্গে দশ মাইল হেঁটে গেলেও কিছু মনে হবে না, অথচ বিরক্তিকর স্ত্রীর সঙ্গে দশ পা হাঁটতে কষ্ট হবে।

—ডেল কার্নেগি

৪১. যে-সংসারে স্বামী-স্ত্রীতে নিয়মিত কলহ হয়, সেই সংসারে নরকের আবহাওয়া বয়।

–কিপলিং

৪২. দাম্পত্যজীবনে স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই স্ত্রী কিছুদিনের জন্য বাপের বাড়ি গেলে স্বামী অস্থির হয়ে ওঠে। স্বামীবিরহেও নারী কাতর বিরহিণীর দিন কাটায়।

–সৈয়দ শামসুল হক

৪৩. স্ত্রীলোককে স্পর্শ না করা মানুষের পক্ষে শ্রেয়, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের স্ত্রী থাকুক এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক। স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিক। আর সেইরূপ স্ত্রীও স্বামীকে দিক। নিজ দেহের উপর স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে, আর সেইরূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তোমরা একজন অন্যজনকে বঞ্চিত করিও না।

বাইবেল

৪৪. যদি ভালো স্ত্রী পাও, তা হলে তোমার নিজের লাভ। কারণ তখন তুমি সুখী হতে পারবে। কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তা হলে দেশের লাভ, কারণ তখন তুমি দার্শনিক হতে পারবে।

–অজ্ঞাত মনীষী

৪৫. পৃথিবীর সবকিছুই সম্পদ। এই পার্থিব সম্পদের মধ্যে উৎকৃষ্ট সম্পদ হল সাধ্বী স্ত্রী।

–আল-হাদিস

৪৬. বিধিসম্মত অপ্রীতিকর কাজগুলোর মধ্যে তালাকই খোদাতালার নিকট অন্যতম।

–আল-হাদিস

৪৭. যে-রমণী বিনা কারণে বিবাহবন্ধন ছিন্ন করতে চায়, বেহেশতের সুঘ্রাণ তার জন্য নিষিদ্ধ।

–আল-হাদিস

৪৮. তোমার স্ত্রীর প্রতি তোমার এতটা অধিকার আছে যে যেরূপ সুন্দর সুগন্ধ আঘ্রাণ করিয়া সুখী হও, সেইরূপ তাহার সহিত বাস করিয়া তাহার সৌন্দর্য ও সঙ্গসুখ ভোগ করো। তাহাকে তোমার দাসী ও গৃহরক্ষিকা করিবার তোমার অধিকার নাই।

–হযরত আলি (রা.)

৪৯. একজন লোক সৎ বা অসৎ থাকা পুরোপুরিভাবে তার স্ত্রীর উপর নির্ভর করে।

–রর্বাট হ্যারিক

৫০. আমি যেহেতু বিবহিত মানুষ সেজন্য আমার যন্ত্রণার ও বেদনার শেষ নেই।

রিচার্ড ডিউক

৫১. বিবাহে পূর্ণ স্বাধীনতা কেবলমাত্র তখনই ব্যাপকভাবে কার্যকর হতে পারে যখন পুঁজিবাদী উৎপাদনব্যবস্থার বিলোপ এবং তার ফলে সৃষ্ট সম্পত্তির সম্পর্ক এখানকার জীবনসাথি বেছে নেয়ার ব্যাপারে প্রচণ্ড প্রভাব বিস্তারকারী গৌণ অর্থনৈতিক কারণগুলোকে দূর করে দেবে, তখন পরস্পরের প্রতি আকর্ষণ ছাড়া আর কোনো মতলব থাকবে না।

–এঙ্গেলস

৫২. বিয়ের অনেক জ্বালা, কিন্তু চিরকৌমার্যে কোনো সুখ নেই।

–ড. জনসন

৫৩. নিয়তি আমাদের যা দান করেন, তার মধ্যে সবচেয়ে আশ্চর্য দান হল স্ত্রী।

পোপ

৫৪. মনেরমতো স্ত্রী আর সংসার হলে জীবনের সব দুঃখ, সব ব্যর্থতা, সব সমস্যার মোকবিলা করা যায়।

–নিমাই ভট্টাচার্য

৫৫. মেয়েটি যে-ছেলেকে ভালোবাসে তাকে বিয়ে করার চেয়ে ছেলেটি যে মেয়েকে ভালোবাসে তাকে বিয়ে করাই শ্রেয়।

আরবি প্রবাদ

৫৬. পুরুষ বিয়ে করে কারণ সে পরিশ্রান্ত। মেয়েরা বিয়ে করে কারণ তারা উৎসুক, কিন্তু বিয়ের পর তারা উভয়েই হতাশ হয়।

অস্কার ওয়াইল্ড

৫৭. যিনি সম্পদের লোভে বিয়ে করেন, তিনি নিজের সত্তাকে বিকিয়ে দেন।

–টমাস ফুলার

৫৮. যখন কোনো ব্যক্তি বিবাহ করিল তখন তাহার ধর্মকর্ম অর্ধেক সম্পাদিত হইল।

–আল-হাদিস

৫৯. বিয়ে করার জন্য কাউকে বাধ্য করা হচ্ছে না। কিন্তু কেউ বিয়ে করলে তাকে অবশ্যই বিয়ের নিয়মকানুন মেনে চলতে হবে।

কার্ল মার্কস

৬০. বিবাহপ্রথার প্রায় শুরুর কাল থেকেই বিবাহবিচ্ছেদেরও শুরু; আমার মনে হয় বিবাহ-প্রথা মাত্র কয়েক সপ্তাহ বেশি প্রাচীন।

ভলতেয়ার

৬১. হিন্দুশাস্ত্রমতে বিবাহ কোনো সম্পাদিত দলিল মোতাবেক চুক্তি না, এটি নারী ও পুরুষের আদি ও প্রাকৃতিক পবিত্র বন্ধনবিশেষ যার বিচ্ছেদ ঘটানো যায় না।

বি. সি. রায়

৬২. তাড়াহুড়ো করে বিবাহ করলে পরে অনুতপ্ত হতে হয়।

কংগ্রিভ

৬৩. প্রেমের অভাবে নয়, বরং বন্ধুত্বের অভাবেই বিবাহ অসুখের হয়।

–ফ্রেডরিক নিৎসে

৬৪. পাপে নয়, পতি পুণ্যে সুমতি
থাকে যেন, হয়ো পতির সারথি।
পতি যদি হয় অন্ধ, হে সতী
বেঁধো না নয়নে আবরণ,
অন্ধ পতিরে আঁখি দেয় যেন
তোমার সত্য আচরণ।

কাজী নজরুল ইসলাম

৬৫. থাকুক আমার বিয়া,
বিবাহ যে কি পদার্থ।
বোঝে না যে অপদার্থ
অর্থ লোভে পুরুষার্থ
যে ফেলে বেচিয়া।
অমন শিক্ষায় ধিক
শত দর্শনে সে অন্ধ অধিক
বিজ্ঞানে তার জ্ঞান নাই মোটে–
ময়না শালিক টিয়া।

–গোবিন্দচন্দ্র দাস

৬৬. ইমানের পর চরিত্রবান স্ত্রীলাভ একটি বিরাট নিয়ামত।

হযরত ওমর ফারুক (রা.)

৬৭. স্বামী যদি কোনো পাপ ও অন্যায় কাজে রত হয়ে যান, যদি তিনি নীচ ও হীন প্রকৃতির লোক হন, তা হলে স্ত্রীর যে কিভাবে তার সঙ্গে চলতে হবে তা বলাই শক্ত। সর্বদা মিষ্ট কথায় স্নেহমায়ায় স্বামীকে উন্নত করতে চেষ্টা করবে। তাঁকে সাধু পবিত্র ও পর-দুঃখে কাতর হতে উদ্বুদ্ধ করবে। দরিদ্র হওয়া ভাল, তবুও পাপের পথে, অন্যায়ের পথে হাঁটা কর্তব্য নয়, এই কথা স্বামীকে বার বার শোনাবে। স্ত্রীর মঙ্গল শক্তিতে স্বামীর চিত্ত মহত্ত্বে ভরে উঠতে পারে।

–ডা. লুৎফর রহমান

৬৮. বুদ্ধিমান পুরুষ তার বিবাহ সম্পর্কে একটু খতিয়ে চিন্তা করলে বেশ বুঝতে পারে, এটা হল প্রভু-ভৃত্য সম্পর্কে সে হল ভৃত্য।

–অজ্ঞাত

৬৯. বিবাহের সময় বাহ্যিক সৌন্দর্য দেখে ভুলো না, অন্তরের সৌন্দর্যের সন্ধান নাও।

আর. বি. ল্যান্ডস

৭০. বিবাহের অব্যবহিত পরে স্বামী-স্ত্রী উভয়ের মনই উদ্দাম আবেগপূর্ণ হয়ে ওঠে। স্ত্রীর ইচ্ছে হয় সব সময় স্বামীর সঙ্গে গল্প করেন। ঘরের মধ্যে স্বামীর সঙ্গে হাসাহাসি ও আলাপ করেন। একটু পুরনো হলে অর্থাৎ বিয়ের দু’এক বৎসব পর এ আবেগ থাকে ন।

–ডা. লুৎফর রহমান

৭১. নারী স্বামীর কাছে হবে একখানা মূর্তিমতী কবিতা, সেখানে জ্ঞান ও আনন্দ, দুই-ই পাওয়া যায়।

–ডা. লুৎফর রহমান

৭২. একবার বিয়ে করাটা কর্তব্য, দুবার বিয়ে করাটা একটা বোকামি ও ভুল। তৃতীয়বার বিয়ে করাটা পাগলামি।

–ওলন্দাজ প্রবাদ

৭৩. স্বামীর গৌরবেই স্ত্রীলোকের গৌরব। স্বামীকে বাদ দিয়ে মেয়েমানুষের কিসের গৌরব?.স্বামীকে বাতাস করতে তার লজ্জা, কষ্ট বা অপমান বোধ হয় না, তিনি স্বামীর পা ধুইয়ে দিতে আনন্দ বোধ করেন, দাসীরূপে নয়–বন্ধুরূপে।

–ডা. লুৎফর রহমান

৭৪. বিবাহিত পুরুষদের বেশির ভাগ ক্ষেত্রেই মেরুদণ্ড সোজা রাখা সম্ভব হয় না।

-–লেনিন

৭৫. প্রণয়সাপেক্ষে পরিণয়ই আমাদের দেশের ঘৃণিত পণপ্রথার মূলে কুঠারাঘাত করিতে পারে।

–আবুল হাসানা

৭৬. সত্যিকার বিয়ের একটিমাত্র শর্ত থাকবে যারা পরস্পরকে ভালোবাসে তারাই স্বামী-স্ত্রী।

–এলেন কী

৭৭. বিয়ে হচ্ছে দুই বিপরীত স্নায়ুতন্ত্রের শান্তিপূর্ণ সহাবস্থান। এমিল ব্রুটকি ৭৮. অবিবাহিতরা প্রায়ই বন্ধু হিসেবে এবং ভৃত্য হিসেবে সর্বোত্তম।ফ্রান্সিস বেকন

৭৯. যতক্ষণ নরনারীর হৃদয়ের মধ্যে সত্যিকার প্রেমের যোগ থাকে, ততক্ষণই বিবাহ সার্থক ও সত্য। যে-মুহূর্তে প্রেমের মৃত্যু, সেই মুহূর্তেই উদ্বাহু-বন্ধন উদ্বন্ধন (ফাস) হইয়া উঠে।

অজ্ঞাত

৮০. যে নারী স্বামীর সাধন-পথের সহায়ক না হয়ে অন্তরায় হয়েছেন, তিনি তাঁর নারীজীবনকে ব্যর্থ করে দিয়েছেন।

–ডা. লুৎফর রহমান

৮১. নারীর সৌন্দর্য এবং নরের ঐশ্বর্য দাম্পত্য সুখের সহায়। কিন্তু কুরূপা স্ত্রী বুদ্ধিমতী হলে নিশ্চয় নিজেকে সুন্দরীশ্রেষ্ঠ মনে করে না, এবং দরিদ্রতম পুরুষও জানে কোথায় তার দুর্বলতা। তবু একে অপরের মুগ্ধদৃষ্টি কামনা করে। কারণ, সেরা না হলেও বিশেষ হতে বাধা নেই। প্রকৃতি সকলকেই কিছু-না-কিছু বিশেষত্ব দিয়ে গড়েছে। এই যুক্তিসঙ্গত চাহিদাটুকু পূরণ না হলে সুখের সংসার কেবল গল্পকথা।

–আবদুর রহমান শাদাব

৮২. দাম্পত্য-দ্বন্দ্ব কোনো মানুষই এড়াতে পারে না। সংসারে আপোস করতেই হয়। দীর্ঘস্থায়ী দাম্পত্য অসন্তোষ সংসারে ভাঙন ডেকে আনে।

ডরোথি কার্নেগি

৮৩. জন্তু-জানোয়াররাই প্রভুর ইচ্ছামতো সঙ্গীসাথি পেয়ে থাকে, মানুষেরই রুচি ও ভালোলাগার প্রশ্ন।

লিও টলস্টয়

৮৪. ভালোবাসাহীন বিয়ে একটা বিয়েই নয়, ভালোবাসাই বিয়েকে পবিত্র করে, আর ভালোবাসা দ্বারা যে-বিয়ে পবিত্র হয়, সেটাই আসল বিয়ে।

লিও টলস্টয়

৮৫. সারা জীবন ধরে একটি পুরুষ বা নারীকে ভালোবাসা–আরে, সে তো একটিমাত্র মোমবাতি সারা জীবন ধরে জ্বলবে–এমনটা আশা করারই শামিল।

–লিও টলস্টয়

৮৬. আধ্যাত্মিক মিলন! ভাবের ঐক্য! তা হলে তো একসঙ্গে ঘুমোবার কোনো কারণই থাকে না। ভাবের ঐক্যের বশে মানুষ একসঙ্গে ঘুমুতে গেছে, এমন কথা কে কবে শুনেছে!

–লিও টলস্টয়

৮৭. ভালোবাসা স্বার্থপরতা ছাড়া আর কিছুই নয়।

–লিও টলস্টয়

৮৮. স্ত্রীরা স্বামীদের কাছে সর্বদা তাদের রূপের, রান্নার ও গুণের প্রশংসা শুনতে চায়, কিন্তু ভুলেও কখনো তারা স্বামীকে অক্ষম অপদার্থ বলতে ক্ষান্ত দেয় না।

–শিশির ভট্টাচার্য

৮৯. অন্যকে নয়, আমাদের নিজেদের পরিতৃপ্ত রাখার জন্যই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।

–আইজ্যাক বিকারস্টাফ

৯০. বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা।

–শোপেনহাওয়ার

৯১. বিয়ে করার অনেক যন্ত্রণা, কিন্তু চিরকুমার ব্রতে কোনো সুখ নেই।

–ড. জনসন

৯২. মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পারে।

–পোলিশ প্রবাদ

৯৩. মেয়েরা যাকে গাল দেয় তাকেও বিয়ে করতে পারে, কিন্তু যাকে বিদ্রূপ করে তাকে নৈব নৈব চ।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৯৪. সকল সংস্কারকই অবিবাহিত ছিলেন।

–জর্জ মুর

৯৫. স্ত্রী-পুরুষের শারীরিক সম্বন্ধে যেখানে অসত্য এবং অশান্তির যোগ সেইখানেই সেটা ব্যভিচার–যেখানে সেই আশঙ্কা নেই সেখানে সন্ন্যাসীর কথায় কান দেবার প্রয়োজন দেখি নে।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৯৬. স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কী। আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৯৭. যৌন ইচ্ছা কোনো পাপের পরিণতি নয়। তা হল জীবনের স্বাভাবিক সুন্দর বহিঃপ্রকাশ।

— ফ্রয়েড

৯৮. স্ত্রী হচ্ছে যুবক স্বামীর রক্ষিতা, প্রৌঢ় স্বামীর সঙ্গিনী এবং বৃদ্ধ স্বামীর সেবিকা।

–ফ্রান্সিস বেকন

৯৯. যে-স্বামী স্ত্রীর ড্রেসিংরুমে প্রবেশ করে, হয় সে দার্শনিক, নয় মূর্খ।

–বালজাক

১০০. বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেওয়ার ফাঁক পাওয়া যায় না।

রবীন্দ্রনাথ টাকুর

১০১. অন্যকে নয়, আমাদের নিজেদের পরিতৃপ্ত রাখার জন্যই আমরা বিয়ে করি।

–আইজাক বিকার স্টাফ

১০২. বিয়ে করলে বড় কাজ করার ক্ষমতা থাকে না, প্রতিদিন তাকে ভাতের চিন্তা করতে হয়।

–বেকন

১০৩. বিয়ে না করলে যদি চলত তা হলে কোনো পুরুষই নারীকে বিয়ে করত না।

বালজাক

১০৪. মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করেও বিবাহ করতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করতে দুঃসাহসিকতার দরকার হয়।

–রবীন্দ্রনাথ ঠাকুর

১০৫. স্ত্রীরা কেবল পুরুষের আজ্ঞাপালন করবে, এজন্য তাদের সৃষ্টি হয়নি। যারা স্ত্রীকে আজ্ঞাবাহী দাসী মনে করে তারা বর্বর।

উইলিয়াম বেনেট

১০৬. স্ত্রী-পুত্রের ভরণ-পোষণ যোগাবার ক্ষমতা অর্জনের আগে বিয়ে কোরো না।

–এডমন্ড বার্ক

১০৭. বিয়ের সময় বাইরের সৌন্দর্য দেখে ভুলো না, অন্তরের সৌন্দর্যের সন্ধান করো।

–আর বিদ্যাভাস

১০৮. পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এজন্যই তো বিবাহ।

–রবীন্দ্রনাথ ঠাকুর

১০৯. বিয়ে করা মানে তোমার অধিকারকে অর্ধেক করে নেয়া এবং কত্যর্বকে দ্বিগুণ করা।

–শোপেনহাওয়ার

১১০. প্রেম বিয়ের সূর্যোদয় এবং বিয়ে প্রেমের সূর্যাস্ত।

ফরাসি প্রবাদ

১১১. বিয়ে একটা জুয়াখেলা–পুরুষ বাজি রাখে স্বাধীনতা, আর নারী বাজি রাখে সুখ।

মাদামোয়াজেল

১১২. সাম্যের গান গাই–
আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান-সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

কাজী নজরুল ইসলাম

১১৩. অবিবাহিত মানুষের মূল্য ততটুকু কখনই নহে, যতটুকু বিবাহিত দম্পতির মিলনের মধ্যে পাওয়া যায়। অবিবাহিত জীবন একটি অসম্পূর্ণ জীবন এবং জীবনকে কাঁচির দুইটি অংশের মধ্যে শুধু একটি অংশের সঙ্গে তুলনা করা যেতে পারে।

–ফ্রাঙ্কলিন

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *