নবীনচন্দ্র সেন
পিয়ারীমোহনের জ্যেষ্ঠ পুত্র নবীনচন্দ্র ছিলেন ব্যাঙ্ক অব বেঙ্গলের আমানতকারী বিভাগের হেড অ্যাসিসট্যান্ট। অনেকেই জানেন না যে, প্রধানত এরই উদ্যোগে বর্তমানে সমৃদ্ধ হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড প্রতিষ্ঠিত হয়। এঁরই অনুরোধে-উপরোধে বিদ্যাসাগর মহাশয় অছি হতে স্বীকৃত হন, অছি হওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির সংগঠনে সক্রিয় অংশ নেন। তিনি ছিলেন এই ফান্ডের প্রথম সচিব।