পরিশিষ্ট

ব্যোমকেশ-চরিত্র-সংবলিত গ্রন্থ

ব্যোমকেশ-চরিত্র-সংবলিত গ্রন্থ

ব্যোমকেশের কাহিনীগুলি যেসব গ্রন্থে প্রথম সন্নিবেশিত হয় তাদের পরিচয় এখানে দেওয়া হল। সব গ্রন্থের প্রথম সংস্করণ সংগ্রহ করা সম্ভব হয়নি; গ্রন্থের যে সংস্করণ পাওয়া গেছে তারই বিবরণ দেওয়া হয়েছে। কতকগুলি গল্প পরে অন্য গ্রন্থের অন্তর্ভুক্ত হয়; তাও যথাসাধ্য নির্দেশ করার চেষ্টা করা হয়েছে।

ব্যোমকেশের ডায়েরী। গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স। দ্বিতীয় সংস্করণ, প্রকাশ কাল মুদ্রিত নেই। পৃ [৬]+১৮১। মূল্য দেড় টাকা।

প্রথম প্রকাশ—১৩৪০। প্রকাশক পি সি সরকার এন্ড কোং।

উৎসর্গ ॥ মানু ও মিহির।

সুচী ॥ সত্যান্বেষী; পথের কাঁটা; সীমন্ত-হীরা; মাকড়সার রস।

“অনেকে জানিতে চাহেন আমার এ গল্পগুলি কোনো বিদেশী গল্পের নকল কি না। সাধারণের অবগতির জন্য জানাইতেছি যে এগুলি আমার সম্পূর্ণ নিজস্ব রচনা।

“ডিটেকটিভ গল্প সম্বন্ধে অনেকের মনে একটা অবজ্ঞার ভাব আছে—যেন উহা অন্ত্যজ শ্রেণীর সাহিত্য। আমি তাহা মনে করি না। Edgar Allan Poe, Conan Doyle, G. K. Chesterton যাহা লিখিতে পারেন, তাহা লিখিতে অন্তত আমার লজ্জা নাই।”—ভূমিকা

এই চারটি গল্প পরে ‘ব্যোমকেশের ছ’টি’ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়।

‘মাকড়সার রস’ গল্পটি শ্রেষ্ঠ গল্পেও যুক্ত।

ব্যোমকেশের কাহিনী। গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স। তৃতীয় মুদ্রণ, বৈশাখ ১৩৬০। পৃ [২]+১৩৬। মূল্য দুই টাকা আট আনা।

প্রথম প্রকাশ-১৩৪০।

সূচী ॥ চোরাবালি; অর্থমনর্থম্‌।

এই দুইটি গল্প পরে ‘ব্যোমকেশের ত্রিনয়ন’ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়।

ব্যোমকেশের গল্প। গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স। প্রথম সংস্করণ, জ্যৈষ্ঠ ১৩৪৪। পৃ [৪]+২৩৮। মূল্য দুই টাকা।

তৃতীয় মুদ্রণ—শ্রাবণ ১৩৬১।

সূচী ॥ রক্তমুখী নীলা; অগ্নিবাণ; উপসংহার; ব্যোমকেশ ও বরদা।

“এই গ্রন্থে সন্নিবিষ্ট সমস্ত ঘটনা ও চরিত্রই কাল্পনিক।”—ভূমিকা

‘অগ্নিবাণ’ গল্পটি শ্রেষ্ঠ গল্পেও যুক্ত।

দ্বিতীয় সংস্করণে ভূমিকা বাদ দেওয়া হয়।

দুর্গরহস্য। বাক-সাহিত্য। তৃতীয় প্রকাশ, চৈত্র ১৩৭১। পৃ [৪]+২০০। মূল্য পাঁচ টাকা।

প্রথম প্রকাশ—পৌষ ১৩৫৯।

উৎসর্গ ॥ আধুনিক কালের যে সকল তরুণ-তরুণীর নির্বন্ধে সতেরো বছর পরে আবার ব্যোমকেশের গল্প লিখলাম, বইখানি তাহাদের হাতেই উৎসর্গ করা হল।

সুচী ॥ চিত্রচোর; দুর্গরহস্য।

চিড়িয়াখানা। বেঙ্গল পাবলিশার্স। প্রথম সংস্করণ, ফাল্গুন ১৩৬০। পৃ [৪]+১৫৬। মূল্য আড়াই টাকা।

নিউ এজ (তৃতীয়) সংস্করণ—ভাদ্র ১৩৬৬, আগস্ট ১৯৫৯।

আদিম রিপু। গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স। প্রথম প্রকাশ, শ্রাবণ ১৩৬২। পৃ [২]+১৭৮। মূল্য তিন টাকা।

গ্রন্থ প্রকাশ সংস্করণ—অগ্রহায়ণ ১৩৭৩।

বহ্নি-পতঙ্গ। গুরুদাস চট্টোপাধ্যায় এন্ড সন্স। প্রথম প্রকাশ, মাঘ ১৩৬৩। পৃ [৪]+২১৬। মূল্য তিন টাকা আট আনা।

দ্বিতীয় প্রকাশ—ফাল্গুন ১৩৬৮।

সূচী ॥ বহ্নি-পতঙ্গ; রক্তের দাগ।

‘বহ্নি-পতঙ্গ’ গল্পটি শ্রীমতী শীলা গঙ্গোপাধ্যায় তিনি অঙ্কের নাটকে রূপান্তরিত করেন। শ্রীগুরু লাইব্রেরি কর্তৃক প্রকাশিত। প্রথম প্রকাশ, রাসপূর্ণিমা ১৩৬৪। পৃ [২]১২০। মূল্য দুই টাকা।

সসেমিরা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং প্রাইভেট লিমিটেড। প্রথম সংস্করণ, ৭ই চৈত্র ১৮৮১ শকাব্দ [১৩৬৬ সন]। পৃ [৪]+১৪৩। মূল্য তিন টাকা।

তৃতীয় মুদ্রণ—বৈশাখ ১৮৮৮ শকাব্দ।

সূচী ॥ মণিমণ্ডন; অমৃতের মৃত্যু; শৈলরহস্য।

কহেন কবি কালিদাস। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। চতুর্থ সংস্করণ, আশ্বিন ১৩৭৪। পৃ [৪]+১৩৬। মূল্য তিন টাকা।

প্রথম প্রকাশ—শ্রাবণ ১৩৬৮।

সূচী ॥ কহেন কবি কালিদাস; অচিন পাখি।

মুখবন্ধে উদ্ধৃতি:

কহেন কবি কালিদাস হেঁয়ালির ছন্দ,

জান্‌লা দিয়ে ঘর পালালো গেরস্ত রইল বন্ধ।

—প্রচলিত ছড়া।

ব্যোমকেশের ছ’টি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং প্রাইভেট লিঃ। প্রথম সংস্করণ, ৭ই জ্যৈষ্ঠ ১৮৮৪ শকাব্দ [১৩৬৯ সন]। পৃ [৬]+২২৭। মূল্য চার টাকা পঞ্চাশ নয়া পয়সা।

উৎসর্গ ॥ মানু ও মিহির।

সূচী ॥ সত্যান্বেষী; পথের কাঁটা; সীমন্ত-হীরা; মাকড়সার রস; খুঁজি খুঁজি নারি; অদৃশ্য ত্রিকোণ।

“মাছের মুড়ার সহিত ল্যাজা জুড়িয়া দিলে আস্ত মাছটা পাওয়া যায়। ব্যোমকেশের গোড়ার চারটি গল্পের সহিত শেষের দুইটি গল্প এই গ্রন্থে সংযুক্ত হইয়াছে। যাঁহারা মাছের মুড়া ভালবাসেন তাঁহারা এই বইটি পড়িয়া আনন্দ পাইতে পারেন; এবং ল্যাজার প্রতি যাঁদের আসক্তি আছে ভরসা করি তাঁহারাও নিরাশ হইবেন না।”—ভূমিকা

এই গ্রন্থের প্রথম চারটি গল্প পূর্বে ‘ব্যোমকেশের ডায়েরী’ গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল।

ব্যোমকেশের ত্রিনয়ন। করুণা প্রকাশনী। প্রথম প্রকাশ, বৈশাখ ১৩৬৯। পৃ [৪]+১৫২। মূল্য চার টাকা।

প্রথম আনন্দ সংস্করণ—সেপ্টেম্বর ১৯৬৮।

সূচী ॥ চোরাবালি; অর্থমনর্থম; অদ্বিতীয়।

“প্রবীণের সঙ্গে নবীনের সংযোগ সর্বদাই বাঞ্ছনীয় মনে করি। তাতে প্রবীণের গায়ে লাগে যৌবনের স্পর্শ, আর নবীনের বুদ্ধিতে লাগে বিজ্ঞতার ছোঁয়াচ। এই বইখানিতে দুটি প্রবীণ এবং একটি নবীন ব্যোমকেশের কথা সংযুক্ত হয়েছে। ব্যোমকেশকে যাঁরা ভালবাসেন আশা করি এই যোগাযোগ তাঁদের আনুকুল্য লাভ করবে।”—ভূমিকা

এই গ্রন্থের প্রথম দু’টি গল্প পূর্বে ‘ব্যোমকেশের কাহিনী’ গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল।

আনন্দ সংস্করণে লেখক ‘অর্থমনর্থম’ গল্পটিতে উইল তৈরি প্রসঙ্গে সামান্য পরিবর্তন করেছিলেন। এই পরিমার্জিত পাঠই শরদিন্দু অম্‌নিবাস—প্রথম খণ্ডে গৃহীত হয়েছে।

মগ্নমৈনাক। মিত্র ও ঘোষ। প্রথম প্রকাশ, চৈত্র ১৩৭০। পৃ [২]+১৬১। মূল্য সাড়ে চার টাকা।

তৃতীয় মুদ্রণ—বৈশাখ ১৩৭২।

সূচী ॥ মগ্নমৈনাক; দুষ্টচক্র; হেঁয়ালির ছন্দ।

শজারুর কাঁটা। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। প্রথম প্রকাশ, ১৪ই আষাঢ় ১৩৭৪। পৃ [৬]+১৩৬। মূল্য চার টাকা।

উৎসর্গ ॥ কীর্তিমান তরুণ লেখক শ্রীমণিশঙ্কর মুখোপাধ্যায় স্নেহাস্পদেষু।

[ভূমিকা]: ‘এই কাহিনীতে ব্যোমকেশ আছে, রহস্য আছে, খুন-জখম আছে, রহস্যভেদ আছে, তবু এটা রহস্য-কাহিনী কিনা ঠিক বুঝতে পারছি না। পাঠক-পাঠিকা বিচার করবেন।’

শজারুর কাঁটার হিন্দী অনুবাদ মিত্র প্রকাশন প্রাইভেট লিমিটেড, এলাহাবাদ কর্তৃক প্রকাশিত। প্রথম প্রকাশ—১৯৬৯। মূল্য এক টাকা পঞ্চাশ পয়সা।

বেণীসংহার। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। প্রথম সংস্করণ, ১৭ই ডিসেম্বর ১৯৬৮ [১৩৭৫]। পৃ [8]+১৪০। মূল্য চার টাকা।

সূচী ॥ ছলনার ছন্দ; রুম নম্বর দুই; বেণীসংহার।

[ভূমিকা]: “অজিতকে দিয়ে ব্যোমকেশের গল্প লেখানো আর চলছে না। একে তো ভাষা সেকেলে হয়ে গেছে, এখনো চলতি ভাষা আয়ত্ত করতে পারেনি, এই আধুনিক যুগেও ‘করিতেছি’ ‘খাইতেছি’ লেখে। উপরন্তু তার সময়ও নেই। পুস্তক প্রকাশকের কাজে যে-লেখকেরা মাথা গলিয়েছেন তাঁরা জানেন, একবার মা-লক্ষ্মীর প্রসাদ পেলে মা-সরস্বতীর দিকে আর নজর থাকে না। তাছাড়া সম্প্রতি অজিত আর ব্যোমকেশ মিলে দক্ষিণ কলকাতায় জমি কিনেছে, নতুন বাড়ি তৈরি হচ্ছে; শীগ্‌গিরই তারা পুরনো বাসা ছেড়ে কেয়াতলায় চলে যাবে। অজিত একদিকে বইয়ের দোকান চালাচ্ছে, অন্যদিকে বাড়ি তৈরির তদারক করছে; গল্প লেখার সময় কোথায়?

“দেখেশুনে অজিতকে নিষ্কৃতি দিলাম। এখন থেকে আমিই যা পারি লিখব।”

শরদিন্দু অম্‌নিবাস। প্রথম খণ্ড: ব্যোমকেশ। শ্রীপ্রতুলচন্দ্র গুপ্ত সম্পাদিত। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। প্রথম সংস্করণ, শ্রাবণ ১৩৭৭, অগাস্ট ১৯৭০। পৃ [৮]+৪৭০। মূল্য কুড়ি টাকা।

এয়োত্রিংশ মুদ্রণ, অগ্রহায়ণ ১৪০১। পৃ [১২]+৪০৬। মূল্য পঁয়ষট্টি টাকা।

সূচী ॥ সত্যান্বেষী; পথের কাঁটা; সীমন্ত-হীরা; মাকড়সার রস; অর্থমনর্থম্; চোরাবালি; অগ্নিবাণ; উপসংহার; রক্তমুখী নীলা; ব্যোমকেশ ও বরদা; চিত্রচোর; দুর্গরহস্য; চিড়িয়াখানা।

ভূমিকা: শ্রীসুকুমার সেন লিখিত ‘ব্যোমকেশ-উপন্যাস।’

শরদিন্দু অম্‌নিবাস। দ্বিতীয় খণ্ড: ব্যোমকেশ। শ্রীপ্রতুলচন্দ্র গুপ্ত সম্পাদিত। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। প্রথম সংস্করণ, শ্রাবণ ১৩৭৮, অগাস্ট ১৯৭১। পৃ [৪]+৭+[১]+৬৮৮। মূল্য কুড়ি টাকা।

দ্বাবিংশ মুদ্রণ, বৈশাখ ১৪০০। পৃ [৮]+৮+৬২৯। মূল্য পঁচাত্তর টাকা।

সূচী ॥ আদিম রিপু; বহ্নি-পতঙ্গ; রক্তের দাগ; মণিমণ্ডন; অমৃতের মৃত্যু; শৈলরহস্য; অচিন পাখি; কহেন কবি কালিদাস; অদৃশ্য ত্রিকোণ; খুঁজি খুঁজি নারি; অদ্বিতীয়; মগ্নমৈনাক; দুষ্টচক্র; হেঁয়ালির ছন্দ; রুম নম্বর দুই; ছলনার ছন্দ; শজারুর কাঁটা; বেণীসংহার; লোহার বিস্কুট; বিশুপাল বধ; পরিশিষ্ট: জীবনকথা; ব্যোমকেশের কথা; ব্যোমকেশের সঙ্গে সাক্ষাৎকার।

ভূমিকা: শ্ৰীপ্রতুলচন্দ্র গুপ্ত লিখিত ‘ব্যোমকেশ, সত্যবতী, সত্যবতীর গাড়ি।’

পরিশিষ্ট অংশে শোভন বসুর লেখা ‘জীবনকথা’, ‘গ্রন্থসূচী’ ও ‘ব্যোমকেশের কথা’ এবং পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ‘ব্যোমকেশের সঙ্গে সাক্ষাৎকার’ রচনাগুলি যুক্ত।

‘লোহার বিস্কুট’ গল্পটি লেখকের জীবদ্দশায় কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হয়নি।

অসমাপ্ত ‘বিশুপাল বধ’ গল্পটি সরাসরি এই গ্রন্থে প্রথম মুদ্রিত হয়।

শরদিন্দু অম্‌নিবাস দ্বাদশ খণ্ডে প্রতুলচন্দ্র গুপ্তের লেখা ভূমিকা ‘ব্যোমকেশ ও সত্যবতীর প্রস্থান’ রচনাটি ‘ব্যোমকেশ সমগ্র’ গ্রন্থের বর্তমান সংস্করণের পরিশিষ্টেও যুক্ত হল।

পরিশেষে বলা যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষপূর্তিতে ১৯৯৯ সালে Penguin Books India শ্ৰীমতী শ্রীজাতা গুহ কর্তৃক ইংরেজিতে অনুদিত সাতটি ব্যোমকেশ কাহিনীর সঙ্কলন ‘Picture Imperfect and other Byomkesh Bakshi Mysteries’ নামে প্রকাশ করেছেন। অনূদিত গল্পগুলির শিরোনাম: The Inquisitor (সত্যান্বেষী), The Gramophone Pin Mystery (পথের কাঁটা), The Venom of Tarantula (মাকড়সার রস), Where There’s a will (অর্থমনর্থম), Calamity Strikes (অগ্নিবাণ), An Encore for Byomkesh (উপসংহার) এবং Picture Inperfect (চিত্রচোর)।

১১ আশ্বিন ১৪০৭

শোভন বসু

|| সমাপ্ত হল ||

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *