বন্ধু, ফিরে এসো

কোন্‌ সে কুহক এতো তাড়াতাড়ি জন্মন্ধ গুহায়
তোমাকে প্রবল টেনে নিয়ে গেল? তোমাকে এখন
ভোরের পাখির গান, আসমানে পায়রার ওড়া,
গোধূলির রঙ কিংবা সবুজ পাতার শিহরণ-
কিছুই টানে না আর আগেকার মতো। নির্বিকার
একা বসে থাকো ঘরে। খবরের কাগজ পড় না,
এমন কি কবিতার বইয়ের পাতায় বুলাও না
চোখ আজ ভুলেও ক্ষণেক। তাহলে কি বন্ধ ঘরে
এভাবেই দিনযাপনের পালা রাখবে তোমার?
অথচ একদা এই তুমিই আনন্দ-ভেলা বেয়ে
গ্যাছো কতো সামান্যের ঘাটে। অধরাকে ধরবার
আশায় রয়েছ জেগে দিনরাত। মনে পড়ে না কি
দ্বিপ্রহরে কোকিলের অকালের গান টেলিফোনে
শোনাতে আমাকে কোনও কোনও দিন উৎফুল্ল উৎসাহে?
বন্ধু, ফিরে এসো পারিপার্শ্বকের দৃশ্যের গন্ধে, রঙে