প্রেম-প্রীতি-ভালবাসা
১. প্রেম হচ্ছে সবকিছুর শুরু, মধ্য এবং অন্ত।
–লাকর্ডেয়ার
২. প্রেম আর ধূম হচ্ছে এমন দুটো জিনিস যা চোখে দেখা যায় না।
ফরাসি প্রবাদ
৩. নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪. ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।
টেনিসন
৫. বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া উঠে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬. স্বার্থসিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেম।
হক জ্যাকসন
৭. প্রেমের পরশে প্রত্যেকে কবি হয়ে ওঠে।
প্লেটো
৮. প্রেম মানুষের একটি শাশ্বত ও মহান প্রয়োজন।
আনাতোল ফ্রাঁস
৯. চুমুতে চিনি নেই, মধুও মেশানো থাকে না–তবুও চুমুর মতো মধুর স্বাদ জগতে আর কিছুতে নেই।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১০. শব্দ যখন নিরর্থক হয়ে ওঠে, তখন কথা বন্ধ করার জন্য প্রকৃতি চুম্বনের মধুর ফন্দি বার করেছে।
ইনগ্রিড বার্গম্যান
১১. চুম্বনও একটা আর্ট। সবাই চুমু খেতে পারে না। গাঢ় গভীর আশ্লেষ চুম্বন দ্বারা অনেক সুখ অনেক তৃপ্তি আদায় করে নেওয়া যায়। অথচ কী আশ্চর্য! অনেক নারী-পুরুষ এই সুখ থেকে স্বেচ্ছায় নিজেদের বঞ্চিত করে।
হেলিনস্কি
১২. চোখ মনের কথা বলে। সবাই চোখের ভাষা বুঝতে পারে না। প্রাণের সাথে যার প্রাণের মিল আছে, টান আছে, কেবল তারাই একে অপরের চোখের ভাষা বুঝতে পারে।
প্রফুল্ল রায়
১৩. যখন মুখের ভাষা বন্ধ হয়ে যায়, তখন প্রেমিক-প্রেমিকারা চোখের ভাষায় কথা বলে। যখন চোখও কথা বলে না, তখন হৃদয়ে-হৃদয়ে বাণী বিনিময় হয়। এলান বার্গার
১৪. যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছ
আমার হৃদয় খনিতে।
রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. সৌভাগ্যের দুর্ঘটনায় একজন মানুষ পৃথিবীকে একবার শাসন করতে পারেন, কিন্তু ভালোবাসার দ্বারা তিনি পৃথিবীকে চিরকাল শাসন করতে পারেন।
লাও সী
১৬. গভীর ভালোবাসার কোনো ছিদ্রপথ নেই।
–জন হেউড
১৭. প্রেমে পড়লে নাকি বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।
নুট হামসুন
১৮. প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়।
–জা পল বিশার
১৯. অর্থের জন্য প্রেম করা আর নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা একই জিনিস।
জন ক্রাউন
২০. ধনসম্পদ উড়ে যায়, আরাম-আয়েশ অন্তর্হিত হয়, আশা যায় শুকিয়ে, কিন্তু প্রেম থেকে যায় আমাদের সাথে। প্রেম হচ্ছে ঈশ্বরী।
লিউ ওয়ালেস
২১. প্রেমের সুখ হল কর্মে ও অপরের জন্য কাজ করার ইচ্ছাই ভালোবাসার প্রমাণ।
লিউ ওয়ালার
২২. যাকে খুবই ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসবার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফসকে যায়, তখন সেটা না-ভালোবাসায় দাঁড়ায় না–সেটা দাঁড়ায় একটা অন্ধবিদ্বেষে, ভালোবাসারই উলটো পিঠে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৩. সবাইকে ভালোবাসো, বিশ্বাস করো অল্প কয়েকজনকে। শেক্সপীয়ার ২৪. বন্ধুত্বের সারাৎসার হচ্ছে সমগ্রতা, পূর্ণ মহানুভবতা আর বিশ্বাস। ইমারসন ২৫. প্রেম সর্বদাই কামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
বার্ট্রান্ড রাসেল
২৬. আস্থাই বন্ধুত্বের একমাত্র বন্ধনসূত্র।
সাইরাস
২৭. বিস্তারই জীবন, সঙ্কোচনই মৃত্যু। প্রেমই জীবন, দ্বেষই মৃত্যু।
স্বামী বিবেকানন্দ
২৮. ভালোবাসার ট্রাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারে নি–নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য যেখানে জুলুম যেখানে মনে করি, আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৯. তোমার প্রেমকে মনুষ্যত্বে ব্যাপ্ত কর, সান্ত্বনা পাবে। বিশ্বপ্রেম প্রতিদান চায় না; যোগ্য অযোগ্য বিচার করে না, সে সেবা করেই সুখী।
–দ্বিজেন্দ্রলাল রায়
৩০. তারেই বলে প্রেম
যথন থাকে না Future-এর চিন্তা
থাকে নাক Shame
তারেই বলে প্রেম।
–দ্বিজেন্দ্রলাল রায়
৩১. যেখানে আনন্দ সেখানেই প্রেম এবং যেখানেই প্রেম সেইখানেই আনন্দ। আনন্দ ভিন্ন প্রেম হয় না এবং প্রেম ভিন্নও আনন্দ নাই।
–অমূল্যচরণ বিদ্যাভূষণ
৩২. প্রেম না থাকলে শরীরসম্ভোগ অনির্বচনীয় মাধুর্যমণ্ডিত হয় না।
মহাশ্বেতা দেবী
৩৩. সকল জীবের মধ্যে প্রেম করার এবং প্রেমের সুখ উপলব্ধি করার ক্ষমতা কেবল মানুষেরই আছে।
–আবুল ফজল
৩৪. নিজের দীর্ঘায়ু সম্পর্কে যেমন নিশ্চিত করে কিছু বলা যায় না, তেমনি প্রেমে আবদ্ধ থাকা কিংবা না থাকার বিষয়েও শপথ করা যায় না। শুধুমাত্র জীবন এবং প্রেম সম্বন্ধে যত্নবান থাকার শপথ করা যায়।
–এলিন কে.
৩৫. যেখানে অর্থ নেই, সেখানে ভালোবাসাও দুর্লভ।
স্যার টমাস ব্রাউন
৩৬. নিরবচ্ছিন্ন মিলনে প্রেমের মর্যাদা স্লান হইয়া যায়। সোহাগ বেসুর লাগে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭. স্বামীরা প্রেমিক অবশ্যই হতে রাজি, তবে নিজের স্ত্রীর সঙ্গে নয়। স্ত্রীর প্রেমিকের ভূমিকায় তারা নিজেদের ভাবতেই পারে না।
নবনীতা দেব সেন
৩৮. ধর্মের পর জ্ঞানের প্রধান অংশ হচ্ছে মানবপ্রেম–আর পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষের মঙ্গলসাধন।
–আল-হাদিস
৩৯. প্রেমিক-প্রেমিকারাই অলস-মধুর সময় কাটাতে পারে।
ফ্রান্সিস বেকন
৪০. আল্লাহকে ভালোবাসার ইচ্ছা থাকলে প্রথমে মানুষকে ভালোবাসতে শেখো।
–আল-হাদিস
৪১. মানবপ্রেমই প্রেমের শ্রেষ্ঠ ও শেষতম পর্যায়।
–গুন্টার গ্রাস
৪২. একমাত্র প্রেম বিপ্লবের ক্ষেত্রে মানুষ ভীরুতার দেয়াল টপকিয়ে দুর্জয় সাহসী হতে পারে।
–সৈয়দ শামসুল হক
৪৩. যারা গভীরভাবে ভালোবাসতে জানে, বয়স তাদের জন্য কোনো বাধা নয়।
–পিনেরো
৪৪. তুমি যদি কোনো লোককে জানতে চাও,তা হলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো।
লেনিন
৪৫. ত্যাগের সঙ্গে প্রেমের ভারি একটা সম্বন্ধ আছে–এমন সম্বন্ধ যে, কে আগে কে পরে তা ঠিক করাই দায়। প্রেম ছাড়া ত্যাগ হয় না, আবার ত্যাগ ছাড়া প্রেম হতে পারে না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৬. যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না।
সুইফট
৪৭. পৃথিবীর সমস্ত সুন্দর আবেগগুলোই প্রেমের মাত্র একটি কর্মের তুলনায় ওজনে খাটো।
জেমস্ রাসেল লাওয়েল
৪৮. প্রেমিক-প্রেমিকা কলঙ্ক রটনাকে ভয় পেয়ে থাকলে বুঝতে হবে তাদের প্রেম খাঁটি নয়।
সঞ্জীব চট্টোপাধ্যায়
৪৯. মা বোন স্ত্রী অথবা কন্যা–যে-রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র।
–এইচ. জি. লরেন্স
৫০. বন্ধনের মধ্যে জন্ম হলেও নারী পুরুষ উভয়েই স্বাধীন প্রাণী হিসাবে সৃষ্টি হয়েছে।
–উইলিয়াম উইন্টার
৫১. কলঙ্ক হবে–এই ভয়ে একজন সৎ ও নিষ্ঠাবতী প্রেমিকা প্রেমিকের হাত ধরে গৃহত্যাগ করতে ইতস্তত করে না। প্রেম ভয়কে ভয় পায় না। কলঙ্ককে ডরায় না।
–অসিত বন্দ্যোপাধ্যায়
৫২. সবাই আত্মকল্যাণ চায়, মানুষ এমনই স্বার্থপর।
–গ্রীন গর্ডন
৫৩. নিঃস্বার্থ জনদরদিরাই কেবল মানবকল্যাণে নিবেদিতপ্রাণ হতে পারেন। স্বার্থপর যে, মানবকল্যাণের কথা বৃথাই তার চিন্তা করা।
হো চি মিন
৫৪. দুঃখ ও যন্ত্রণা জয়ের উৎকৃষ্ট টনিক হচ্ছে সার্থক প্রেম।
–হেররিক
৫৫. পূর্ণ বিবেচনা ও বিচক্ষণতাপ্রসূত মাতৃত্ব অর্জন করবার জন্যে স্বভাবতই যে কোনো মেয়ের পক্ষে খাঁটি ও হৃদয়বান পুরুষের প্রেমের প্রয়োজন। রোমা রোলা
৫৬. কামের মধ্যে প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৫৭. পথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে….. সে হল প্রতিদানের আশা না করে ভালোবেসে যাওয়া।
—ডেল কার্নেগি
৫৮. ভালোবাসা দেবার চেয়ে নেয় বেশি।
–টেনিসন
৫৯. ভালোবাসার জগতে সে-ই বুদ্ধিমান যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে
–টেনিসন
৬০. স্বার্থসিদ্ধির চরম অভিব্যক্তি প্রেম।
ব্রুক জ্যাকসন
৬১. সৌভাগ্য ও প্রেম নির্ভীকের সঙ্গী।
–আনাতোল ফ্রাঁস
৬২. ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো–তা হলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।
–টমাস ফুলার
৬৩. ভালোবাসা শুধু সুখ দেয় না, জীবনকে মধুময় ও দীর্ঘায়ু করে।
প্রফুল্ল রায়
৬৪. কামনা ও প্রেম একসঙ্গে চলে, কোনোদিন বিচ্ছেদ হয় না।
–সমরেশ মজুমদার
৬৫. প্রেম শব্দটার মধ্যে মস্ত এক রহস্য লুকিয়ে আছে নিশ্চয়। তা না হলে প্রেম শব্দটা শুনে মানুষ এমন রোমাঞ্চিত হয় কী কারণে?
–বনফুল
৬৬. প্রেম ব্যতীত কোনো নারীর সঙ্গে মিলিত হওয়া আর বাজারের স্বৈরিণীর সঙ্গে মিলিত হওয়া সমান।
–বার্ট্রান্ড রাসেল
৬৭. আমরা যেহেতু মানুষ সেইজন্য আমাদের একমাত্র মানুষকেই ভালোবাসা কর্তব্য।
–-লেনিন
৬৮. প্রেমের আনন্দ থাকে
শুধু স্বল্পক্ষণ
প্রেমের বেদনা থাকে
সমস্ত জীবন।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৯. প্রেম গাছ-থেকে-পড়া অন্ধ ডালের মতো, কার ঘাড়ে গিয়ে যে কখন পড়ে– তা আগেভাগে বুঝতে পারা যায় না।
সঞ্জীব চট্টোপাধ্যায়
৭০. ভালোবাসা ভেঙে যাওয়া সে যে হাহাকার
তার চেয়ে ব্যথা নাই,
হায়;
প্রেম টুটিবার আগে প্রেমের আধার
টুটে যাওয়া ভালো বসুধায়।
–সত্যেন্দ্রনাথ দত্ত
৭১. যে-প্রেমিক কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়, সে মোটেই প্রেমিক নয়।
নর্মান ডগলাস
৭২. অনিত্য এই ধরায় জেনো
কিছুই বড় টিকতে নারে,
ভালোবাসাই হেথায় শুধু
অমর হয়ে থাকতে পারে।
–ওমর খৈয়াম
৭৩. আমার শ্রেষ্ঠ বন্ধু সে-ই যে আমার কল্যাণ কামনা করে কেবল আমার কল্যাণেরই জন্যে।
–অ্যারিস্টটল
৭৪. বন্ধুত্ব টাকার মতো, রক্ষা করার চাইতে তৈরি করা সহজ।
বাটলার
৭৫. সারাজীবনে একজন বন্ধু থাকা যথেষ্ট, দুজন হলে অনেক, আর তিনজন হওয়া প্রায় অসম্ভব।
–হেনরি অ্যাডামস
৭৬. প্রকৃত প্রেম যতই দুর্লভ হোক, প্রকৃত বন্ধুত্বের চাইতে তা কম দুর্লভ।
–লা রোচি ফুঁকো।
৭৭. একজন সহানুভূতিশীল বন্ধু ভাইয়ের মতোই প্রিয় হতে পারে।
–হোমার
৭৮. আমরা আমাদের বন্ধুদের গুণের চাইতে বরং তাদের ত্রুটিগুলো দিয়ে চিনে থাকি।
–সমারসেট মম
৭৯. যে-বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে, তা আসলে কখনো সত্যি সত্যি শুরুই হয় না।
–পাবিলিয়াস সাইরাস
৮০. তোমার বন্ধু হচ্ছে সে-ই যে তোমার সম্পর্কে সবকিছু জানে এবং তবুও তোমাকে পছন্দ করে।
অ্যালবার্ট হুবার্ড
৮১. একজন নিষ্ঠাবান বন্ধু সহস্র আত্মীয়ের চেয়ে শ্রেয়।
ইউরিপিডিস
৮২. একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুণ্ণ হয় না।
চার্লস ল্যাম
৮৩. যে-বন্ধু সুদিনে ভাগ বসায় এবং দুর্দিনে ত্যাগ করে চলে যায়, সে-ই তোমার সবচেয়ে বড় শত্রু।
ইমাম গাজ্জালি
৮৪. কারও প্রেয়সী কখনও কুৎসিত হয় না।
–জে. জে. জেভ
৮৫. একটি পুরুষ আর একটি নারীকে যদি একত্রে কোথাও রাখ, অল্প কিছু জিনিসই তাদের করার থাকে। তারা পরস্পরকে জড়িয়ে ধরে। উষ্ণ করে তোলে একে অপরকে। বাকি থাকে সবই শূন্য আর মৃত।
উগো বেত্তি
৮৬. প্রেম পুরুষের জীবনে কেবল একটা অণুকাহিনী মাত্র, নারীর জীবনে তা সমগ্র ইতিহাস।
মাদাম দ্য স্তায়েল
৮৭. হে প্রেম, তোমার শক্তি অপ্রতিরোধ্য, তুমি মরণের পরেও হয়েছ জয়ী।
–সোফোক্লেস
৮৮. প্রেমের নীরব স্বপ্ন যত মধুর, তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতে নেই।
–টমাস মুর
৮৯. যেখানে প্রেম নেই, সেখানে সত্য নেই। কেবলমাত্র তারই মূল্য আছে যে কোনো-কিছুকে ভালোবাসে। ভালোবাসা না থাকলে নিজের অস্তিত্ব না থাকারই শামিল।
–ফয়েরবাখ
৯০. ভালোবাসার অর্থ হল, যাকে তুমি ভোবাস তার মতো জীবনযাপন করা।
টলস্টয়
৯১. কামনা আর প্রেম এ দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন।
কাজী নজরুল ইসলাম
৯২. সার্থক ভালোবাসা দুঃখ-যন্ত্রণা জয়ের এক উৎকৃষ্ট টনিক।
–হেররিকা
৯৩. ভালোবাসা একটি সাময়িক রোগের সমাধি।
–প্লেটো
৯৪. প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না। প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৯৫. খ্যাতির চেয়ে ভালোবাসা ভালো।
বেয়ার্ড টেলর
৯৬. একজন প্রেমিক প্যাঁচার চেয়েও অন্ধ।
–স্পেন্সর
৯৭. বিশ্বের শ্রেষ্ঠ প্রেমপত্রগুলো মহৎ মহিলাদের উদ্দেশেই রচিত হয়েছিল।
অ্যালবার্ট হার্বার্ট
৯৮. যে চিরদিনের জন্য ভালোবাসে না, সে আসলে প্রেমিক নয়।
–এভিউ ল্যাংসে
৯৯. প্রেম হয় দুজনের মধ্যে, জন্ম দেয় তৃতীয় জনের, একটি নতুন জীবনের। এখানে রয়েছে জন্মস্বার্থ। এখানেই উৎপত্তি সমাজের প্রতি দায়িত্ববোধের।
ক্লারা জেকিন
১০০. অপরের প্রতি প্রেমের বিস্তার মাৎসর্য্যের পরম ওষুধ। অশ্বিনীকুমার দত্ত
১০১. দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকোতে পারে। এ দুটি হচ্ছে, যদি সে মাতাল হয়, আর যদি সে প্রেমে পড়ে।
এন. টি. ফেন্স
১০২. একটা শিশুকে দাও যদি সামান্য একটুখানি ভালোবাসা, তোমাকে সে ফিরিয়ে দেবে অকেকখানি।
–রাসকিন
১০৩. ভালোবাসা বিফল হয় না। আজই হউক, কালই হউক, শত শত যুগ পরে হউক, প্রেমের জয় হবেই।
–স্বামী বিবেকানন্দ
১০৪. মানুষের জীবনের একটি শাশ্বত ও মহান প্রয়োজন হল প্রেম।
–আনাতোল ফ্রাঁস
১০৫. প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, কিন্তু প্রবঞ্চিতকে দেয় কী? তাকে দেয় দাহ!
যাযাবর
১০৬. প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড়জোর বিয়ে করতে পারে।
–ওয়াশিংটন অলস্টন
১০৭. গভীর ভালবাসা শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৮. মেয়েরা স্বভাবত সাবধানী: তাই প্রেমে পড়ে তারা ঘর বাঁধে। ছেলেরা স্বভাবতই বেপরোয়া, তাই প্রেমে পড়ে তারা ঘর ভাঙে। প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌরে শাড়ির মতো নিতান্তই সাধারণ, তাতে না আছে উল্লাস, না আছে বিস্ময়, না আছে উচ্ছলতা। ছেলেদের পক্ষে প্রেম দুর্লভ বিলাস, গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো ঐশ্বর্যময়, যে পায় অনেক দাম দিয়েই পায়। তাই প্রেমে একমাত্র পুরুষেরাই করতে পারে দুরূহ ত্যাগ এবং দুঃসাধ্য সাধনা।
যাযাবর
১০৯. জ্ঞানী ব্যক্তি পাগলের মতো প্রেম করতে পারেন, কিন্তু বোকার মতো নয়।
এফ. না রোশে ফা কোলদ।
১১০. প্রেম অনেক সময় যুক্তিবাদী মানুষকে যুক্তিহীন করে দেয়, আর যুক্তিহীন মানুষকেও যুক্তিবাদী করে তোলে।
দিদারো
১১১. ভালোবাসার কোনো অর্থ নেই, কোনো পরিমাপ নেই।
–সেন্ট জিরোথি
১১২. ভালোবাসা যত শীঘ্র উত্তপ্ত হয়, তত শীঘ্র শীতল হয়।
–এলিজাবেথ মারবুরি
১১৩. ভালোবাসার ক্ষেত্রে সে-ই জ্ঞানী, যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম।
–জর্জ ডেভিডসন
১১৪. মেয়েমানুষের ভালোবাসা সবুর করতে পারে না, বিধাতা তার হাতে সে অবসর দেননি। পুরুষ অনেক ঠেকে ঘা খেয়ে তারপর ভালোবাসতে শেখে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১১৫. যাকে সত্যিকার ভালোবাসা যায় সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না।
কাজী নজরুল ইসলাম
১১৬. ব্যতিক্রমই বোধহয় মানুষকে আকর্ষণ করে বেশি।
সমরেশ বসু
১১৭. যাহাকে ভালোবাস তাহাকে চোখের অন্তরাল করিও না।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১৮. ভালোবাসা যে পেল না, আর ভালোবাসা যে কাউকে দিতে পারল না, সংসারে তার মতো দুর্ভাগা আর নেই।
–কীটস
১১৯. অন্ধভাবে কাউকে ভালোবেসো না, তার ফল শুভ হবে না।
কার্লাইল
১২০. ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তা হলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।
–টমাস ফুলার
১২১. প্রেম হল জ্বলন্ত সিগারেটের মতো, যার শুরু আগুন দিয়ে আর পরিণতি ছাইয়ে।
–জর্জ বার্নার্ড শ
১২২. ভালোবাসা যখন পরিতৃপ্ত হয়, তখন তার মাধুর্য অনেক কমে আসে।
আব্রাহাম কাওলে
১২৩. ভালোবাসাকে যে অবমাননা করে সেও জীবনে আর ভালোবাসা পায় না, তখন তার জীবন বড় দুর্বিষহ হয়ে পড়ে।
কাজী নজরুল ইসলাম
১২৪. ভালোবাসা তালাবদ্ধ হৃদয়ের দুয়ার মুহূর্তে খুলে দেয়।
–টমাস মিডলটন
১২৫. যে ভালোবাসা দুজনের দেহকে দুদিক থেকে আকর্ষণ করে মিলিয়ে দেয় সে ভালোবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা।
কাজী নজরুল ইসলাম
১২৬. ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করতে হয়, সেক্ষেত্রে ভাষার প্রয়োজন হয় না।
–পুসকিন
১২৭. ভালাবাসা সুখকে হত্যা করে আর সুখ ভালোবাসাকে হত্যা করে।
জর্জ গ্রানভিলার
১২৮. ভালোবাসা দিয়েই একমাত্র ভালোবাসার মূল্য পরিশোধ করা যায়।
–আলেকজান্ডার ব্রাকলে
১২৯. আমরা যাহাকে ভালোবাসি কেবল তাহারই মধ্যে অনন্তের পরিচয় পাই। এমনকি জীবনের মধ্যে অনন্তকে অনুভব করিবার অন্য নাম ভালোবাসা।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৩০. প্রেম ভীষণ এক মানসিক ব্যাধি।
–প্লেটো
১৩১. ভালোবাসার কোনো অর্থ নেই, কোনো পরিমাপ নেই।
–সেন্ট জিরোথি
১৩২. ভালোবাসা বদ্ধ হৃদয়ের দরজা খুলে দেয়।
–টমাস মিডলটন
১৩৩. যে-ভালোবাসা মানসিক আশা-আকাঙ্ক্ষাকে প্রতারিত করে না, সেই ভালবাসাই প্রকৃত ভালোবাসা।
–অনরৈ দ্য বালজাক
১৩৪. পৃথিবীতে ভয়কে যদি কেহ সম্পূর্ণ অতিক্রম করিতে পারে, বিপদকে তুচ্ছ করিতে পারে, ক্ষতিকে অগ্রাহ্য করিতে পারে, মৃত্যুকে উপেক্ষা করিতে পারে, তবে তাহা প্রেম।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৩৫. সবার চেয়ে মধুর
জেনো
প্রেমিক জনের দীর্ঘশ্বাস,
তার তুলনা তুচ্ছ অতি
ভক্ত হৃদয়ের মুক্তির
আশ।
–ওমর খৈয়াম
১৩৬. কলঙ্কী বলিয়া ডাকে সব লোকে
তাহাতে নাহিক দুখ।
তোমার লাগিয়া কলঙ্কের হার
গলায় পরিতে সুখ।
চণ্ডীদাস
১৩৭. দুটি বস্তু মেয়েদের দ্বিতীয় জন্ম দেয়, সুন্দর পোশাক এবং প্রেমপত্র।
–বালজাক
১৩৮. এও কি বুঝতে হয়
প্রেম যদি নাহি হয়,
হাসিয়া সোহাগ করা।
শুধু অপমান?
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৩৯. সই কে বলে পিরীতি ভাল।
হাসিতে হাসিতে পিরীত করিয়া
কান্দিতে জনম গেল।
–দ্বিজ চণ্ডীদাস
১৪০ খ্যাতি এবং ভালোবাসা একে অন্যের সঙ্গে লুকোচুরি খেলে।
–শেলি
১৪১. বৃথাই দেওয়া হিত উপদেশ
পৌঁছাবে না তা আমার কানে
সত্যিকারের প্রেমিক বধির
উপদেশের হয় না মানে।
–আবু শরফুদ্দিন
১৪২. দোহাই তোদের একটুকু চুপ কর
ভালোবাসিবারে দে আমারে অবসর।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৪৩. সে কেবল ছিল ভালবাসা
তুমি জানো আমি জানি
ছিল দুটি থরো থরো মন,
ভালোবাসি তবু কেউ বলিনি তখন
ভুলে গেছি পৃথিবীর ভাষা।
সঞ্জয় ভট্টাচার্য
১৪৪. তাই তো শরীর ছুঁতে ইচ্ছে হয়,
এসো শরীর
তোমায় আদর
করি।
এসো শরীর
তোমায় ছাপার
অক্ষরের মতো স্পষ্টভাবে
চুম্বন করি।
সুনীল গঙ্গোপাধ্যায়।
১৪৫. এমন পিরীতি কভু নাহি দেখি শুনি
দুহুঁ কোরে দুহুঁ কান্দে বিচ্ছেদ
ভাবিয়া
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া।
দ্বিজ চণ্ডীদাস
১৪৬. যে ঘৃণা করতে জানে, সে ভালোবাসতেও জানে।
কনজার্ড
১৪৭. প্রেম হচ্ছে বন্ধুত্বের জীবন এবং চিঠি হচ্ছে প্রেমের জীবন।
–জেমস হাওয়েল
১৪৮. চুমু হল সেই জিনিসটা যা কানে কানে বলা যেত–না বলে ঠোঁটে ঠোঁট রেখে বলা।
–এডমন্ড রোস্ট্যান্ড
১৪৮. অধরের কোণে যেন অধরের ভাষা,
দোঁহার হৃদয় যেন দোঁহে
পান করে,
গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা
তীর্থযাত্রা করিয়াছে অধর সঙ্গমে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৪৯. চুমু খেলে কোনো কোনো মেয়ে লাল হয়ে ওঠে, কেউ কেউ পুলিশ ডাকে, কেউ কেউ গালাগালি করে, কেউ কামড়ে দেয়। কিন্তু সবচেয়ে খারাপ তারাই যারা হোহো করে হেসে ওঠে।
–উইলিয়াম বাই
১৫০. মুখের চুমু সবসময় হৃদয় ছুঁতে পারে না।
জন বিলিং
১৫১. প্রাণ যদি মোর দেয় ফিরি সে
তুর্কি সওয়ার মনচোরা
পিয়ার মোহন চাঁদ কপোল
একটি কালো তিলের তরে
দিই বিলিয়ে সমরকন্দ ও রত্নখচা
এই বোখারা।
হাফিজ
১৫২. আমি আমার ভালবাসায় যে দুঃখ কুড়োই তার নাম তুমি।
দাউদ হায়দার
১৫৩. শক্তিসাধনা ছেড়ে দিয়েছি, শক্তিও আমাকে ছেড়ে দিয়েছেন, প্রেমের সাধনা করি। কিন্তু যেখানে শক্তি নেই সেখানে প্রেমও থাকে না, সংকীর্ণতা ক্ষুদ্রতা আসে; ক্ষুদ্র সংকীর্ণ মনে প্রেমের স্থান নেই।
–অরবিন্দ
১৫৪. রাত ফুরোলেই মাতাল চেতনা ফিরে পায়, কিন্তু প্রেমের নেশা প্রাণ থাকতে কাটে না।
–শেখ সাদি
১৫৫. কিছু-কিছু গোপনীয়তা রক্ষা না করলে কোনো বন্ধুত্বই অটুট থাকে না।
–ডব্লিউ এস ল্যান্ডার
১৫৬. মিলনে আছিল বাধা
শুধু এক ঠাঁই, বিরহে
টুটিয়া বাধা।
আজি বিশ্বময় ব্যাপ্ত হয়ে গেছ প্রিয়ে,
তোমরে দেখিতে পাই
সর্বত্র চাহিয়ে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৫৭. নারী জাতি যুক্তি বোঝে না, ওরা সর্বক্ষেত্রে কেঁদে জিততে চায়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৫৮. এ যে সখি হৃদয়ের প্রেম
সুখ-দুঃখ
বেদনার আদি অন্ত নাহি কর
চির দৈন্য চির পূর্ণ হেম
নব নব ব্যাকুলতা জাগে দিবারাত
তাই আমি না পারি বুঝিতে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৫৯. রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ
মোর।
হিয়ার পরশ লাগি
হিয়া মোর কান্দে
পরান পুতুলি মোর স্থির নাহি বান্ধে।
জ্ঞানদাস
১৬০. আমার তৃষ্ণা, তোমার সুধা,
তোমার তৃপ্তি,
আমার ক্ষুধা।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৬১. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
অনলে পুড়িয়া গেল।
অমিয় সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল।
জ্ঞানদাস
১৬২. আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল
প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয় উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহ মধুর নয়ন সলিলে
বিমল মধুর লাজে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৬৩. হৃদয়টা মশালের মতো নয়, যা দিয়ে তুমি সকল মানুষের মন আলোকিত করবে।
–ওসেমফোর্ড
১৬৪. প্রেমের আকাক্ষা আনন্দ, জীবনের আকাঙ্ক্ষা শান্তি আর আত্মার আকাঙ্ক্ষা স্বর্গ।
–উইলিয়াম শার্প
১৬৫. প্রেম প্রাণের মতোই, একবার গেলে আর আসে না।
সন্তোষকুমার ঘোষ
১৬৬. স্ত্রী অথবা মা হিসেবে অল্পবয়স্কা একজন তরুণী কোনোটাতেই ভালো নয়।
–জন অ্যাডামস
১৬৭. যে প্রেম সম্মুখ পানে
চলিতে চালাতে নাহি জানে,
যে প্রেম পথের মধ্যে পেতে ছিল
নিজ সিংহাসন।
তার বিলাপের সম্ভাষণ
পথের ধুলার মতো জড়ায়ে
ধরেছে তব পায়ে………..।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৬৮. সব মেয়ের কাছে সব পুরুষ ছেলেমানুষ, যাদের তারা ভালবাসে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৬৯. তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পার, তার বেশি তো আমি চাইতে পারি না।
ফিওদর দস্তয়েভস্কি
১৭০. চাওয়াই হচ্ছে পাওয়ার প্রথম ও প্রধান শর্ত।
বুদ্ধদেব বসু
১৭১. দুনিয়ায় লক্ষ-কোটি মানুষ, কিন্তু ভালোবাসার মানুষ একটি, দুটি।
মনোজ বসু
১৭২. সেইসব মেয়েরাই ভাগ্যবতী, যাদের একজন বাল্যপ্রেমিক থাকে, কিন্তু তার সঙ্গে বিয়ে হয় না, বিয়ে হয় একজন বেশ স্বাস্থ্যবান, সচ্ছল, নির্ভরযোগ্য মানুষের সঙ্গে, তারপর বাকি জীবন সেই বাল্যপ্রেমিকটির সঙ্গে কাছাকাছি বা দূরত্বের মধুর সম্মান থেকে যায়।
সুনীল গঙ্গোপাধ্যায়
১৭৩. সে চুম্বন, আলিঙ্গন, প্রেম-সম্ভাষণ,
অতৃপ্ত হৃদয় মূলে
ভীষণ ঝটিকা তুলে,
উন্মত্ততা, মাদকতা ভরা অনুক্ষণ,
মনে কি পড়ে গো সেই প্রথম
চুম্বন।
কায়কোবাদ
১৭৪. আমাকে চুমো খেলে
দেহর স্বাদ পেলে,
নরম লাল ঠোঁটে
কি কথা কেঁপে ওঠে।
–ওমর আলী
১৭৫. মিলন হইতে দেবী বরঞ্চ বিরহ
ভাল,
দেখিব বলিয়া আশা থাকে চিরকাল।
–গোবিন্দচন্দ্র দাস
১৭৬. গোপনে চুমো খাওয়াই সবচেয়ে মিষ্টি।
–লেইফ হান্ট
১৭৭. একজন মেয়ের পক্ষে অবশ্যই বিয়ে করা উচিত প্রেমের জন্য। এবং যতদিন সে সেই প্রেম না পায় ততদিন তার একের পর এক বিয়ে করে যাওয়া উচিত।
সা সা গ্যাবর
১৭৮. কোনো মেয়ের কাছে প্রেম করার অর্থ হচ্ছে পুরুষকে এটি আবিষ্কার করতে সাহায্য করা যে, সে তাকে (মেয়েটিকে) বিয়ে করতে যাচ্ছে।
চার্লিন মিল্টন
১৭৯. আমি মনে করি, প্রেমের জন্য রহস্যময়তা, গোপনীয়তা ও নৈঃশব্দের প্রয়োজন রয়েছে।
–ব্রিজিত বার্দোত
১৮০. শ্বেত মিথ্যারা লাল গোলাপের মতো : রোমাঞ্চের জন্য দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
–সোফিয়া লোরেন
১৮১. প্রেম হল অন্ধ। প্রেমিকরা তাদের প্রিয়জনের দোষগুলো দেখতে পায় না, অথচ তারা নিজেরাই এমন দোষ করে থাকে।
১৮২. তোমার প্রেম যে বইতে পারি
এমন সাধ্য নাই।
এ সংসারে তোমার আমার
মাঝখানেতে তাই।
কৃপা করে রেখেছে নাথ
অনেক ব্যবধান
দুঃখ সুখের অনেক বেড়া
ধন জন মান।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৮৩. ভালোবাসাটা হচ্ছে একধরনের প্রতিজ্ঞা।
–কৃষণ চন্দর
১৮৪. পুরুষেরা সর্বদাই চায় নারীর প্রেমাস্পদ হতে আর নারী হতে চায় পুরুষের শেষ প্রণয়িনী।
–অস্কার ওয়াইল্ড
১৮৫নারী তাকে ভালোবাসার জন্য পুরুষকে ঘৃণা করে, যদি-না সে তার ভালোবাসা ফিরিয়ে দিতে পারে।
–এলিজাবেথ স্টান্ডার্ড
১৮৬. নারীরা সুন্দরী, লাবণ্যময়ী বা বুদ্ধিমতী কিংবা উচ্চবংশীয়, এ-সমস্ত কারণে নয়–নারীরা নারী বলেই ভালোবাসা পেতে চায়।
হেনরি ফ্রেডারিক আমিয়েল
১৮৭. নারীর সাহচর্যে পুরুষেরা চিন্তাশীলতা ও সচেতনতায় নবসমাজের নির্মাণে সুদৃঢ় হতে পারে।
–লেনিন
১৮৮. ভগবানের এই এক আশ্চর্য আর নিষ্ঠুর বিধান যে আমাদের মন, বা আত্মা বা যাই হোক না, যে চায় আকাশ, অসীম অমৃত ইত্যাদি অনেক কিছু–সেই মন যখন ভালোবাসে তখন তার যন্ত্র হিসেবে, ভাষা হিসেবে, উপায় হিসেবে বেছে নেয় এই শরীরটাকেই, এই ছোট নোংরা বুড়ো হওয়া ঘেন্নায় ভরা শরীরটা।
–বুদ্ধদেব বসু
১৮৯. প্রেম চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়ে অনুভব করে।
শেক্সপীয়ার
১৯০. চলে নীল শাড়ী নিঙাড়ি নিঙাড়ি
পরান সহিতে মোর।
সেই হৈতে মোর হিয়া নহে থির
মন্মথ-স্বরে ভোর।
চণ্ডীদাস
১৯১. কিছুসংখ্যক ডাক্তারের মতে প্রেম স্নায়ুতন্ত্রের উত্তেজনা ছাড়া কিছু নয়।
–অজ্ঞাত
১৯২. যে-নারীকে আমি ভালোবাসি তার সাহায্য-সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনিভাবে নৃপতিরূপে আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্যপালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে হয়েছে।
অষ্টম এডওয়ার্ড
১৯৩. প্রেম ব্যথা দারুণ
ঔষধে না যায় কখন
যায় বেড়ে দিনে দিনে
যতই বেশি লও যতন।
হাফিজ
১৯৪. শারীরিক ক্ষুধার তাড়নাই পুরুষকে নারীর প্রতি আকর্ষণ করে, এই আকর্ষণ নারী বিশেষের প্রতি নয়–নারী সাধারণের প্রতি। ক্ষুধার সময় মৃগমাংস ও মেষমাংস যেরূপ সমান, প্রিয় নারী সম্বন্ধেও তাহাই। কোনও প্রভেদ নাই। কেবল সুস্বাদু-খাদ্য দেখিয়া যেরূপ লোকে লুব্ধ হয়, সুন্দরী নারী দেখিয়াও সেইরূপে লালায়িত হয়। এই লালসাকে প্রেম বলিতে চাও বলিতে পার, কিন্তু তাহা ভ্রম। বস্তুতঃ প্রেম বলিয়া কিছু নাই, মানুষ বংশানুক্রমে আত্ম-প্রতারণা করিয়া এই প্রেমরূপ সংস্কারের উদ্ভব করিয়াছে।
শরদিন্দু বন্দোপাধ্যায়
১৯৫. প্রেম নিষ্কপট হোক। যা মন্দ তা নিতান্তই ঘৃণা করো, যা ভালো তাতে আসক্ত হও। ভ্রাতৃপ্রেমে স্নেহশীল হও, সমাদরে একজন অন্যজনকে শ্রেষ্ঠ জ্ঞান করো।
–বাইবেল
১৯৬. প্রেমের মাঝে এক অনন্ত অসীমতা আছে। একমাত্র প্রকৃত প্রেমিকই সেই অনন্তের সন্ধান পায়।
ড্রাইডেন
১৯৭. যোগাযোগ না থাকলে তো আকর্ষণ থাকে না। লাটাইয়ে বাঁধা ঘুড়ি। ঘুড়ি মাটিতে পড়ে লাটাইও মাটিতে পড়ে–টানটা কোথায়? টান থাকলে ঘুড়ি বোঝে লাটাই আমার আপনজন, লাটাইও বোঝে ঘুড়িই আমায় টানছে, ওই আমার স্নেহের ধন।
–তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৯৮. পাপ করি ভাল লাগে যে পাপ,
নাই অনুবিলাপ,
প্রেম শুধু ফাঁকি প্রলাপ,
দৈহিক প্রয়োজন।
–অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১৯৯. অলস লোকেদের কাছে প্রেম হচ্ছে একটি জরুরি কাজ, কিন্তু যোদ্ধার জীবনে প্রেম আনে ধ্বংস আর রাজন্যের সার্বভৌমত্বে সৃষ্টি করে প্রস্তরবৎ বাধা।
নেপোলিয়ান বোনাপার্ট
২০০. ভালোবাসা মানে এই যে, তুমি কখনো দুঃখিত হবে না।
–এরিখ সেগাল
২০১. বয়সের ক্ষেত্রে প্রবীণ্য আসুক, কিন্তু প্রেমের ক্ষেত্রে যেন পরিপূর্ণতা না। আসে।
–অচিন্ত্যকুমার সেনগুপ্ত
২০২. প্রেম আর হত্যা কখনো লুকিয়ে রাখা যায় না।
কনকর্ড
২০৩. মেয়ের মধ্যে ফরাসিরা চোখ দেখে, ইংরেজরা পা দেখে, আমেরিকানরা বুক দেখে, রাশিয়ানরা হাত দেখে, ইতালিয়ানরা গায়ের রঙ দেখে, নরোয়েজিয়ানরা দাঁত দেখে, আর আমরা আমরা মাল দেখি।
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
২০৪. মেয়েমানুষ চিনেছেন বলে অহংকার করবেন না। কেননা আপনি জানেন না, আর একটি মেয়ে আপনাকে কী শিক্ষা দেবে।
–জিলেন বাগেস
২০৫. নারী হেসে ওঠার আগ পর্যন্ত পৃথিবী ছিল বিষণ্ণ, বাগান হয়েছিল জঙ্গল আর পুরুষ ছিল সন্ন্যাসী।
ক্যাম্পবেল
২০৬. মেয়েদের সান্নিধ্য সমাজজীবনের একটি প্রয়োজনীয় অপ্রীতিকর ব্যাপার, যতটুকু সম্ভব এদের এড়িয়ে চলো।
–লিও টলস্টয়
২০৭. সবাই কহয়ে পিরীত কাহিনী
কে বলে পিরীতি ভাল।
কানুর পিরীতি ভাবিতে ভাবিতে
পাঁজর ধ্বসিয়া গেল।
জ্ঞানদাস
২০৮. ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে।
–মিরবো
২০৯. নারীর প্রেম হল পেশা, নরের প্রেম হল নেশা। ভালোবাসার মধ্যে নারীর আছে দেহ-মন জীবনের খোরাক; পুরুষের আছে ক্ষণিকের স্মৃতি, ক্ষণিকের উন্মাদনা–ক্ষণিকের তুষ্টি ক্ষণিকের বিস্মৃতি।
–নৃপেন্দ্রকুমার বসু
২১০. পুরুষের প্রেম নারীকে কাঁদায়, আর নারীর প্রেম পুরুষকে করে উন্নত। যে পুরুষ নারীর প্রেরণা পায়নি, সে কোনোদিন উন্নতি করতে পারে না। –আলিম, ২১১. যে দিন তাজমহল তৈরি শেষ হল সেইদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন। তাঁর স্বপ্নকে অমর করবার জন্য শাহজাহান খুশি হয়েছিলেন। তাঁর স্বপ্নকে অমর করবার জন্য এ মৃত্যুর দরকার ছিল। এই মৃত্যুই মমতাজের সবচাইতে বড়, প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তাঁর আনন্দ, রূপ ধরেছে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২১২. শ্যাম বঁধু, আমার পরান তুমি
কোন শুভদিনে দেখা তোমা সনে
পাশরিতে পারি আমি।
যখন দেখিয়ে ও চাঁদ বদনে
ধৈরজ ধরিতে নারি।
অভাগীর প্রাণ করে আনচান দণ্ডে দশবার মরি।
–সৈয়দ মর্তুজা
২১৩. বধূ তোমার গরবে গরবিনী
নাম
রূপসী তোমার রূপে
হেন মনে হয় ও দুটি চরণ
সদা নিয়ে রাখি বুকে।
জ্ঞানদাস
২১৪. প্রেমহীন হৃদয় কী পদবাচ্য? মরুভূমিকে কি নন্দনকানন বলা উচিত?
নজম নদভি
২১৫. এ ঘোর রজনী মেঘের ঘটা
কেমনে আইল বাটে
আঙিনায় বঁধুয়া ভিজিছে
দেখিয়া পরান ফাটে।
সই কি আর বলিব তোরে।
–চণ্ডীদাস
২১৬. যখন রাত আসে তখন ঘুম আসে, যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে, যখন স্বপ্ন আসে তখন তুমি আসো–যখন তুমি আসো তখন ঘুমও আসে না, স্বপ্নও আসে না।
নিমাই ভট্টাচার্য
২১৭. জেলাস মেয়েরা খুব ভালো বউ আর মা হয়।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
২১৮. অল্প বয়সে এক ধরনের মন থাকে, চনমনে চাঙ্গা থাকে অব্যবহৃত শরীর, হঠাৎ একজনের সবকিছুই ভালো লেগে যায়, অন্যসব মানুষ থেকে আলাদা করে নিই তাকে, মনে হয় তাকে পেলে আর কিছু চাই না–কিন্তু যখন তাকে পাওয়া গেলো, ধরা যাক তারই সঙ্গে বিয়ে হলো যখন, তখন সেই মোহাচ্ছন্ন ভাবটা এক গ্রীষ্মেই ঝরে পরে, এক বর্ষার জলেই ধুয়ে যায়।
–বুদ্ধদেব বসু
২১৯. ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না। ঠিক ফুটে বেরুবেই।
–শংকর
২২০. প্রেমে পড়া বিয়ে কখনোই দীর্ঘস্থায়ী শুভ পরিণাম আনতে পারে না, যদিনা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সেটা গড়ে ওঠে; যেখানে প্রেম নেই সেখানে বিবাহ একটা আনুষ্ঠানিকতা। নিষ্প্রাণ আয়োজনের মধ্যেই শেষ হয়। এবং নিছক ভণ্ডামির মতোই ঈশ্বরের কাছে নিরানন্দময়, অপ্রীতিকর বস্তু।
–মিল্টন
২২১. পরিণয় দুটি হৃদয়কে মিলিয়ে দেয় কিন্তু এই মিলন আবিষ্কার করবার জন্যই চলে সারাজীবন জুড়ে তীব্র সংগ্রাম।
অজ্ঞাত
২২২. একমাত্র প্রেমই বিবাহকে পবিত্র করতে পারে। আর একমাত্র অকৃত্রিম বিবাহ হচ্ছে সেটা যেটা প্রেমের দ্বারা পবিত্র।
লিও টলস্টয়
২২৩. এ জীবনের আঁধার পথে
পাও যদি কেউ এমন প্রাণ,
যে তোমাকেই ভালোবেসে
আপন হৃদয় করবে দান,
প্রাণ খুলে তায় ভালোবাসা
জড়িয়ে ধরো বক্ষে তাকে,
ত্যাগ করে সব তার খাতিরে
তুচ্ছ করো জগতটাকে।
–ওমর খৈয়াম
২২৪. ভালোবাসা এমনি একটা প্ল্যাটফরম যেখানে সবশ্রেণীর লোকই দাঁড়াতে পারে।
–টমাস মিডল্টন
২২৫. যায় যদি
লুপ্ত হয়ে যাক,
শুধু থাক এক বিন্দু নয়নের জল,
কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল
এ তাজমহল।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২২৬. ভালো লাগা ভালোবাসা নয়।
–প্রবোধকুমার সান্যাল
২২৭. ভালোবাসায় আশা এবং আনন্দ চেহারায় এক অনুপম দীপ্তি আনে।
–মেনেন্ডার
২২৮. ভালোবাসা নিজেই তার ক্ষেত্রবিচারের পথ করে নেয়।
–টমাস মিডল্টন
২২৯. ভালোবাসার চোখকে ফাঁকি দেয়া যায় না।
জন ক্রাউন
২৩০. আমার অভাব যদি তুমি বুঝতে না পার তবে তোমার সঙ্গে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না।
–কালস্যান্ডবার্গ
২৩১. মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায়।
–প্রবোধকুমার সান্যাল
২৩২. যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে–সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৩৩. একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্ধায় থাকে, আর একজন মহিলা তার দেহগঠন নিয়ে ব্যস্ত থাকে।
–বাটলার
২৩৪. শুধু পরনারীর সঙ্গ নিয়ে সারা জীবন কাটানো যায় না।
যাযাবর
২৩৫. পুরুষ শেষ অবধি চায় না মেয়ের মধ্যে পুরুষের অনুকরণ, যেমন মেয়ে চায় না মেয়েলি পুরুষ।
–প্রবোধকুমার সান্যাল
২৩৬. যে-পুরুষ কখনো দুঃখকষ্ট ভোগ করেনি এবং পোড়-খাওয়া মানুষ নয়, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় হয় না। কারণ দুঃখকষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে।
–ডেনিস রবিনস
২৩৭. একজন দরিদ্র লোকও ভালোবাসতে এবং ভালো থাকার জন্যে প্রার্থনা করতে পারে।
কোলরিজ
২৩৮. আত্মপ্রেম অন্যায় নয়। সূর্যের আলোর মতো শাশ্বত, উজ্জ্বল এবং সত্য। নিজেকে কে না ভালোবাসে?
–জর্জ ব্রো
২৩৯. ভালোবাসা রঙিন প্রজপতির মতো উড়ে উড়ে ছন্দ তুলে যায়। কিন্তু চলে যাওয়া মাত্রই সেখানে এক বিবর্ণ বিষণ্ণতা নেমে আসে।
জন ম্যান্সফিল্ড
২৪০. ভালোবাসাহীন জীবন বোঝাস্বরূপ। একে বয়ে নিয়ে যাওয়া দুর্বিষহ।
–জর্জ গ্যাবি
২৪১. আমি খ্যাতির পেছনে দ্রুত ছুটতে গিয়ে ভালোবাসা হারিয়ে ফেলেছি।
–এডমন্ড গুজ
২৪২. ভালোবাসাহীন কর্তব্যপালনে আনন্দ নেই।
–জন ফ্লোরিও
২৪৩. কোনো জেল জুলুমই কোনোদিন আমাকে টলাতে পারেনি, কিন্তু মানুষের ভারোবাসাই আমাকে বিব্রত করে তুলেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৪৪. একমাত্র ভালোবাসাই সারাতে পারে সমস্ত রোগ। ভালোবাসার আকাশেই জ্বলে হৃদয়ের শুকতারা। প্রেম জীবনে ধ্রুবতারা।
–গ্যেটে
২৪৫. আশীর্বাদ কীরকম উজ্জ্বল হয়ে ওঠে হারিয়ে যাবার কালে।
–এডওয়ার্ড ইয়ং
২৪৬. ভালোবাসা হারানোই সবচেয়ে খারাপ, যারা বলে মৃত্যু আরও খারাপ তারা মিছে বলে।
–কাউন্টি কালেন
২৪৭. সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না।
–নিমাই ভট্টাচার্য
২৪৮. লুকোচুরিই তো প্রেমের রোমান্স। প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকেই প্রেমের মজাও নষ্ট হয়ে যায়।
–আশুতোষ মুখোপাধ্যায়
২৪৯. স্বার্থসিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেম।
ব্রুক জ্যাকসন
২৫০. ভালোবাসা দীন ভিখারিকেও রাজা করে।
নিমাই ভট্টাচার্য
২৫১. প্রেম একটি লাল গোলাপ।
রশীদ করিম
২৫২. চিঠি লেখার প্রতিভা সবচেয়ে বিকশিত হয় প্রেমে পড়লে। প্রেমপত্র তাই সবদেশে এত আদরের।
–শংকর
২৫৩. যৌবনে যার জীবনে প্রেম হল না তার জীবন বৃথা।
–শংকর
২৫৪. একটি মহৎ হৃদয় যার আছে, তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী।
নিকোলাস রাড
২৫৫. একটি মহৎ হৃদয়ই হচ্ছে আমার প্রিয় উপাসনালয়।
–পি. জি. বেইলি
২৫৬. পবিত্র প্রেমের সৌগন্ধ অনন্ত অসীমতার পানে ধায়।
বিষ্ণু দে