মুরলীধর সেন
রামকমল সেনের সর্বকনিষ্ঠ এবং একমাত্র পুত্র মুরলীধর সেন। সুপ্রীম কোর্টে প্রথম যে ভারতীয় দলটিকে অ্যাটর্নিরূপে প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হয় মুরলীধর ছিলেন তাঁদের অন্যতম। গিরিশচন্দ্র ব্যানার্জী ও রমানাথ লাহার তিনি ছিলেন সমসাময়িক। ইউরোপীয় অ্যাটর্নি ফার্মের তিনিই প্রথম ভারতীয় অংশীদার। তিনি মেসার্স ঈমে অ্যান্ড ব্যারো কোম্পানির অংশীদার ছিলেন। হাইকোর্টের প্রবীণতম অ্যাটর্নিদের অন্যতম মুরলীধর ছিলেন কলকাতার অনারারী ম্যাজিট্রেট এবং কলকাতা মিউনিসিপ্যালিটির নির্বাচিত কমিশনার।