অসাধারণ

(আবুল হাশেমকে)
অসাধারণ বাক্তিদের দেখলে লোকজন কেমন
মুগ্ধ তাকিয়ে থাকে। যারা
অসাধারণ তাদের চলনে বলনে সাধারণ মানুষ
কখনো চমক কখনো মহিমা
খুঁজে পায়। তাদের উপমা ওরা সন্ধান করে
সমুদ্র অথবা আকাশে।
ভাবে, আহা, কী মহৎ তাদের হৃদয়,
কী ঐশ্বর্যময় তাদের চিন্তা-ভাবনা। ধন্য ধন্য ব’লে ওরা
চৌদিকে গুলজার ক’রে তোলে, মনে
বানিয়ে নেয় অনিন্দ্য মূর্তি।

অথচ এই অসাধারণ ব্যক্তিদের কারো কারো মন
এঁদো ডোবা, যেখানে মশা আর
নানা ধরনের কীটের আস্তানা, তাদের সংকীর্ণতার চাপে
সুন্দরের নাভিশ্বাস ওঠে, পশ্চাৎপদ
চিন্তার আবর্তে ঘুরপাক খায় অনেকের জীবন,
তাদের নীচতায় মুখ ঢেকে ফেলে নিম্ন মানের মানুষও।

যারা অতি সাধারণ, যাদের কেউ লক্ষই করে না,
যাদের মুখে ফোটে না
কোনো চমক-লাগানো কথা, যাদের সত্তায় আঁটা
নেই অসাধারণত্বের লেবেল,
তাদের কারো কারো মনের ভেতর আছে
উদার আকাশ, অতল সমুদ্র। তাদের ছায়াকে
প্রণতি জানায় দোয়েল, জোনাকি, পূর্ণিমা
এবং গুচ্ছ গুচ্ছ কনকচাঁপা।
২৯/১১/৯৫