বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
সুপ্রীম কাউন্সিলের অন্যতম সদস্য মিঃ জন স্টেসের, প্রথম কম্যান্ডার-ইন-চীফ ব্রিগেডিয়ার জেনারেল স্যার জেমস রিভেট কারন্যাক, বার্ট, এবং গভর্নর জেনারেল স্যার জে মাকর্সন-এর দেওয়ান ছিলেন রাজা গোপীমোহন দেব বাহাদুর। তাঁর দক্ষতা ও সেবায় এঁরা সকলেই সন্তুষ্ট ছিলেন।
লর্ড বেনটিঙ্কের শাসনকালে তাঁকে রাজা বাহাদুর পদবীতে ভূষিত করা হয়; তাঁর সঙ্গে সশস্ত্র রক্ষীবাহিনী রাখার অধিকারও দেওয়া হয়; লর্ড বেন্টিঙ্ক তাঁকে যেমন ভালবাসতেন, শ্রদ্ধাও করতেন তেমনি, বহু গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর পরামর্শও নিতেন। রাজা বাহাদুর অসাধারণ দক্ষতার অধিকারী ছিলেন; দেশের ও দশের মঙ্গলচিন্তাও তিনি করতেন। ফার্সী ভাষায় তাঁর বিশেষ পান্ডিত্য ছিল; ন্যায় ও দর্শনশাস্ত্রের আলোচনায় তাঁর গভীরতা লক্ষ্য করে পন্ডিতগণ অত্যন্ত বিস্মিত হতেন। তিনি ভূগোল ও জ্যোতির্বিদ্যা অধ্যয়ন ও আলোচনায় বিশেষ আনন্দবোধ করতেন : তাঁরই নির্দেশে ও পরিচালনায় হিন্দু পদ্ধতিতে পৃথিবীর একটি মানচিত্র অঙ্কিত হয়েছিল; বছর, সপ্তাহের মাস, দিন, তিথি ও নক্ষত্র জানা যেতে পারে এমন একটি অদ্ভুত যন্ত্র নির্মাণে তিনি হাত দিয়েছিলেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। তিনি বিখ্যাত ধর্মসভার প্রতিষ্ঠাতা; তিনি বিদ্যোৎসাহীও ছিলেন। অনাথ, আতুর, অসহায় সব সময়ই তাঁর অকৃপণ সাহায্য পেয়েছে। আবার সর্বশ্রেণীর মানুষই তাঁর পরামর্শ চাইতেন; হিন্দুসমাজের মঙ্গলজনক সকল বিষয়েরই নির্দেশদাতা ছিলেন তিনি এবং সম্ভ্রান্ত পরিবারসমূহের বিবাদ-বিসম্বাদে তিনিই মধ্যস্থতা করতেন। একমাত্র পুত্র রাধাকান্ত দেবকে রেখে ১৮৩৭-এর ১৭ মার্চ তিনি পরলোক গমন করে। শোকবার্তায় লর্ড অকল্যান্ড বলেন, ‘এই চমৎকার মানুষটির মৃত্যুতে সমাজ ও জনগণের যে ক্ষতি হল, তার জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি’—-ইত্যাদি ইত্যাদি।