গ্রন্থভূক্ত কবিতা (কাব্যগ্রন্থ)
গান
অগ্রন্থিত কবিতা
গল্প
চলচ্চিত্র কাহিনী ও চিত্রনাট্য
সম্পাদকীয়, গদ্য ও বক্তৃতা
সাক্ষাৎকার
1 of 2

যদি চোখে আর চোখ রাখা না-ই হয়

যদি চোখে আর চোখ রাখা না-ই হয়

যদি চোখে আর চোখ রাখা না-ই হয়,
নদী ব’য়ে যায় সমুদ্র সীমানায়—
ক্ষতি কি?
আমার আকাশে আমি উড়বো একাই।
উড়বো একাই, উড়বো একাই … …।

নিজঝুম হয়ে আছো কেন?
বলছে না কথা,
চারপাশে কোলাহল করে
গাঢ় নিরবতা।
এখনো হলো না শেষ জীবন দ্যাখা-ই।
উড়বো একাই … ।

ফেলেছে কোথায় খুলে নথ
কোন বেনু বনে?
হারালে পায়ের জোড়া মন
অমলিন খনে।
তবু তো হলো না শেষ হৃদয় শেখা-ই।
উড়বো একাই …।

০৭ কার্তিক ১৩৯৭ রাজাবাজার ঢাকা
সুর : গোলাম মহম্মদ

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *