কোন্‌ দিকে আজ

(শাহমান মৈশান প্রিয়বরেষু)

কোন্‌দিকে আজ পা বাড়াবো?
পথ যে বড় উঁচু-নিচু, পিছল খুব।
তাছাড়া এই পথের বাঁকে
ঝোপে ঝাড়ে হিংস্র কিছু পশু থাকে;
সুযোগ বুঝে পথচারীর ঘাড়ে হঠাৎ
লাফিয়ে পড়ে। শরীরটিকে জখম ক’রে
মাংস ছিঁড়ে খেয়ে ফেলে।
ঝোপে রক্ত লেগে থাকে।

আচ্ছা, যদি পথ মিশে যায় দূর আকাশে,
তখন আমি পারবো কি সেই পথটি বেয়ে
নীল আকাশে পৌঁছে যেতে?
পৌঁছে গেলে চাঁদের মুখে খাবো চুমো,
হাঁটবো সুখে ঝলমলে ঐ
তারার মেলায়, কুড়িয়ে নেবো রত্ন কিছু।

কিন্তু আমি নিজেই মাটির ঘ্রাণে মুগ্ধ হতে খুবই
ভালোবাসি। গাছের সারি, নদী এবং
নীল আকাশে পাখির মালা সকল সময় দেখতে চাই।
এই যে আমার দেয়াল-ভরা বইয়ের সারি,
লেখার ছোট্র টেবিলখানা, পুরোনো এক
চেয়ার সবই আজো আমার প্রিয় খুবই।
কোথায় যাবো সন্ধেবেলা, আঁধার ঘিরে
ধরছে আমায় এবং একটি কালো পাখি আমার দিকে
আসছে ধেয়ে লালচে চোখের ধমক নিয়ে
আসছে আমার লেখার কলম কেড়ে নিতে।
২০-১০-২০০৩