• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • বাংলা ডিকশনারি
  • বাংলা কৌতুক
  • বাংলা লিরিক্স
  • বাংলা রেসিপি
  • হেলথ টিপস এন্ড নিউজ

বাংলা নতুন/পুরাতন বইয়ের পিডিএফ ডাউনলোড/সন্ধান করতে আমাদের বাংলা পিফিএফ সাইটে ক্লিক করুন।

Bangla PDF

কবিতাসমগ্র ২ – শামসুর রাহমান

লাইব্রেরি » শামসুর রাহমান » কবিতাসমগ্র ২ – শামসুর রাহমান
কবিতাসমগ্র ২ – শামসুর রাহমান

কবিতাসমগ্র ২ – শামসুর রাহমান

প্রচ্ছদ – কাইয়ুম চৌধুরী

.

ভূমিকা 

আমার কবিতা সমগ্রের দ্বিতীয় খণ্ডের জন্মলগ্নে প্রিয়, দরদী এবং কবিতা প্রেমিকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তারা প্রথম খণ্ডকে ধুলোয় লুটিয়ে থাকতে দেননি। ফলে আমি উৎসাহিত বোধ করছি। তাঁরা যে আমার জনাব প্রকাশককে দ্বিতীয় খণ্ড এত দ্রুত প্রকাশ করতে উৎসাহিত করলেন তাতে তিনি আমার রচনাবলীর প্রতি খুব অল্পসময়েরা মধ্যে আস্থা স্থাপন করেছেন। 

শামসুর রাহমানের ‘কাব্যসমগ্র ১’ ধুলোয় লুটোয়নি বলে প্রকাশক জনাব মনিরুল হক দ্বিতীয় খণ্ডের ভূমিকা লেখার জন্যে এত তাড়াহুড়ো করছেন। স্বীকার করছি, সাধারণত আমি আলসে প্রকৃতির লোক। তাই, আমার কাজ যথা শীগগীর শুরু হয় না, শেষতো হয়ই না। তবে এই প্রথমবারের মতো আমি নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে কান মলে কর্মটি যথাসময়ে শেষ করতে পেরেছি। 

কী করে যে কাজটি করতে পারলাম তার কারণ শেষ তক স্পষ্ট হলো আমার কাছে। পাঠক-পাঠিকাদের উদার চাহিদাই আমাকে অনিচ্ছা এবং আলস্যের কামড় থেকে ছিনিয়ে শব্দ-রচনার দরবারে ঠেলে দিয়েছে। তাছাড়া এটা তো তার কবিতা-সৃষ্টির ব্যাপার নয় যে, প্রায় প্রতি পংক্তিতে সৃজনশীল বাক্যের আভা ছড়িয়ে দিতে হবে। 

সে যাই হোক, পাঠক-পাঠিকাগণ যদি দয়া করে কাব্য গ্রন্থের দ্বিতীয় খণ্ডটিকেও প্রথম খণ্ডটির মর্যাদা দান করেন তাহলে বরাবরের মতো, বিশ্বাস করুন, এবারও আপনাদের কাছে ঋণীতো থাকবোই, হ্যাঁ, কৃতজ্ঞও থাকবো। 

শামসুর রাহমান 
ঢাকা ৮/১০/২০০৫ 

Book Content

স্বপ্নেরা ডুকরে ওঠে বারবার 31 Topics
Lesson Content
0% Complete 0/31 Steps
ঘুমোতে যারার আগে
দূর থেকে তোমার নিকট
স্বপ্নেরা ডুকরে ওঠে বারবার
কালবেলায় ক্রুশকাঠে
একদা এক কবিতা
মায়াবিনী মূলে
পুতুল পূরাণ
প্রামাণ্য চিত্রের অংশ
শহুরে বাগানে
যখন অনেকে সগৌরবে
প্রেতের নিকট থেকে
কেউ তা জানে না
এমন দিনে
তোমার চলে যাবার পর
আছে একজন
ক’দিন পরেই
ভূপ্রদক্ষিণ
প্রতীকী চিত্রের মতো
উৎসব-রাতে হঠাৎ
প্রতিবাদী কবিতার সংকলন
আমার দুচোখে বেঁধে
ডাক
প্রবাদকে মিথ্যে করে দিয়ে
এমন ঠেলতে ঠেলতে
এসেছি দাফন করে
মানুষকে নিয়ে
আজও তিনি
চারু ভিক্ষা
কক্ষণো ছাড়ব না
পাঁঠা সংকীর্তন
চিরিত্রলিপি
মাতাল ঋত্বিক 112 Topics
Lesson Content
0% Complete 0/112 Steps
সে কবে আমার ঘরে
ঝুলন্ত রেস্তেতারাঁ
খরার দুপুরে
যে এলো তোমার কাছে
কর্ণমূল থেকে খুলে
তোমার কি মনে পড়ে
শহরে নেমেছে সন্ধ্যা
আমি কি পারবো?
যদি কাসান্দ্রার মতো কেউ
কোথায় শিউলিতলা
তোমার পুরোনো ছবি দেখে
অসুস্থ ঈগল নীলিমায়
সপ্তাহ
কুয়াশায় নিমীলিত
যখন আমার কাছ থেকে
যে-তুমি আমার স্বপ্ন
অসামান্য তিথি
বিদায় গান
সে কবে সোনালি দিন
দিন রাত্রি
মাম
প্রকৃতির কাছে
আবার এসেছো তুমি
রঙিন নিশ্বাসের জন্যে
তোমাকে ভাবছি
ফিনিক্সের গান
তোমার সান্নিধ্যে
তিরিশ বছর
তোমাকে দিইনি আংটি
মৃত্যুদন্ড
শ্রাবণের বিদ্যুতের মতো
যে-কথা বলেনি কেউ
নীরবই থাকবো আজ
রক্ষাকবচ
তুমি তো এসেই বললে
এমন উল্লেখযোগ্যভাবে
মূর্তি
টেলিফোন
ভিক্ষা নয়
আমার তৃষ্ণার জল
দ্বীপ
আমার ক্ষুধার্ত চক্ষুদ্বয়
শুধু দেখি
পুলিশও প্রত্যক্ষ করে
অথচ তোমার মধ্যে
যাত্রা
প্রেমিকের গুণ
দ্বিতীয় যৌবন
কত পদচ্ছাপ
একটি অনুপস্থিতি
1 of 3
হৃদয়ে আমার পৃথিবীর আলো 23 Topics
Lesson Content
0% Complete 0/23 Steps
সৌন্দর্যের গহনে ডুবুরী
আরো কিছু সময়
তাদের কথা
আমার স্বস্তিতে ধরায় ফাটল
নাম ধরে ডেকে যাবো
দেখা যায় কিনা
মর্মমূল ছিঁড়ে যেতে চায়
একটি মুক্তো
তোমার চিঠির একটি বাক্য
দ্রুত মুছে দেবো
সমারেশদার জন্যে শোকগাথা
হাসপাতালের বেড থেকে
কেবল মৃত্যুই পারে
কাউকে দেখতে পেলাম না
কেন তোমাকে ভালোবাসি?
আমি কি বলেছি
অপ্রেমের কবিতা
তাঁর পেছনে
শীতাতপ নিয়ন্ত্রিত মাথা
তোমার জন্মদিন
কালেভদ্রে একটুখানি
আলো অন্ধকার
নিভিয়ে এক ফুঁয়ে
গৃহযুদ্ধের আগে 30 Topics
Lesson Content
0% Complete 0/30 Steps
তাবু ছেড়ে ছুটে আসে
প্রেমপত্র
গর্জে ওঠো স্বাধীনতা
বন্যাবিলাপ
মৃত্যুহীন তালে তালে
কীভাবে ছিলাম বেঁচে
শাদা-লাঠি
শপথ ভঙ্গ
আজই কেন
দাঁড়ালাম এখানে
রেস্তোরাঁয় এক সন্ধ্যেবেলা
নিভৃতে আমার অগোচরে
ঘুরপাক খাই
একবিংশ শতাব্দীর দোরগোড়ায়
প্রিয়জমের মতো
নৌকা
একজন প্রবীণ বিপ্লবী
নিভিয়ে এক ফুঁয়ে
অন্বেষা
নীরবতা
যদি না লিখি প্রেমের পদাবলী
তৃষ্ণার্ত পাখির মতো
চিরকাল শুধু
ঝরা পাতা
যখন ওরা
একজন হরিণীর গল্প
ক্ষমা নেই
এই চমৎকার গোধূলিতে
গৃহযুদ্ধের আগে
মতিচ্ছন্নতায়
মঞ্চের মাঝখানে 26 Topics
Lesson Content
0% Complete 0/26 Steps
বাড়িটা
সাক্ষাৎকার, মধ্যরাতে
অথচ নিজেই আমি
মঞ্চের মাঝখানে
বন্ধু তুমি অকম্পিত হাতে
তিনটি স্তবক
গুন খুন
কখনো কখনো
হৃদয় তোমার অপরাধ
ঘরের মাঝখানে
কারো একলার নয়
ছিলেন এক কবি
পথে যেতে যেতে
বুকের অসুখ
এখনো নিজেকে
গাঁও গেরামের কথা
একটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব
শুচি হয়
চলেও আসতে পারে
কোমল গান্ধার
যার যার কাজ
সারাবেলা
দেখব কুড়ানো
কিংবদন্তি হয়ে
কতকাল পরে
বেশি বাকি নেই
বুক তার বাংলাদেশের হৃদয় 36 Topics
Lesson Content
0% Complete 0/36 Steps
বুক তার বাংলাদেশের হৃদয়
একজন শহীদের মা বলছেন
টেন্ডার
সদ্যলেখা এই পদ্য
সাপ্তাহিক ‘দেশবন্ধু’ নিষিদ্ধ হবার পরে
লড়ছি সবাই
উজানে
কবিস্মৃতি
কেশো রোগীর ভাবনা
কবন্ধের এলোমেলো পোঁচে
কী জানতে চাও?
কিচ্ছু বুঝি না, কিচ্ছু বলি না
ওদের ঘুমোতে দাও
তোমরা শাসন করো
মদ্যপদের মধ্যে
একটি এলিজি, কাদেরের জন্য
শীতদুপুরে প্রথম দেখা
তবুও লোকটা
পোড়া দাগ
পরিবর্তন
আমরা দু’জন দু’দিকে
আমাকে দাও
প্রথম উপহার
কী এমন ক্ষতি হতো?
সংশয়
তার কথা
যতই ভাবি
অমাবস্যার চাঁদ
অবশেষে আসে ওরা
একেই কি বলবো?
বকুলের মালা
ছড়ার আদলে
আত্মা ছুঁড়ে দিই
যেখান থেকে সরে এসেছি
তবুও হলো না
নিজেকে বন্ধক তুমি রেখেছো
টেবিলে আপেলগুলো হেসে ওঠে 33 Topics
Lesson Content
0% Complete 0/33 Steps
প্রকৃত কে আমি
টেবিলের আপেলগুলো হেসে ওঠে
বিবাহিত
কথায় কথায়
কিংবদন্তী
জুডাস কি ছিল কোনো নারী?
কবিতা-সন্ধ্যা
সেই অঘ্রানের রাতে
আমাকে প্রতীক্ষা করে যেতে হবে
এখন ডাকছো কাকে
যোদ্ধা বিষয়ে
তবু আসতেই হলো
দরজায় দাঁড়ানো কেউ
হাসির কবিতা
অমল, তোমার জন্যে
রাস্তার ধারে
দ্বিচারী
শ্রুতলিপি
অপরাহ্নে বসে ছিলে তুমি
যদি কোনোদিন
দিই না দুয়ো
রাত দেরটায়
এবং এ জন্যেই
ফেরা না-ফেরা
পেঁয়াজ রসুন
এখন বাজার
মাছি
চরম সমন
পূর্বসূরীদের উদ্দেশে
এই এক সময়
দিতে পারে নয়া সাজ
নির্ধারিত কোনো তারিখ নেই
বন্ধু তোমাকে
সৌন্দর্য আমার ঘরে 49 Topics
Lesson Content
0% Complete 0/49 Steps
জ্বরের ঘোরে
মার কবরের পাশে দাঁড়িয়ে
আমার আপন টেলিফোন সেট
সৌন্দর্য আমার ঘরে
এক পালকের পাখি
একজন যুবকের কথা
কবিতার প্রতি
একটু আরো কষ্ট স’য়ে
তোমার না-আসাগুলো
বহুজন
আমার একটি দুঃস্বপ্ন
কবি ব’লে বড়ই বিরক্ত
আমার মানস-সরোবর
বস্তুত এ নির্বাসন
সর্বত্র সে আগন্তুক
এই সড়কে অনেক হাত
সে এক বাঁশিঅলা
অ্যালেনের জন্যে এলিজি
পুতুল
ক্রিসমাস ট্রি
একটি কবিতাসন্ধ্যা এবং তুমি
যেমন সালিম আলি
ব্যর্থতায় খেদোক্তি
বহু প্রতীক্ষার পর
আষাঢ়ের প্রথম দিনে
দরজায় কে যেন
চক্ষুবিশেষজ্ঞ ব’লে দেননি
অথচ রবীন্দ্রনাথ
মানুষের এই মেলায়
শাদা শূন্য পাতা
তিনি বলবেন
নীলুফারের গান
আলোকপুরী
ভিক্ষা
সে
চিৎকার
পাগলা বাবুলের গান
তবুও মানব
যিনি শয্যাগত
শিকার
ভূতলবাসীর কথা
তার খাতা
ঘর ছেড়ে
ছায়া
ভোরবেলা এবং একজন মৃতা
নাক্ষত্রিক আড্ডা
টেলিফোনে তুমি
অতিথি
আমার আঁজলা পূর্ণ হোক
প্রতিদিন ঘরহীন ঘরে 74 Topics
Lesson Content
0% Complete 0/74 Steps
তবু হয়, এরকমই হয়
নিজের নিকট থেকে
তোমার ঔদাস্য
তোর কাছ থেকে দূরে
ইদানীং সন্ধ্যেবেলা
দেবার মতোন কিছু নেই
শব্দের সংস্রবে কতকাল
সে একলা হাঁটে
বেহালাবাদকের জন্যে পঙ্‌ক্তিমালা
দূরের একটা বাড়ি আমাকে
সময়ের লালা
ভায়োলেন্স
তোমার নিদ্রার দিকে
ভ্রান্তিবিলাসে
পিছুটান
কোথাও সোনালি ঘণ্টা
পাখির ভূমিকা
কবির ডায়েরী
কোনো ইন্দ্রনীল অভিমান নেই
লোকটার কাহিনী
ঈদকার্ড, ১৯৭৭
টেবিলে জমাট মেঘ
স্বপ্নের ভিতরে বাল্যশিক্ষা ওড়ে
তোমার চোখ
হৃদয়ের চোখে জলধারা দেখে
রৌদ্রলোকে, নক্ষত্রের বিপুল জোয়ারে
সোনালি পাখি, নীলিমা এবং একজন
আমার প্রেমের মধ্যদিনে
কী করে যে বেঁচে ছিল
কেউ কি এখন
মেধার কিরণে স্নান করে
এবং প্রকৃত বিল্পবীর মতো
উল্টো দিকে ছুটে যাচ্ছে ট্রেন
শহুরে জ্যোৎস্নায়
শিরোনামহীন
রেনেসাঁস
জুনের দুপুর
চায়ের দোকানে বসে
কী ভাবছো তুমি?
শিল্পের অপচয়
তিন যুগ পর
অভিমানী বাংলাভাষা
সেই কবেকার ঋণ
শোনো হে
জ্যোৎস্নায় ভাসছে ঢাকা
কে আসে এমন ধু ধু অবেলায়
কখনো কখনো স্মৃতি
আমি আর করবো কত শোক
দুপুর প্রবেশ করে
যখন শুধাও তুমি
1 of 2
সে এক পরবাসে 34 Topics
Lesson Content
0% Complete 0/34 Steps
শুধু একা একা
পুরুষানুক্রমে
রেললাইনের কাছে
দেয়ালে আমার পিঠ
ঘড়ি
বিচ্ছেদের ভার
চলো ফিরে যাই
যখন তোমার সঙ্গে
ভূমিকম্প
মর্গে আছে
পুরানো কবরস্তান
শুরু
মৃত্যু উৎসবে
হঠাৎ পাওয়া
ভালোবাসা ছাড়া
তোমার কবিতা
ভুল হতে পারে
বিকেল তোমার ভালো লাগে
কী করে অন্য কোথাও
অসুস্থ কবিকে নিয়ে
চলে যাওয়া যার রীতি
বর্ণমালা দিয়ে গাঁথা
অগ্নিবলয়ের পাখি
কথা ছিল না
একই রাগিণীর বিভিন্ন আলাপ
জন্মদিন হাসে
আলো-ঝরানো ডানা
সে এক পরবাসে
দুর্ভোগ
চুপ
দীর্ঘ ভ্রমণের পর
রুক্ষ বৃক্ষ
সে আসুক
নিশ্চুপ শাদায়
ঝরনা আমার আঙুলে 32 Topics
Lesson Content
0% Complete 0/32 Steps
ঝর্না আমার আঙুলে
দৃশ্য
রূপালি জাল
রাত তিনটের
শ্বেতপদ্ম
দ্বিতীয় দৃষ্টির জাগরণ
এখন কেবল
একজন রোগী
কোনো গায়িকার জন্যে
সময় না শীত না গ্রীষ্ম
হে নির্বোধ
পরে কোনোদিন
মাঝখানে
চার কন্যার কাহিনী
পুনরাবিষ্কার
আমার আয়েশা ফুফু
তিন যুবার গল্প
এ কোথায় এসে
বেহালা
এ দূয়ের মধ্যে
ভাস্কর্যই বলা যায়
খায় ফল মূল
মাঘের দুপুরে
কালি
বন্ধু সঙ্গে কথা বার্তা
একজন মৃতের একটি বই
অধিক একাকী
বাড়ি নিয়ে ঘরে ফেরা
প্রতিটি মুহূর্ত যদি
আমার পিতার গ্রামে
তার আগেই যদি
এখন কোথায় আমি
যে অন্ধ সুন্দরী কাঁদে 34 Topics
Lesson Content
0% Complete 0/34 Steps
যে অন্ধ সুন্দরী কাঁদে
তুমি কি করেছো শুরু?
শামসুর রাহমানের শার্ট অনুসন্ধান
চতুর্থ ভাষা
তৃতীয় চোখ
আমার মননে
খাঁ খাঁ দীপাধার
কিছু সামাজিক কিছু বিদগ্ধ
সমুদ্রযাত্রা
দিগ্‌নির্দেশ
ভাবীকথকের প্রতি
শহীদ মিনারে কবিতাপাঠ
জয়দেবপুরের মুক্তিযোদ্ধা
দশ টাকার নোট এবং শৈশব
চিড়িয়াখানা থেকে ফিরে এসে
চন্দ্রগ্রহণ
তোমার মেরুন কার্ডিগান
মৌল বিষণ্নতা
জন্মভূমিকেই
এই আশ্বিনে
মানুষ অধিককাল
আসা যাওয়া
বাঁশি
চড়ুইভাতির পাখি
গ্রিক ট্যাজডির নায়কের মতো
মিছিল থেকে খাঁচায়
রেখেছো শব্দের রৌদ্রছায়া জালে
চকিতে সুন্দর জাগে
মাটির দিকেই
মৃত্যুর পরেও
সব্যসাচী
একটি কফিন ছুয়ে
মুখোশ
শেষ অঙ্ক
খণ্ডিত গৌরব 57 Topics
Lesson Content
0% Complete 0/57 Steps
ভয় হয়
পাখি
দাবানল
এ কাকে দেখতে গিয়ে
ওরা চায়
আসলে তা’ নয়
তবু তাকেই
যেখানেই হাত রাখি
থমকে থেকো না
স্বপ্নচারিতায়
কবি এবং ঘোড়া
আমি কি এমনই নষ্ট
হরিণী-কবিতা
নিয়ন্ত্রণ
শ্বাস-প্রশ্বাস
নিয়ত স্পন্দিত
কৃষ্ণপক্ষে
কাঁহাতক
সত্যি-বলতে
দুঃখভোগ
আগুনে রেখেছো হাত
খুঁচিয়ে খুঁচিয়ে
নিশিডাক
অভিশপ্ত নগরের ঠোঁট
সৌন্দর্যের স্পর্ধা নিয়ে
ঘুরে দাঁড়াও
অলীক আশার বাণী
হতাশার ঘরে
ম্যাগাজিনে আমার স্ত্রীর সাক্ষাৎকার প’ড়ে
যুদ্ধ সংবাদ
নখ
নেকড়ের পালে একজন
কী ক’রে আমরা
কোকিল
স্বাতন্ত্র্য
দণ্ড
তোমার নির্মিত নক্ষত্রেরা
কী-যে হয়
স্বপ্নজীবী
শাশ্বতীর আঁচল
কিছু না কিছু নিয়ে
আড়িপাতা নয়
বড়দিনের গাছ
ডালকুত্তা
লোকগুলোর কী হয়েছে
কবিতাকে কেউ
ঝুঁটি দোলানো নাচ
বুদোয়ারে
গুঢ় সহবতে
জানা নেই
1 of 2
ধ্বংসের কিনারে বসে 63 Topics
Lesson Content
0% Complete 0/63 Steps
চুল টুল ঠিকই থাকে
সিতমের ঘরে
জিন
দুপুরে ব’সে
খাকের পুত্তলি
সারমেয় সমাচার
হয়তো
কাল এবং আগামীকাল
আদাব আরজ
কাঠগড়ায়
লাল স্কার্ফ
শেষ হবার নয়
জাহাজডুবির পর
তার আসতে-থাকা
কেমন বেঘোরে নিমজ্জিত
সুধাংশু যাবে না
জন্তু
কালবেলার সংলাপ
সতীদাহ
বাংলা শব্দতত্ত্ব
ভাস্বর পুরুষ
প্রত্যাখ্যাত
অলৌকিক সেতু
শিল্পের হরিণ
কথা ছিলো
জবাবদিহি
বড় বেশি বাইরে ছিলে
দ্রাক্ষাবন
হঠাৎ কখন
লড়াই
গায়ে হলুদ
আজ থাক
শামসুর রাহমানের সঙ্গে
যে-ঘরে আমার বসবাস
অনুশোচনার গান
শুদ্ধতার জন্য
করোটির অন্তর্গত
না স্বর্গ না নরক
যুবক যুবতী
একটি মানুষ কেন
তা হ’লে নির্ঘাত বজ্রপাত
সেদিন তোমাকে
সংখ্যালঘু
পুরানো শহর
কবিতার জ্বর
কার্যকারণ
দুই বুড়ো
একটি কবিতা লিখত গিয়ে
অসমাপ্ত কবিতা
মৃতেরা কি করবে ক্ষমা
1 of 2
হরিণের হাড় 35 Topics
Lesson Content
0% Complete 0/35 Steps
তোমারই পদধ্বনি
মানুষ
কোনো তরুণকে
সামান্যই পুঁজি
খনন
ব্যবধান
জমে দীর্ঘশ্বাস
শব্দ
আমরা ক’জন শুধু
মাতৃডাক
দাঁড়াও
মরমী পুস্তক
মুদ্রিত করেছি ভালবাসা
বরকতের ফটোগ্রাফ
শ্রোতা
ডালিমগাছ
যায়নি কোথাও
মধ্যরাতে ঝুঁকে থাকে
আশংকা
কবিতা লিখতে গিয়ে
রক্ত খেকোদের সামনে
পুরাণের পাখি
স্বপ্ন গুঁজে দেয়
আমার এ শহরের চোখ
এখানে রেখেছি লিখে
হরিণের হাড়
অদৃশ্য ছোরা
একজন
মাঝি
আগন্তুক
তিনজন
হৃদয়
গোলাপ বাগানে
অলৌকিক আলোর ভ্রমর
প্রেমের পদাবলী
আকাশ আসবে নেমে 68 Topics
Lesson Content
0% Complete 0/68 Steps
শ্যামলীর গালিব
আমন্ত্রণ
ঘুরে দাঁড়ানোর পদ্ধতি
প্রতিটি নিঃশ্বাসে
স্বপ্নগুলো অবিন্যস্ত টেবিলে
প্রতিদান
ভালোবাসর অর্থ
ঘুম ভেঙে গেলে
সামনে পা বাড়াবার পালা
আকাশ আসবে নেমে
আমার সময় চাই
আমার কাছ থেকে সরিয়ে দাও
তোমার নাম এক বিপ্লব
নিঝুম বৃষ্টির সুর
অসুখ
অব্যক্ত থেকে যায়
ছন্নছাড়া ধূলিঝড়ে
বন্দনীয়
অগ্নিপথ
নব্য মানবের স্তব
তিনজন
বাঁচো, তুমি বাঁচো
গরিলারা দলে দলে
গান থেকে হঠাৎ বেরিয়ে আসে
ছায়ায় আমেন
একদা যাদের নাম
ঈষৎ কম্পনে
সর্বত্র মানুষ
তুমি
নাতিশীতোষ্ণ মণ্ডলের সৈকতে
বিতর্ক
শব্দশব
আমরা যা লিখি
দ্বিতীয় পাখি
বন্ধুবরেষু
যদি আরো কিছুকাল
শুদ্ধ হতে চাই
সে লিখবে বলে
অভিলাষ
তবে কি বৃথাই আমি
কাল রাতে স্বপ্নে
শ্বাসকষ্ট
রক্ষাকবচ
নিজের পায়ের দিকে তাকাতেই
উপেক্ষার পর্দার আড়ালে
নৌকা কাহিনী
শান্তি কি হরিণ
তৃতীয় পক্ষ
হরিনাথ সরকার বলছেন
১৪০০ সালের সূচনায়
1 of 2
লেখক: শামসুর রাহমানবইয়ের ধরন: কাব্যগ্রন্থ / কবিতা
কবিতাসমগ্র ৪ – শামসুর রাহমান

কবিতাসমগ্র ৪ – শামসুর রাহমান

কবিতাসমগ্র ১ - শামসুর রাহমান

কবিতাসমগ্র ১ – শামসুর রাহমান

ছড়াসমগ্র - শামসুর রাহমান

ছড়াসমগ্র – শামসুর রাহমান

কবিতাসমগ্র ৩ – শামসুর রাহমান

কবিতাসমগ্র ৩ – শামসুর রাহমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ডিকশনারি

কৌতু্ক / জোকস

লিরিক

রেসিপি

বিবিধ রচনা

হেলথ

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
egb-logo
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.