এই পংক্তিমালা

আমার কবিতা আজ নক্ষত্রের কাছে
নীরবে প্রার্থনা করে উজ্জ্বলতা আর
নদীর নিকট চায় ঊর্মিল সঙ্গীত।
আমার কবতা
তোমার চোখের কাছে ধার চায় কিছু গভীরতা,
তোমার স্তনের মতো রঙিন উত্তাপ অভিলাষী
আমার কবিতা। দোয়েলের
বুকের স্নিগ্ধতা, জনহীন দীর্ঘ কোনও
পথের ইঙ্গিত হ’তে চায়
এই পংক্তিমালা।
যতবার করি পাঠ তোমার দু’চোখ, ওষ্ঠ দীপ্র স্তনচূড়া,
ততবার মনে হয় তুমি, চোখ যার ভাবনায় মজ্জমান,
মরমিয়া কবিতার বই।
৫।১১।৯১