একুশ
এক শুভ দিনে নিকোলাসের সঙ্গে ম্যাডেলিনের বিয়ে হয়ে গেল। একই দিনে, একই সময়ে চিয়ারিবলরা তাঁদের ভাতিজা ফ্র্যাঙ্কের সঙ্গে কেটের বিয়ে দিলেন।
চিয়ারিবলরা নিকোলাসকে তাঁদের ব্যবসার অংশীদার করে নিলেন। ফ্র্যাঙ্ক ও রইল সঙ্গে।
.
ক’বছরের মধ্যে ব্যবসায় প্রচুর উন্নতি করল নিকোলাস; কিনে নিল তাদের পুরানো ফার্ম। এখন ছেলে মেয়ে নিয়ে সুখে দিন কাটে তাদের।
কেটও বাচ্চা কাচ্চা নিয়ে সংসার গুছিয়ে বসেছে। মিসেস নিকলবি ছেলে-মেয়ের সঙ্গে কিছুদিন করে কাটান।
একজন পক্ককেশ বৃদ্ধ নিকোলাসের বাড়ির কাছেই ছোট একটা কটেজ নিয়ে থাকে। বাচ্চাদের অসম্ভব ভালবাসে সে। বাচ্চারাও তাদের নিউম্যান নগস দাদুকে ভীষণ ভালবাসে।
স্মাইকের কবরের চারপাশ সবুজ ঘাসে ছাওয়া। প্রচুর ফুলগাছও লাগানো হয়েছে। বসন্তে আর গ্রীষ্মে সুগন্ধী, সতেজ ফুল টুপটুপ করে খসে পড়ে কবরের ওপর। বাচ্চাদের কোলাহল ওখানে এসে থেমে যায়, নিচু স্বরে মৃত আঙ্কেলের কথা আলোচনা করে ওরা।
***