আমি বলিলাম,–“এখন উঠলুম ভাই। তুমি বোধ হয় উপস্থিত ওদিকে যাচ্ছ না?”
“না। তুমি কি বাসায় যাচ্ছ?”
“হ্যাঁ।”
“কেন?”
“বাঃ! কেন আবার! বাসায় যেতে হবে না?”
“আমি বলছিলুম কি, ও বাসা তো তোমাকে ছাড়তেই হবে, তা আমার এখানে এলে হত না? এ বাসাটা নেহাৎ মন্দ নয়।”
আমি খানিক চুপ করিয়া থাকিয়া বলিলাম,–“প্রতিদান দিচ্ছ বুঝি?”
ব্যোমকেশ আমার কাঁধে হাত রাখিয়া বলিল,–“না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই ক’দিনেই কেমন একটা ব-অভ্যাস জন্মে গেছে।”
“সত্যি বল্ছ?”
“সত্যি বল্ছি।”
“তবে তুমি থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি।”
ব্যোমকেশ প্রফুল্লমুখে বলিল,–“সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না যেন।”
(সমাপ্ত)
এই গল্পের সম্মন্ধে মন্তব্য করার ধৃষ্টতা আমার নেই ।
শুধু দু একটা মুদ্রণ প্রমাদ যদি না থাকতো ……।
অনেক সতর্ক থাকার পরেও কিছু টাইপো থেকেই যায়। দয়া করে আমাদের এই ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি পড়তে পড়তে অর্থ বুঝে নিতে আপনাদের খুব একটা সমস্যা হয় না।
Grateful to ebanglalibrary..for providing us the chance to read a good number of books…
সাহিত্য জগৎ এর নানান অসামান্য সৃষ্টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আবুল ফাতাহ মুন্নার “দ্য এন্ড” বইটা দিলে কৃতজ্ঞ থাকব।