1 of 2

কলুটোলার সেন পরিবার

কলুটোলার সেন পরিবার

কলুটোলার সেন বংশের আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে। এঁদের আদি নিবাস হুগলী শহরের বিপরীত তীরে অবস্থিত ২৪ পরগণা জেলার গরিফায়। জনগণ এই পরিবারটিকে শ্রদ্ধা করে এই কারণে যে, এঁরা খ্যাতি অর্জন করেছেন সাহিত্য, শিক্ষা ও সামাজিক প্রগতির পক্ষে এঁদের আন্দোলনের জন্য; তৃতীয় পুরুষেও এঁদের এই পারিবারিক প্রচেষ্টা আদৌ হ্রাস পায়নি। প্রাচীন হিন্দু সমাজে ব্রাহ্মণ জাতি প্রধানত নিযুক্ত থাকতেন পূজা পাঠ প্রভৃতি পৌরোহিত্যের কাজে, আর বৈদ্য বা চিকিৎসক জাতিটি সাহিত্য ও শিক্ষায় মগ্ন থাকতেন; কাজেই কলুটোলার এই বৈদ্য সেন পরিবারটি যে সাহিত্যকেই প্রধান পেশা হিসাবে গ্রহণ করবেন এতে বিস্ময়ের কিছু নেই। রামবাগানের দত্তদের মতই কলুটোলার এই সেন পরিবারটিও প্রধানত সাহিত্যিক পরিবাররূপে পরিচিতি; আর ঐ দত্ত পরিবারের ব্যক্তিদেরও সব সময় সরকারের অতি উচ্চ পদে নিয়োগ করা হয়েছে। এই পরিবার দুটির শিক্ষা ও সাহিত্যগত বৈশিষ্ট্যের জন্য সরকারও এঁদের বরাবর সম্মানের চক্ষে দেখেছেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *