আচার-ব্যবহার
১. শ্রদ্ধা করার মধ্যে কোনো লজ্জা নেই।
ইউরিপিডিস
২. শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করেন, সাধারণ লোকেরা তা-ই অনুসরণ করে।
শ্রীশ্রীগীতা
৩. আচারকে শক্ত করে তুললে বিচারকে ঢিলে করতে হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪. অন্যের যেরূপ ব্যবহারে নিজে বিরক্ত হও, অন্যের প্রতি ভুলেও সেরূপ ব্যবহার করতে নেই।
কনফুসিয়াস
৫. তুমি নিজের জন্য যা ভালোবাস, সকলের জন্যও তা ভালোবাস। তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না, তেমনি অন্যের উপরও অত্যাচার কোরো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে কর নিজের মধ্যেও তা খারাপ বলে মনে করতে শেখো। তুমি যা জান তা-ই বলো। যা জান না তা বোলো না।
–হযরত আলি (রা.)
৬. একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে।
–জর্জ ম্যারাডিল
৭. পৃথিবীতে শক্ৰমিত্র কেহ কারো নয়,
ব্যবহারে শক্ৰমিত্র সবাকার হয়।
চাণক্য পণ্ডিত
৮. নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্যচ্যুতি ঘটায়।
জেমস হুইটকম্ব
৯. লোকে যদি তোমাকে অভদ্র বলে তবে তোমার শিক্ষা, আভিজাত্য ও অর্থের কোনো মূল্যই রইল না।
জি. জে. নার্থান
১০. আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার-ব্যবহারের ফল।
–অ্যারিস্টটল
১১. মানুষের প্রতি প্রেম, দেশের আর্তপীড়িতের প্রতি মায়া, অত্যাচারিত পিষ্ট মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা যার নাই, তিনি ভদ্রলোক নন।
–ডা. লুৎফর রহমান
১২. যিনি সর্বদা বৃদ্ধ ব্যক্তিকে অভিবাদন ও সম্মান করেন, তাঁর আয়ু, বর্ণ, সুখ এবং বল এই চারটি সম্পদ বর্ধিত হয়।
ত্রিপিটক
১৩. সকলের প্রতি হও শিষ্টাচারী। বহুর মাঝে হও মিশুক, কতকের সাথে হও ঘনিষ্ঠ, সুহৃদ হও শুধু একজনের, শত্রু হয়ো না কারও।
ফ্রাংকলিন
১৪. কাজে যে দক্ষ এবং ব্যবহারে যে মার্জিত–উন্নতি তার হবেই। শিলার ১৫. আভিজাত্য পোশাকে নয়, গাড়িবাড়ি বা অর্থের অহংকারে নয়। হোরেস ১৬. যাহার যোগ্যতা যত অল্প তাহার আড়ম্বর তত বেশি।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার-আচরণেই ফল। অ্যারিস্টটল ১৮. আন্তরিক বিশ্বস্ততাই প্রতিভাসম্পন্ন মানবচরিত্রের ভিত্তিভূমি। ইমারসন ১৯. অন্যের সদাশয়তার সুযোগ গ্রহণ কোরো না, এর চেয়ে বড় অন্যায় আর নেই।
–এম. এল. এলিন
২০. নীতিবোধ কিংবা আরও স্পষ্ট করে বললে চারিত্রিক মূল্যবোধ সমাজ সংগঠনের প্রধান শক্তি।
–মোহাম্মদ মোর্তজা
২১. তোমার যা আছে তা দিয়েই অন্যকে সন্তুষ্ট করতে চেষ্ট করো।
রাসকিন
২২. একজন বিপদে পতিত লোককে লাথি মারা অনেকের স্বভাব।
–স্টেপাইন কলিন্স ফস্টার
২৩. যদি তুমি কথা বলতে ভালোবাস তবে নিম্নস্বরে কথা বলো। শেক্সপীয়ার ২৪. যে ব্যবহার জানে না, তার গৌরব করার কিছু থাকে না।
–ডেমো ন্যাক্স
২৫. কোনো মানুষের ওপর প্রভাব বিস্তার করতে হলে তোমাদের সহৃদয় ব্যবহার মধুর মতোই আকর্ষণীয় মিষ্ট কাজ করবে।
লিঙ্কন
২৬. কোনো মানুষকে নিজের মতে আনতে গেলে গায়ের জোর ফলালেই হবে না, কেননা মানুষ সহজে পরিবর্তিত হতে চায় না। বরং বন্ধুত্ব এবং সুব্যবহার দ্বারা এটা সম্ভব হতে পারে।
—ডেল কার্নেগি
২৭. সদাচরণ মানুষকে মানুষের পর্যায়ে নিয়ে যায়।
–ডিফো
২৮. যার আচরণে পদে পদে দুর্ব্যবহার পরিলক্ষিত হয়, তার সংস্পর্শ ত্যাগ করো
বি. প্যাটারসন
২৯. নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্যচ্যুতি ঘটায়। জেমস হুইটকম্ব
৩০. ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার–এর নাম ভালো ব্যবহার নয়। মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার–এই হলো ভালো ব্যবহার।
–আল-হাদিস
৩১. সুন্দর অভ্যাসগুলি মানুষকে ভদ্র করে তোলে।
–জোসেফ সুলিভ্যান
৩২. কৌতুক মনের মধ্যে হঠাৎ আঘাত করিয়া আমাদের সাধারণ অনুভব ক্রিয়া জাগ্রত করিয়া দেয়। এইজন্য অনেক রসিক লোক হঠাৎ শরীরে একটা আঘাত করাকে পরিহাস জ্ঞান করেন। অনেকে গালিকে ঠাট্টার স্বরূপ ব্যবহার করিয়া থাকেন; বাসরঘরে কর্ণমর্দন এবং অন্যান্য পীড়ন নৈপুণ্যকে বঙ্গসীমন্তিনীগণ এক শ্রেণীর হাস্যরস বলিয়া স্থির করিযাছেন, হঠাৎ উকট বোমার আওয়াজ করা আমাদের দেশে উৎসবের অঙ্গ এবং বধিরকরা খোলকরতালের দ্বারা চিত্তকে ধূমপীড়িত মৌচাকের মৌমাছির মতো একান্ত উদ্ভ্রান্ত করিয়া ভক্তিরসের অবতারণা করা হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩. কথা বলারও একটা আর্ট আছে, সেটা আয়ত্ত না করলে কথা বলে অন্যকে : আনন্দ দেওয়া যায় না।
–মিচেল ক্রস
৩৪. শক্ত কথায় তুলার ন্যায় নরম অন্তরও পাথরের মতো শক্ত হয়ে যায়।
ইমাম গাজ্জালি (র.)
৩৫. মিষ্টি মধুর কথা বলে যতটা আনন্দ পাওয়া যায়, অন্য কিছুতে ততটা আনন্দ পাওয়া যায় না।
টমাস ফুলার
৩৬. একজন মানুষ তখনই চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হতে পারে, যখন সে অনর্থক কথা এবং অপকর্মকে পরিত্যাগ করতে পারে।
–এডিসন
৩৭. এমন কৌতুক করা উচিত নয় যা নির্মম।
উইলয়াম ক্যামডেন
৩৮. অতিরিক্ত কৌতূহল মানুষকে ক্রমশ হিংসুটে করে তোলে।
মলিয়ার
৩৯. আমাদের মনে রাখা উচিত অতিরিক্ত কৌতূহল মানুষকে স্বর্গচ্যুত করেছে।
আফরাবেন
৪০. আচারকে শক্ত করে তুলতে বিচারকে ঢিলে করতেই হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪১. বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর।
–জাহাবি
৪২. অহমিকাবোধ আমাদেরকে অনেক মূল্যবান সাহচর্য থেকে বঞ্চিত করে।
–আর. এইচ. নিওয়েল
৪৩. যে ব্যবহার জানে না, তার গর্ব করার কিছুই নেই।
-ডেমোন্যাক্স
৪৪. মানুষের পরিচয় ব্যবহারে, মানুষ আত্মীয় হয়ে ওঠে ঘনিষ্ঠতায়।
–প্রবোধকুমার সান্যাল
৪৫. যাহার মধ্যে বিনয় ও দয়া নাই, সে সকল ভালো গুণাবলি হইতে বঞ্চিত।
–আল-হাদিস
৪৬. প্রাচীনের প্রতি শ্রদ্ধাবোধ থাকার অর্থ নিজের অস্তিত্বের প্রতি শ্রদ্ধা থাকা।
–জন ব্রাইট
৪৭. সুন্দর নির্মল ব্যবহার মৃত্যুর পরেও মানুষকে স্মৃতিতে স্থায়ী করে রাখে।
–জর্জ মুর
৪৮. টাকা থাকিলেই বড়োমানুষি করা যায়, টাকা না থাকিলেও ধার করিয়া নবাবি করা চলে। কিন্তু ভদ্র হইতে গেলে আলস্য অবহেলা বিসর্জন করিতে হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৯. ভদ্রলোক বড় সে-ই, যে সত্যের উপাসক-যে মানুষকে সমাদর করে–চরিত্র ও মহত্ত্ব যার গৌরব।
–শেখ সাদি
৫০. ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষণ, আর শিষ্টতা উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ।
–হযরত আলি (রা.)
৫১. আচরণ দ্বারা একজন মানুষের বংশের পরিচয় পাওয়া যায়।
প্রবাদ
৫২. যে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যায় করতে পারে না।
—ডেল কার্নেগি
৫৩. জ্ঞানী ব্যক্তিরা নিজের আচরণ সম্বন্ধে সদাসতর্ক থাকেন।
ডেলিলে
৫৪. শুধু সেই নিশ্চিন্তে শাসন করতে পারে যে আনন্দের সঙ্গে আজ্ঞাপালন করতে শিখেছে।
–কেমপিস
৫৫. মানুষেতে কিবা চায়, কেন করে হায় হায়।
কি তার অভাব?
কেবা জানে কেবা বলে: এইমাত্র
বলা চলে
এই তার স্বভাব।
–প্রমথ চৌধুরী
৫৬. কোনো সমাজ যখন অধঃপাতে যায়, তখন সেই সমাজে যে দুই-একটি ভাল লোক নিঃস্বার্থভাবে পরের উপকার করে, তাহাদের মনের কথা বিচার করিবার সময় অধঃপতিত জন নিজের মনের প্রতিবিম্ব ভিন্ন আর কিছুই দেখিতে পায় না। কৃতজ্ঞতা জিনিসটার অধঃপতিত সমাজে কোনো স্থান নাই।
কাজী ইমদাদুল হক
৫৭. আদব-কায়দাই মানুষকে তৈরি করে।
–ডানিয়েল ডিফো
৫৮. আমাদের কেউ লজ্জা দিতে পারে না, আমরা নিজেরই আমাদের লজ্জা দিয়ে থাকি।
–জেজি. হল্যান্ড
৫৯. অন্যের সম্পর্কে আগ্রহ না দেখালে তারা আপনার প্রতি আগ্রহ দেখাবে কেন?
–ডেল কার্নেগি
৬০. এক ফোঁটা মধুতে যত মৌমাছি আসে, এক গ্যালন বিষে তা আসে না।
আব্রাহাম লিংকন
৬১. অপরের সাথে দ্রুত ও সহজে কথা বলার পথ হল (ক) জীবনে যা শিখেছেন তা-ই শোনান; (খ) নিজের অতীত থেকে কাহিনী সংগ্রহ করুন; (গ) নিজের বিষয় সম্পর্কে আগ্রহী থাকা চাই; (ঘ) বক্তব্য বিষয়ে শ্রোতাদের সাথে একাত্ম হোন।
–ডেল কার্নেগি
৬২. নিজেকে সাহসী ভাবুন, তা হলেই সাহস ফিরে পাবেন। আরও সোজা করে বলতে গেলে আপনি এ-অভিনয় চালিয়ে যান–তা হলেই ভীতি দূর হবে। আর আপনিও সত্যিকার সাহসী হয়ে উঠবেন।
–ডেভিড জেমস
৬৩. নিজের ভেতর থেকে পালিয়ে যাওয়ার অর্থ প্রতিবেশীর ঘাড়ের ওপর গিয়ে পড়া, নয়তো তার গলার দিকে ঝাঁপ দিয়ে যাওয়া।
ইরিফ হফার
৬৪. যে বিপর্যয়ে ধরা পড়ে তার তুলনায় যে এর থেকে পালিয়ে যায় সে করে বুদ্ধিমানের কাজ।
–হোমার
৬৫. সুন্দর আনন্দের চেয়ে সুন্দর দেহাকৃতি উত্তম, সুন্দর দেহাকৃতির চেয়ে উত্তম সুন্দর স্বভাব। এটা সকল চারুকলার মধ্যে সবচেয়ে চারু।
–ইমারসন
৬৬. ভালো বক্তার প্রথম কাজই হল প্রথমেই এমন কিছু বলা যা শ্রোতার মনে তৎক্ষাৎ আলোড়ন সৃষ্টি করে। অধিকাংশ বক্তাই অসফল হন। কারণ তাঁরা বেশির ভাগ গতানুগতিক পদ্ধতিতে মান্ধাতার আমলের বাচনভঙ্গিতে বলে চলেন যা কিনা শ্রোতাদের মন জয় করার পক্ষে একেবারেই অচল।
–ডেল কার্নেগি
৬৭. যে-লোক অন্য লোকের প্রতি আগ্রহশীল না হয়, তাদের জীবনে সবচেয়ে বেশি দুঃখ আসে। তারাই অন্যকে সবচেয়ে বেশি ব্যথা দেয়।
–আলফ্রেড অ্যাডলার
৬৮. যার লজ্জা নেই, তাকে লজ্জা দেওয়া মানে নিজেই লজ্জা পাওয়া।
স্যামুয়েল দানিয়েল
৬৯. একজন মহান ব্যক্তির মহত্ত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তাঁর ব্যবহার দেখে।
–ডেল কার্নেগি
৭০. নিজের গর্ব ও ঔদ্ধত্যকে নত করে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা কম দ্রতা নয়।
–ডা. লুৎফর রহমান
৭১. বিনয়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই; সত্যিকার শক্তিমত্তার চেয়ে বড় কোনো বিনয়ও নেই।
ব্যালফ ডব্লিউ, সকম্যান
৭২. যদি কেউ পুরোপুরি ঘুঘুর উপাদানে পড়ে ওঠে, সরীসৃপের কোনো অংশ যদি না থাকে তার স্বভাবে, জীবনযাপনে সে হয়ে উঠবে কিম্ভূত; তার সেরা কাজগুলোকে প্রায়ই সে করে ফেলবে খাটো।
–জোসেফ এডিসন
৭৩. আমার জনপ্রিয়তা, আমার সুখ নির্ভর করবে আমি কেমন করে লোকের সঙ্গে ব্যবহার করব তার উপর।
—ডেল কার্নেগি
৭৪. মানুষ প্রচলিত প্রথাকে বেশি পছন্দ করে, কারণ সমস্ত প্রথা তাদেরই তৈরি।
জর্জ বার্নার্ড শ
৭৫. সাধরণত সৌন্দর্যবোধ থেকে ভালোবাসার উৎপত্তি হয় আর পরিচ্ছন্নতাই তা রক্ষা করে।
–এডিসন
৭৬. হাতমোজা-পরা বেড়াল ইঁদুর ধরতে পারে না।
–ইংরেজি প্রবাদ
৭৭. বিনয়ী আর ম্র যারা তারা বহুদূর যায়।
–সেভাচেস
৭৮. ব্যবহার করো সুভাষণ, সৌজন্য আর বিনয়, খরগোশও হতে পারবে হাতির মাহুত।
–শেখ সাদি
৭৯. দয়া, মায়া, করুণা সহজে লোহার ফটক দিয়ে প্রবেশ করে না।
ই. এ. রবিনসন
৮০. তার অন্য কোনো গুণ নেই, যার দয়া সহানুভূতি নেই। রোনাল্ড ডিফি
৮১. যারা জমিনে আছে, তাদের উপর দয়া করো, যিনি আকাশে আছেন, তিনি তোমার উপর দয়া করবেন।
তারবানি
৮২. ঐক্য, বিশ্বাস, ধৈর্য ও সহনশীলতা আদর্শ ব্যক্তির বৈশিষ্ট্য।
শেরে বাংলা
৮৩. ব্যক্তিবিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হয়ো না, তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজখবর নিও।
–হযরত আলি (রা.)
৮৪. ইংরাজের শ্মশ্রু, ইংরাজের কেশ,
ইংরাজি আহার-প্রিয় ব্রান্ডিজল,
আনিয়াছ সখে। ইংরাজের বেশ,
কিন্তু ইংরাজের কই বীর্য বল?
কই ইংরাজের তীক্ষ্ণ তরবার?
কই ইংরাজের দুর্জয় কামান?
কই ইংরাজের সাহস অপার?
সিংহ চর্মে তুমি মেষ অল্পপ্রাণ।
নবীনচন্দ্র সেন
৮৫. তার আচরণই প্রমাণ করে যে, সে সংগীতময় পরিবেশে মানুষ হয়নি।
স্যার জন হেরিংটন
৮৬. সব মানুষই আদর্শবান নয়; কিছু-কিছু লোকের মধ্যে আদর্শের ভান রয়েছে।
জন. এফ. ভন
৮৭. যাহার মধ্যে বিনয় ও দয়া নাই, সে সকল ভালো গুণাবলি থেকে বঞ্চিত।
–আল-হাদিস
৮৮. দয়া একটি সোনার শিকল যা দ্বারা সমাজ একত্রিতভাবে বাঁধা আছে।
গ্যেটে
৮৯. মানুষের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করে যে খোদার সঙ্গে প্রেম করতে যায়, তার বুদ্ধি খুব কম। অন্যায় ও পাপে জীবনকে কলঙ্কিত কর কোনো ক্ষতি নেই, আল্লাহকে ডাকলেই সকল পাপ ধুয়ে যাবে–এটা যে মিথ্যা একথা সকলেই বিশ্বাস করে।
–ডা. লুৎফর রহমান
৯০. ব্যবহারটা এমনই একটা আরশি যাতে প্রত্যেকটি প্রতিবিম্বের প্রতিফলন হয়ে থাকে।
–গ্যেটে
৯১. বিনয় হল সেই গুণটি যা সৃষ্টি হয়েছে মহতের অতি-উচ্চাশা আটকাতে আর সাধারণ লোকের ব্যর্থতাকে সান্ত্বনা দিতে।
লা রশফুকো
৯২. বিনয় হল আত্মার নির্জীবতা আর আলস্য, যেমন উচ্চাশা হল তার তেজ আর তীব্রতা।
লা রশফুকো
৯৩. পরিবেশ অর উপযুক্ত প্রকরণই কোনো কাজকে দেয় তার চরিত্র–তা সে ভালোই হোক বা মন্দই হোক।
পুটার্ক
৯৪. শেষ পর্যন্ত বিনয় হল এই বিশ্বাসটা–গতকালের চাইতে তুমি আগামীকাল আরও ভালো মানুষ হবে।
–মুরে কেম্পটন
৯৫. মধুর ব্যবহার লাভ করতে হলে মাধুর্যময় ব্যক্তিত্বের সংস্পর্শে আসতে হয়।
উইলিয়াম উইনটার
৯৬. ধনীর সঙ্গে আত্মমর্যাদা বজায় রেখে ব্যবহার করবে আর দরিদ্রের সাথে আত্মমর্যাদা ভুলে ব্যবহার করবে। তোমার স্বাভাবিক ব্যবহার ও বিনয় অকৃত্রিম হতে হবে।
হযরত আবদুল কাদির জিলানি (রা.)
৯৭. ভদ্রলোক মানে সদাশয় ব্যক্তি। যিনি দয়ালু, যিনি নিজের উন্নাতির সঙ্গে সঙ্গে পরের সুখ ও মঙ্গলকামনা করেন, তিনিই প্রকৃত ভদ্রলোক।
–শেখ সাদি
৯৮. লজ্জা পরিত্যাগ করো, নচেৎ অনেক কিছুই তোমার কাছ থেকে দূরে সরে যাবে।
সিডনি স্মিথ
৯৯. সকল উত্তম আচরণের মূলে রয়েছে আত্মসম্মান। উত্তম আচরণ হচ্ছে নিয়মানুবর্তীতা, শুভেচ্ছা এবং অপরের অধিকার, স্বাচ্ছন্দ্য ও অনুভূতির প্রতি সম্মানের অভিব্যক্তি।
এডওয়ার্ড মার্টিনা
১০০. জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
স্বামী বিবেকানন্দ
১০১. আকারে মানুষ হলে মানুষ সে নয়,
স্বভাব যহার সৎ মানুষ সে হয়।
জুনায়েদ বোগদাদি
১০২. স্বভাব কারো রয় না
ঢাকা।
যতই কেহ রাখুক ঢেকে
সবার কাছে ব্যক্ত হবে
ফুটবে গোপন পর্দা থেকে।
অজ্ঞাত; অনুবাদ : মওলানা নূরুদ্দিন
১০৩. কারও স্বভাব চরিত্র জানতে হলে কোনো ব্যাপারে তার পরামর্শ চাও।
প্লেটো
১০৪. সৎ হতে হবে, নতুবা সৎলোকের অনুকরণ করতে হবে।
ডেমোক্রিটাস
১০৫. যে আদর্শ অন্যের অদর্শের প্রতি বিদ্বেষপরায়ণ, তাহা আদর্শই নহে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০৬. আজীবন যে অন্যের দয়া কুড়িয়ে বেড়ায়, সে কাউকে দয়া করতে পারে না।
–জোসিয়া কুইন্স
১০৭. তারই মহৎ হৃদয় যার বিনয় টিকে থাকে স্বচ্ছন্দে।
–সেনেকা
১০৮. দয়া ইমানের চিহ্ন, যাহার দয়া নাই তাহার ইমানও নাই।
–আল-হাদিস
১০৯. পৃথিবীতে সর্বাপেক্ষা দয়ার পাত্র সেই ব্যক্তি, যার নিজের দোষ সংশোধন করবার ক্ষমতা আছে, কিন্তু করে না।
–হযরত আলি (রা.)
১১০. আজীবন ভালোবাসা যার স্থির
রয়।
স্বার্থ ত্যাগী, শুদ্ধমনা যিনি ধরাতলে
মহৎ বলিয়া তারে জানিবে সকলে।
চাণক্য পণ্ডিত
১১১. মহত্ত্বের লক্ষণ এই–নিজের ক্ষতিসাধন করিয়াও, সর্বস্ব জলাঞ্জলি দিয়াও আশ্রিত যে, দুর্বল যে, তাহাকে রক্ষা করিবে।
–ইসমাইল হোসেন সিরাজী
১১২. মানুষ সেবার ন্যায় ধর্ম নেই।
–ডা. লুৎফর রহমান
১১৩. আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার স্বভাব সবচেয়ে উত্তম। মানুষ যা লাভ করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সুন্দর স্বভাব। সবচেয়ে উত্তম মুসলমান হল সে ব্যক্তি, যে চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ।
–আল-হাদিস
১১৪. শক্তি নিয়ে মানুষের নিত্য পাড়াপাড়ি,
ধন নিয়ে মানুষের নিত্য
কাড়াকাড়ি,
মন নিয়ে মানুষের নিত্য আড়াআড়ি,
প্রেম নিয়ে মানুষের নিত্য বাড়াবাড়ি।
ছুটিয়া চলেছে দিন বড় তাড়াতাড়ি
ফুরাতে সেই দিন সব ছাড়াছাড়ি।
–প্রমথ চৌধুরী
১১৫. বিনয়ীরা সবচাইতে একনিষ্ঠ একথাটা সবসময়ে ঠিক নয়, যে-কারণে তারা বিনয়ী ঠিক সে-কারণে তারা সেইসব জরুরি কাজ করতে পারে না যেগুলোতে অন্যরা আঘাত পেতে পারে।
–ওয়াল্টার স্যাভেজ ল্যান্ডর
১১৬. বিনয় হল সেই রেশমি সুতো যাতে গাঁথা আছে সব গুণের মুক্তোমালা।
–জোশেফ হল
১১৭. নত হই, ছোটো নাহি হই কোনোমতে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১১৮. নৈতিকতার জন্য যদি তুমি কাজ করতে চাও তবে তোমাকে ধৈর্য ধরতে হবে।
ই. ওয়াই. মুলিঙ্গ
১১৯. চলো আমরা
মোমবাতির মত
বাঁচি
নিজেকে দান করে কিন্তু
সকলকে আলো দিয়ে।
ইকবাল।
১২০. অমানুষিকতার চেয়ে বড় লজ্জা আর কিছুই নেই।
–স্পেনসার
১২১. যে ব্যবহার জানে না, তার গর্ব করার কিছুই নেই।
-ডেমো ন্যাক্স
১২২. জিহ্বা যদিও আকারে মাত্র তিন ইঞ্চি লম্বা তবুও এটা ছয় ফুট লম্বা লোককে হত্যা করতে পারে।
জাপানি প্রবাদ
১২৩. সদাচার মানুষকে মানুষের পর্যায়ে নিয়ে যায়।
ডিফো
১২৪. আমার বাচনভঙ্গি সুন্দর, কণ্ঠস্বর শ্রুতিমধুর বলেই ভুলে যেও না, আমার কথার মধ্যে যুক্তি আছে কি না চিন্তা করে দ্যাখো।
রবার্ট হেনরিক
১২৫. সবসময়েই অত্যন্ত আগ্রহের সাথে সবার সাথে হাত মেলাবে না।
নর্থ চেস্টারফিল্ড
১২৬. কথা বলার স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস।
এসি. সি. কল্টন
১২৭. কোনো কোনো ব্যক্তির ব্যক্তিত্ব ফুলের সৌরভের মতো।
–চার্লস এফ. স্কলার
১২৮. সদাচার দ্বারা সমাজে প্রিয় হওয়া যায়।
–অ্যানন
১২৯. মানুষ তখনই পশুতে পরিণত হয়, যখন তার লজ্জা বলতে কিছু থাকে না।
সুইনবার্ন
১৩০. তুমি যদি কথা বলতে ভালোবাস এবং কথা দিয়ে অন্যকে জয় করতে চাও তবে আস্তে কথা বলো।
–বেন জনসন
১৩১. মনের অলসতা চরিত্র নষ্ট করিবার কারণ।
মানকুমারী বসু
১৩২. সদাচার সমাজে শান্তি আনয়ন করে।
–কলিন্স