২৪. আদেশ-উপদেশ

আদেশ-উপদেশ

১. কেউ আদেশ করবে আর কেউ মেনে নেবে এইটাই নিয়ম। কিন্তু যারা আদেশ করবে তাদেরও আবার কারও আদেশ মেনে চলতে হবে।

–মালো

২. বিয়ে করার জন্যে বা যুদ্ধে যাবার জন্যে কাউকে উপদেশ দিও না।

–স্পেনীয় প্রবাদ

৩. যে উপদেশই দাও তা যেন খুব ছোট হয়।

–হোরেস

৪. উপদেশ দেওয়া অত্যন্ত সহজ–কিন্তু উপদেশ পালন করা খুব শক্ত কাজ।

–ভবেশ রায়

৫. হযরত ইব্রাহিম আদহাম (রা.)-এর কতগুলো স্মরণীয় উপদেশ–

(ক) অতিভোজী কখনোই ইবাদতে শান্তি পাবে না।

(খ) যে অত্যধিক ন্দ্রিা যায় তার আয়ু কমে যায়।

(গ) যে-ব্যক্তি কেবল মানুষেরই মন জোগায় সে আল্লাহতা’আলার মন জোগাতে সমর্থ হবে না।

(ঘ) যে অধিক কথা বলবে, তার থেকে মিথ্যা ও পরনিন্দা নিশ্চয়ই বের হবে। ৬. যখন কোনো লোক তোমার কাছে উপদেশের জন্য আসে বস্তুত সে তোমার কাছ থেকে তার প্রশংসাই শুনতে চায়।

–চেস্টারফিল্ড

৭. প্রাচুর্যের মাঝে থাকাকালে দুখিদের প্রতি উপদেশ দেয়া খুবই সহজ।

–এসকাইলাস

৮. কারো না মনবগণ
বৃথা ক্ষয় এ জীবন
সংসার সমরাঙ্গণ মাঝে;
সঙ্কল্প করেছ যাহা,
সাধন করহ তাহা
রত হয়ে নিজ নিজ কাজে।

–হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৯. মানুষ এত সহজে কোনো জিনিসই বিলিয়ে দেয় না, যত সহজে সে উপদেশ বিলিয়ে দিয়ে থাকে।

–রো চে ফুঁকো

১০. সৎ উপদেশকে টাকার মূল্যে পরিমাপ করা যায় না।

ইরাসমুস

১১. অনেকেই উপদেশ পায়; কিন্তু জ্ঞানী যারা তারাই তা লক্ষ করে তার দ্বারা লাভবান হয়।

সাইরাস

১২. অন্যকে উপদেশ দিতে
পাণ্ডিত্যের কমতি কারও নাই।
স্বয়ং আচরি ধর্ম শিক্ষা দেন
শুধু মহাত্মাই।

–চাণক্য পণ্ডিত

১৩. সংযত হও, কিন্তু নির্ভীক হও, সরল হও, কিন্তু বোকা হয়ো না। বিনয়ী হও, তাই বলে দুর্বল-হৃদয় হয়ো না।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

১৪. অযাচিত উপদেশ দিতে নেই।

জার্মান প্রবাদ

১৫. ভাবুকরা উপদেশ দিতে পারে, কাজ করতে পারে না।

মার্থা গ্রীন

১৬. যাহা তুমি স্বয়ং কর না বা করিতে পার না, তাহা অন্যকে উপদেশ দিও না।

–হযরত আলি (রা.)

১৭. ধৈর্য, সততা, ভদ্রতা, নম্রতা ও উদারতা জ্ঞানীর লক্ষণ, যে কথা বললে জ্ঞানের কথা বলবে, কারও দোষ দেখলে প্রচার করবে না, দান করবে কিন্তু গঞ্জনা দেবে না, সচ্ছল অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করবে, যথাসম্ভব কিছু প্রার্থনা করবে না, অভাবীকে কটাক্ষ করে না, সৎ কাজে অলসতা করে না, বিপদে আল্লাহকে ভোলে না, নিজ ধনে অন্যের মঙ্গল খোঁজে, অন্তর ও বাইরে একরূপ, অন্যের জানমাল রক্ষার জন্য নিজের জানমাল বিসর্জন দেয়, কৃপা করেও কৃতজ্ঞ থাকে।

–লোকমান হেকিম

১৮. সিংহকে যদি শৃগাল উপদেশ প্রদান করে তবে বুঝতে হবে শৃগালই বুদ্ধিমান।

–উইলিয়াম ব্লেক

১৯. মিষ্টিভাবে আদেশপ্রদানের মধ্যেও প্রবল শক্তি নিহিত থাকে।

জর্জ হার্বার্ট

২০. যদি তুমি জজ হতে চাও তবে তদন্ত করো, আর যদি প্রশাসক হতে চাও তবে আদেশ করো।

সেনেকা

২১. যারা আমার নামে কোনো মিথ্যা মত বা উপদেশ চালিয়ে দেয়, তারা আমার উম্মত নয়, তারা হবে দোজখের অধিবাসী।

–আল-হাদিস

২২. আজ্ঞাবহতা এককভাবেই আদেশ করবার অধিকার দিয়ে থাকে। ইমারসন

২৩. ঠাট্টা করিও না, করিলে সম্মান নষ্ট হইবে। মিথ্যা বলিও না, বলিলে ইমানের জ্যোতি নষ্ট হইবে। নিরাশ হইও না, হইলে হকের উপর থাকিতে পারিবে না। আলস্য করিও না, করিলে কর্তব্যকর্মে ত্রুটি হইবে।

–আল-হাদিস

২৪. যে শুধু উপদেশ দেয় সে উপদেশ মেনে চলে না।

–সেনেকা

২৫. হও ধরমেতে ধীর
হও করমেতে বীর,
হও উন্নত শির নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান
হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান হবে জয়।

অতুলপ্রসাদ সেন

২৬. যে তোমার উপদেশ শুনিতে চাহে তাকে ছাড়া আর কাহাকেও উপদেশ দিও না।

–হযরত আলি (রা.)

২৭. ভীরুকে সাহস দাও, দুর্বৃত্তকে এড়িয়ে চলো, জ্ঞানীর সঙ্গে কাজ করো।

–হুইটম্যান

২৮. যে-ব্যক্তি অন্যকে সৎকর্মের উপদেশ দেয় আর নিজে সৎকর্ম করে না, সে ব্যক্তি মশালবাহী অন্ধের ন্যায়–অন্যে তার দ্বারা পথ দেখে কিন্তু নিজে দেখতে পায় না।

–প্লেটো

২৯. একটি সৎ উপদেশ দান, এক লাখ টাকা দানের চেয়েও শ্রেয়।

–বি. সি. রায়

৩০. একটি ভাল উপদেশ, একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে।

–বি. সি. রায়

৩১. উপদেশ কদাচিৎ সমাদর পেয়ে থাকে, যাদের উপদেশ খুব প্রয়োজন তারাও তা অপছন্দ করে থাকে।

–জনসন

৩২. অসৎ লোকের সৎ উপদেশও লোকে শোনে না।

বি. সি. রায়

৩৩. জনতার মাঝে কখনো উপদেশ দিও না।

–আরবি প্রবাদ

৩৪. প্রকৃতি যে আদেশ করে সে আদেশ মানতে সবাই বাধ্য।

উইলিয়াম ক্লার্ক

৩৫. শুধু সে-ই নিশ্চিত শাসন করতে পারে যে আনন্দের সঙ্গে আজ্ঞা পালন করতে শিখেছে।

–টমাস এ. কেমপিস

৩৬. যাকে উপদেশ দেয়া যায় তাকে সাহায্য করা সম্ভব নয়।

–মোসফুলার

৩৭. মিষ্টিভাবে আদেশপ্রদানের মধ্যেও প্রবল শক্তি নিহিত থাকে।

জর্জ হার্বাট

৩৮. অমি সেই আদেশ পালন করব, যে-আদেশপালনে আমার আদর্শের সংঘাত নেই।

হেনরি টেলর

৩৯. অন্যায় আদেশ পালন কোরো না। কাউকে অন্যায় আদেশ দিয়ো না।

–ডোরান

৪০. পরামর্শ বুদ্ধিকে পরিপকূ করে।

ড্রাইডেন

৪১. ভালো কথা মন্দ লোকে বললেও তা গ্রহণ করবে।

সক্রেটিস

৪২. সঙ্কটে পতিত হলে সঙ্কট অতিক্রমকারীদের পরামর্শ গ্রহণ করো।

নিকোলাস মুলার

৪৩. তর্কের বেলায় গৃহিণীর যুক্তিকে অকাট্য বলে কাজের বেলায় নিজের যুক্তিতে চলাই সৎ পরামর্শ।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৪৪. তুমি নিজেকে যতটা ভালো পরামর্শ দিতে পার, অন্য কেউ ততটা পারে না।

আর্থার হেল্প

৪৫. অন্যের সদুপদেশ যে গ্রহণ করে না এবং বই কম পড়ে–সে ভুল করে।

রউক্স

৪৬. ভাবুকরা উপদেশ দিতে পারে, কাজ করতে পারে না।

মার্থা গ্রীন

৪৭. এক মাথার সুপরামর্শ হাজার লোকের উপকার সাধন করতে পারে।

–জন ওয়েবস্টার

৪৮. লৌহদণ্ড যেমন পাথরের গায়ে বিদ্ধ হয় না, তেমনি কালো অন্তরে সদুপদেশ ক্রিয়া করে না।

–শেখ সাদি

৪৯. ভালো করে না দেখে কিছু পান করবে না, ভালো করে না পড়ে কিছুতে সই দেবে না।

–স্পেনীয় প্রবাদ

৫০. সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্যবান নয়।

ইমরাসন

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *