কষ্ট হোক, এবার নিশ্চিত ফিরে যাব কোলাহল
ছেড়ে ছুড়ে নিজের গহনে। অতি তুচ্ছ, অস্পষ্টতা-
জড়ানো কারণে কাদা মেখে দেবে কেউ
আমার সত্তায়, ঠোঁট বেঁকিয়ে কেউবা দর্পভরে
যাবে চ’লে পার্টি কিংবা সমিতির ডাকে, তবু আমি
এখন সেখানে যাব, স্বচ্ছন্দে নিশ্বাস নেব, যেখানে শব্দেরা
বিভিন্ন রঙের মাছ, অবচেতনায়
সঞ্চরণশীল আর স্বপ্নের কিনারে
অত্যন্ত রহস্যময় জেলে জাল ফেলে ক্রমাগত
অবয়বহীন, কুয়োতলায় তরুণী
নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি
গেরস্তের ঘরে দেয় ঝংকৃত আগুন।
অগ্নিশিখা থেকে ধার নিয়ে উদ্দীপনা
গ’ড়ে নেব মর্ত্য আর অমর্ত্যের অলৌকিক সেতু।
১৩।১।৯১
পূর্ববর্তী:
« অনুশোচনার গান
« অনুশোচনার গান
পরবর্তী:
অসমাপ্ত কবিতা »
অসমাপ্ত কবিতা »
এ সম্পর্কে আরো কোনও তথ্য (বিজয় সরকার এবং আপনাদের সেই ক্যাম্প) থাকলে, নতুন প্রজন্ম হিসেবে জানতে আগ্রহী।