সময় ও কাল
১. পৃথিবীতে থাকুক না সংখ্যাতীত কমপাস, লক্ষ্য একটাই আর সময়ই তার একমাত্র মাপকাঠি।
টম স্টর্পাড
২. সময় একটা বৃত্তের মতো আমাদের চারদিকে ঘোরে।
–জন হেউড
৩. মানব জাতির প্রতি বিধাতার শ্রেষ্ঠ দান হচ্ছে মহামূল্য সময়।
আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৪. সময় মানুষকে পরিপক্ক করে, কোনো মানুষ জ্ঞানী হয়ে জন্মলাভ করে না।
কার্ভেন্টিস
৫. বৃদ্ধ বয়স যদিও ঐশ্বর্যমণ্ডিত, তবু দুঃখ বয়ে আনে।
–জন ক্লার্ক
৬. হারানো সময় কখনো আর ফিরে আসে না।
অগহে
৭. বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে।
চার্লস ডিকেন্স
৮. সময় তো চলে যায় সমুদ্রের
ঢেউয়ের মতন,
শেষ হয় তীরে
গিয়ে; জীবন ফুরিয়ে যায় ঠিক
এমনি যখন প্রতি মুহূর্তের অতীতে গমন।
–ওমর আলী
৯. নতুন জিনিসের আকর্ষণে চমক থাকবেই কিন্তু তাই বলে পুরাতনকে অবহেলা কোরো না।
–মেনেল্ডার
১০. নতুন দিনই নতুন চাহিদা এবং নতুন দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটায়।
–জন লিডগেট
১১. আজকের সাথে গতকালের পার্থক্য থাকবেই।
আলেকজান্ডার স্মিথ
১২. আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।
শেক্সপীয়ার
১৩. বয়স চেহারার চেয়ে মগজে বেশি বলিরেখা সৃষ্টি করে।
–মতেইন
১৪. সময় ও পরিবেশ মানুষের দৃষ্টিকে প্রসারিত করে। অ্যা
লবার্ট হারবার্ট
১৫. জীবনের গৌরবময় একটি ঘণ্টা অর্থহীন দীর্ঘকালের চেয়ে শ্রেয়।
স্কট
১৬. বহু নববর্ষের পুনরাবৃত্তি বার্ধক্যের কারণ হয়ে দাঁড়ায়।
–এমিল ক্ৰটকি
১৭. বার্ধক্য ও যৌবনকাল একসঙ্গে বাঁচতে পারে না।
–শেক্সপীয়ার
১৮. উন্নতি হচ্ছে বর্তমানের কাজ এবং ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়। ইমারসন ১৯. সময় হল অনন্তের প্রতিবিম্ব।
ল্যারটিয়াস
২০. কেউ ভোলে না কেউ
ভোলে
অতীত দিনের স্মৃতি।
কেউ দুঃখ লয়ে কাঁদে,
কেউ ভুলিতে গায় গীতি।
কাজী নজরুল ইসলাম
২১. যে দিনটা আসিয়া আমাদের প্রতিদিনকে বিপর্যস্ত করিয়া দেয়, সেই দিন আমাদের আনন্দ। অন্য দিনগুলো বুদ্ধিমানের দিন, সাবধানের দিন, আর এক একটা দিন পুরা পাগলামির কাজে সম্পূর্ণভাবে উৎসর্গ করা।
রাবীন্দ্রনাথ ঠাকুর
২২. বর্তমান মুহূর্তকে উপভোগ করো এবং অতীতের প্রতি কৃতজ্ঞতা পোষণ করো।
মার্শাল
২৩. কাল যে জীবনযাপন করবে তা অনেক দূরে, আজকের দিনটা বাঁচতে চেষ্ট করো।
হার্শাল
২৪. মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে
ভবিষ্যতে করো না নির্ভর,
অতীতে সুখের দিনে পুনঃ আর ডেকে এনে
চিন্তা করে হয়ো না কাতর।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৫. ভবিষ্যতের ভাবনা ভাবাই হল জ্ঞানীর কাজ। পিঁপড়ে-মৌমাছি যখন ভবিষ্যতের জন্য ব্যতিব্যস্ত, তখন মানুষের কথা বলাই বাহুল্য।
ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৬. ভবিষ্যৎ ভেবে কেবা বর্তমানে মরে,
প্রসবের ভয় তবু পতিসঙ্গ করে।
ভারতচন্দ্র রায়গুণাকর
২৭. শুভদিন শুভকর্মেরই ফল, তাই সার্থক কর্মবহুল জীবনে শুভদিন অনেক আসে।
স্যামুয়েল রাওল্যান্ডসি
২৮. অল্পবয়সিও ঘণ্টা হিসেবে বড় হতে পারে, যদি সে সময় নষ্ট না করে থাকে।
বেকন
২৯. প্রতিটি মুহূর্তের একটি নিজস্ব অর্থ আছে।
–এডমন্ড বার্ক
৩০. সকাল যেমন দিনের পূর্বাভাস, শৈশব তেমনি মানুষের পূর্বাভাস।
–মিল্টন
৩১. শৈশবরে প্রতিটি সুন্দর দিন এত বড় ছিল যে, তা বর্তমানের বিশ দিনের সমান।
–ওয়ার্ডসওয়ার্থ
৩২. সম্ভব হলে মানুষ শৈশবেই ফিরে যেতে চাইত। কেননা শৈশব একমাত্র দায়হীন কাল।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩. প্রাচীনের প্রতি শদ্ধাবোধ থাকার অর্থ নিজের অস্তিত্বের প্রতি শ্রদ্ধা থাকা।
জন ব্রাইট
৩৪. সময় তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, যারা তার সদ্ব্যবহার করে।
লিওনার্দো দা ভিঞ্চি
৩৫. সময় প্রত্যুষে আসে এবং রাত পর্যন্ত অপেক্ষা করে থাকে। লংফেলো ৩৬. সময়ের অপব্যয় হল সব চেয়ে মূল্যবান ও অপচয়ী ধরনের ব্যয়।
থিওফারাসটাস
৩৭. বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে।
–ডিকেন্স
৩৮. সময় হইলে
গত কিন্তু একবার,
পার কি কিনতে দেহ ক্ষণামাত্র তার?
রাশি রাশি ধন দাও অমূল্য সময়
একবার গেলে আর আসিবার নয়।
নিতান্ত নির্বোধ যেই শুধু সেই জন
অমূল্য সময় করে বৃথায় যাপন।
যদুগোপাল
৩৯. নদীর স্রোত আর কালের স্রোতের মধ্যে মূল পার্থক্য এই যে, নদীর স্রোত ইচ্ছে করলে থামিয়ে দেয়া যায়, তার গতি পরিবর্তনও করা যায়; কিন্তু কালের স্রোতের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণক্ষমতা নেই।
–বি. সি. রায়
৪০. আজি হতে শত বর্ষ পরে
কে তুমি পড়িছ বসি, আমার
কবিতাখানি
কৌতূহল ভরে
আজি হতে শতবর্ষ পরে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪১. একটি দিন যা দিচ্ছে অপর দিন তা গ্রহণ করছে।
–জর্জ হার্বার্ট
৪২. স্মরণীয় দিনগুলোর পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে।
টমাস কেন
৪৩. ভবিষ্যতে কী হবে সে-চিন্তা করে মুষড়ে পড়া কল্যাণকর নয়; বরং বর্তমান থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।
–এইচ. জি. ওয়েলস
৪৪. আজি মানবের নাইকো অতীত, নাইকো ভবিষ্যৎ
আছে শুধু তার ক্ষুধিত বর্তমান।
গাহিতে চাহিলে হাহাকারে মোর রোধে কণ্ঠের পথ
সেতারে ঢিলা তারে বাজে নাকো তান।
কালিদাস রায়
৪৫. যার আশা নেই এবং ভয় নেই–তার ভবিষ্যৎ অন্ধকার।
স্যার জন ডেভিস
৪৬. আমি ভভিষ্যৎকে বিচার করার কোনো পন্থাই জানি না, একমাত্র অতীত দিয়ে তার বিচার করে থাকি।
প্যাট্রিক হেনরি
৪৭. টাকাপয়সার অপব্যবহার করলে লোকে অমিতব্যয়ী লক্ষ্মীছাড়া বলে, সময়ের অপব্যবহার যে করে সেও অমিতব্যয়ী। সময়ের সদ্ব্যবহার করো, সময়ের আর এক নাম সম্পদ।
–ডা. লুৎফর রহমান
৪৮. সবচেয়ে বড় অপচয় আমরা যা করে থাকি, তা হল সময়।
ভলতেয়ার
৪৯. বাস্তবিক উপেক্ষিত হলে কালও মানুষকে ভয়ানক উপেক্ষা করে। তার জীবনকে ঘোর মরুভূমির ব্যর্থতায় ডুবিয়ে দেয়।
–আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৫০. এই পৃথিবীতে প্রত্যেক কাজের একটা উদ্দেশ্য, একটা কাল ও একটা সময় আছে। জন্মাবার একটা সময় আছে, মরবারও একটা সময় আছে। গাছ রোপণ করার একটা সময় আছে আর রোপিত গাছ উপড়ে ফেলারও একটা সময় আছে।
বাইবেল
৫১. সময় চলে যায় না আমরা যাই, আর সময় থাকে।
অস্টিন ডকসন
৫২. সময় চলে যাচ্ছে বলে তুমি আহা আহা করছ; কিন্তু সময়কে কাজে লাগাচ্ছ
–জর্জ লিলিও
৫৩. সময়ের যথার্থ মূল্য কী তা আমি জানি, যেমন করে পার, সময় ছিনিয়ে নাও, অবরোধ করো এবং এর প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, উপভোগ করো। কখনোই যা আজ করতে পার তা কালের জন্য তুলে রেখো না।
–চোর ফিল্ড ৫৪. সময়ের মাঝে কাজের সময়ই সবচেয়ে কম। সময়ের অপচয়ের মানে হবে। পাপ করছ।
–আর্নেস্ট হেমিংওয়ে
৫৫. দিন যায়, ক্ষণ যায় সময় কাহারো নয়
বেগে যায়, নাহি রয় স্থির,
সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল
আয়ু যেন শৈবালের নীর।
–হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৫৬. জ্ঞানী যারা, তাঁরা নিরন্তর সময়ের প্রান্তর হতে মণিমুক্তা কুড়িয়ে নিচ্ছেন। তুমি আমি সুযোগের আশায় ‘সময় নাই’ বলে বা দারিদ্রের মিথ্যা অজুহাতে বোকার মতো দাঁড়িয়ে থাকি।
–ডা. লুৎফর রহমান
৫৭. আমি অস্ট্রিয়ানদের পরাজিত করেছি, তার প্রধান কারণ হল তারা পাঁচ মিনিট সময়ের মূল্য অনুধাবন করতে পারেনি।
–নেপোলিয়ন বোনাপার্ট
৫৮. একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া।
–রবার্ট ব্রাউনিং
৫৯. আগে সময় সম্বন্ধে সচেতন হও, তারপর কাজ করো।
–সিন্ডেলা
৬০. সময় যে-কোনো অবস্থার সম্মুখীন হয়, সময়ই বিগত ইতিহাস ঐতিহ্য ধারণ করে আগামী সময়কে সুন্দর করে।
হেনরি বার্গসন
৬১. মুহূর্ত বিলম্ব না করে জীবন শুরু করুন এবং প্রত্যেকটি দিনকে গণ্য করুন এক-একটি পৃথক জীবনসত্তারূপে।
–সেনেকা
৬২. সময়ের সমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৩. জীবনে কিছু সময় হাসার জন্য, কিছু সময় গান করার জন্য এবং কিছু সময় প্রিয়জনকে ভালোবাসার জন্য রেখে দাও।
–ফিলিপ মাসটন
৬৪. আজি হতে শতবর্ষ আগে
হে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের
শত অনুরাগে
আজি হতে শতবর্ষ আগে।
কাজী নজরুল ইসলাম
৬৫. স্মৃতির রোমন্থন অনেকটা চলচ্চিত্রের মতো, অন্ধকার না হলে ছবিগুলো স্পষ্ট হয় না।
শংকর
৬৬. জীবন ছোট এবং সময় দ্রুতগতিসম্পন্ন। ফুল ঝরে পড়ে এবং ছায়া শীঘ্রই সরে যায়।
ইলিয়ট
৬৭. পরবর্তী দিন কখনো সুখের হবে না বিগত দিনের চেয়ে।
–মিল্টন
৬৮. শেষ কহে, একদিন সব শেষ হবে
হে আরম্ভ, বৃথা তব অহংকার তবে।
আরম্ভ কহিল, ভাই যেথা শেষ হয়
সেইখানে পুনরায় আরম্ভ-উদয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৯. আজকার এই নবীন উষা কিছুকাল পরে অতীতের স্বপ্ন বলে মনে হবে। এই অসময়ে তোমার যাত্রা শুরু হোক। নিজেকে বিশ্বাস করো, এই তুচ্ছ দিনগুলি তোমাকে কত সম্পদ দান করে, তা তুমি পরে দেখে নিও। জীবনের দিনগুলি কি অপব্যবহার করা যায়? এই সাধের মানবজন্ম কি আর পাওয়া যাবে? তুমি ইচ্ছা করলে প্রত্যেক দিন হতে মণিরত্ব কুড়িয়ে নিতে পার। অর্থ সঞ্চয় করা আর সময়ের সদ্ব্যবহার করা একই কথা।
–ডা. লুৎফর রহমান
৭০. নিশ্চলের যে ভয়ংকর চলা তাহার রুদ্র বেগ যদি দেখিতে চাও তবে দেখো ওই নক্ষত্রমণ্ডলীর আবর্তনে, দেখো যুগ যুগান্তরের তাণ্ডব নৃত্যে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৭১. প্রেমের মতন আমি শৈশবের স্মৃতি-তীর্থে বেড়ালাম ঘুরে
মনে হল ধন্য যেন অন্তহীন মরু–
প্রিয় যারা তাদের দেখা পেতে যেতে হবে পার হয়ে
বহু বহু দূরে
কেউ তারা ছেড়ে গেছে জীবনের পরপারে কেউ,
কেউ নিয়ে গেছে আরো কোনো জনে বিগত সবাই
পুরাতন পরিচিত মুখ গিয়েছে হারিয়ে।
–চার্লস ল্যাম
৭২. পিছনের অন্ধকার আবরণ তলে
নির্লিপ্ত নির্বাক তুমি বসিয়া বিরলে।
কত ফুল ঝরে গেল, রাজ্য ভাঙাগড়া
কত হলো তব বক্ষে হে অতীত মরা।
–আজিজুল হাকিম
৭৩. প্রতিদিন কোলাহল, প্রতিদিন চিতানল,
প্রতিদিন জগতের উদয় বিলয়।
এই যে অসংখ্য তারা অজর অমর পারা,
এরাও কি বিনাশের বশীভূত নয়?
–বিহারীলাল চক্রবর্তী
৭৪. দুদিনের জন্যই তো আমাদের জীবন, এই সামান্য সময়টুকু আমরা যেন ঘূণ্যতার পায়ে বিকিয়ে না দিই।
–ভলতেয়ার
৭৫. যারা সময়ের সদ্ব্যবহার করে তারাই জীবনে সফলতা লাভ করে। যারা সময়মতো অর্থ সঞ্চয় করে, তারাও কোনোদিন অর্থকষ্টে পড়ে না।
–হযরত আলি (রা.)
৭৬. অর্থসম্পদ হারালে তা ব্যবসায়-বাণিজ্য দ্বারা পূরণ করা যায়, জ্ঞানের অভাব হলে তা অধ্যয়ন দ্বারা লাভ করা যায়, স্বাস্থ্য নষ্ট হলে সংযম বা ওষুধ দ্বারা পুনরুদ্ধার করা যায়; কিন্তু সময়ের সদ্ব্যবহার না করলে তা চিরদিনের জন্যই চলে গেল।
–স্মাইলস
৭৭. বর্তমানের একটি দিন ভবিষ্যতের আগামী দুটি দিনের সমান।
ফ্রাংকলিন
৭৮. ফুরায় যা
দেরে ফুরাতে।
ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাসনেকো কুড়াতে
বুঝি নাই যাহা, চাই না বুঝিতে,
জুটিল না যাহা, চাই না খুঁজিতে,
পুরিল না যাহা কে রবে বুঝিতে তারি গহ্বর পুরাতে।
যখন যা পাস মিটায়ে নে আশ ফুরাইলে দিস ফুরাতে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৭৯. আহা পাত্র ভরে নাও, পায়ের তলা দিয়ে যে সময় চলে যাচ্ছে! আগামীকালের জন্ম হয়নি এবং গতকাল মৃত। এদের নিয়ে ছটফট করে লাভ নেই, যদি আজকের দিনটি মধুর হয়। এই ভগ্নস্তূপের মধ্যে তো একটি মুহূর্তে জীবনউৎসে সুধাপানের জন্য একটিবারই হাত বাড়াতে পারা যায়। নক্ষত্রগুলি অস্তমিত হয়ে আসছে, নিরর্থক উষার দিকে স্বার্থবহ এগিয়ে চলেছে, তরান্বিত হও।
–ওমর খৈয়াম
৮০. আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটগুলির খেয়াল রাখো, তা হলেই দেখবে যে ঘণ্টাগুলিও আপনা থেকেই নিজেদের খেয়াল রেখেছে।
চেস্টারফিল্ড
৮১. সময়ে যা সুন্দর, অসময়ে তা আবেদনহীন।
–এঞ্জেলা মরগ্যান
৮২. যা তুমি আজ করতে পার, তা কখনো কালকের জন্য ফেলে রাখবে না।
ফ্রাংকলিন
৮৩. জীবন ছোট এবং সময় দ্রুতগতিসম্পন্ন। ফুল ঝরে পড়ে এবং ছায়া শীঘ্রই সরে যায়।
ইলিয়ট
৮৪. জীবনের প্রতি ঘণ্টা গত হলে সেই ক্ষণের নিরূপিত কর্ম আর হবে না। ঠাণ্ডা লোহার ওপর অসময়ের হাতুড়ির ঘা পড়লে কোনো লাভ নেই।
রাসকিন
৮৫. আমি সর্বদাই আমার কাজে যাওয়ার নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগেই আমার কাজে উপস্থিত হয়েছি এবং এটাই আমাকে সত্যিকারের মানুষ হতে সাহায্য করেছে।
নেলসন
৮৬. বর্তমান বলে কিছু নেই, যে-মুহূর্তে যাকে বর্তমান বলি, সেই মুহূর্তেই তা অতীত হয়ে যায়–অতএব কালের মধ্যে আছে কেবল অতীত ও ভবিষ্যৎ–আর তাদের মধ্যে হাইফেন হয়ে আছে পরিস্থিতিহীন বিন্দুমাত্র বর্তমান, যা থেকেও নেই, যা এক মুহূর্তে থেকে সেই মুহূর্তেই নেই হয়ে যায়, রিক্ত; তাতে কোনো আবর্জনা কলুষ লাগাতে পারে না, তাই পবিত্র।
–বেগাস
৮৭. আজকের এই অল্প সময়ের মধ্যেই আছে জীবনের পূর্ণতা। কারণ গতকাল তো স্বপ্ন। আগামীকাল অনাগত; কিন্তু আজ যদি ভালো করে বাঁচা যায় তা হলে গতকালগুলো সুখের স্বপ্ন হয়ে দেখা দেয় আর আগামীকালগুলো আশায় ভরে ওঠে। কালিদাস
৮৮. বর্তমানটাকেই ভালো সময় হিসেবে বিবেচনা করো এবং ভবিষ্যতের জন্য সতর্ক হও।
–এনডিউ উলাং
৮৯. নগদ যা পাও হাত পেতে নাও
বাকির খাতায় শূন্য
থাক,
দূরের বাদ্য কাজ কি শুনে
মাঝখানে যে বেজায় ফাঁক।
–ওমর খৈয়াম
৯০. চলো, খাই এবং আনন্দ করি, কারণ আগামীকাল নাও বাঁচতে পারি।
–ডর্যেথি পার্কার
৯১. গতদিনের সঙ্গে আগামীদিনের পার্থক্য থাকবেই।
আলেকজান্ডার স্মিথ
৯২. যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখন থাকে।
বোভি
৯৩. জীবনকে তুমি যদি ভালোবাস তবে সময়ের অপচয় কোরো না। কারণ জীবনটা সময়েরই সমষ্টি দ্বারা তৈরি।
ফ্রাংকলিন
৯৪. হে অতীত, তুমি ভুবনে ভুবনে
কাজ করে যাও গোপনে গোপনে
মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি
রও।
হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা
কও, কথা
কও।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৯৫. পূর্বনির্ধারিত বন্দোবস্তক্রমে কারও সাথে সাক্ষাৎকার না করায় যে বিশ্বাসঘাতকতা রয়েছে তা পুরোপুরিভাবে অসাধুতার পরিচয়। কারণ তুমি মানুষের নিকট হতে টাকাপয়সা ধার নিতে পার, ঠিক তেমনি তার সময়ও ধার নিয়ে থাক।–হোরেসম্যান
৯৬. ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।
–জন ল্যাংকহন
৯৭. বর্তমান কাল ছুটিতেছে বলিয়াই স্তব্ধ অতীত কালের এত মূল্য। অতীত কালের প্রবল বেগ প্রচণ্ড গতি সংহত হইয়া যেন স্থির আকার ধারণ করিয়াছে। কালকে ঠাহর করিতে হইলে অতীতের দিকে চাহিতে হয়। অতীত বিলুপ্ত হইলেও বর্তমান কাল কেহ-বা চিনিতে পারে, কেহ-বা বিশ্বাস করে, তাহাকে সামলায় কাহার সাধ্য! কেননা, চিনিতে পারিলে জানিতে পারিলে তবে বশ করা যায়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৯৮. সব বুলি মিছা; শুনহ গোপনে একটি বচন
সত্য সার
যে ফুল নিশায় পড়িছে ঝরিয়া সে নাহি কখন
ফুটিবে আর।
ওমর খৈয়াম