বিহারীলাল গুপ্ত
হরিমোহন সেনের জ্যেষ্ঠ কন্যার জ্যেষ্ঠপুত্র বিহারীলাল বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য। আশৈশব তিনি মাতামহের কাছেই পালিত। যেসব গুণের জন্য আজ তাঁর চাকরি জীবনে উন্নতি ও সম্মানের সীমাহীন সুযোগ তিনি লাভ করেছেন, বাল্যে তার কোন লক্ষণই দেখা যায়নি। কিছুকাল তিনি অস্থায়ী প্রেসিডেন্সি ম্যাজিসট্রেট ও কলকাতার করোনার ছিলেন।