রাধারমণকৃত আত্মপরিচায়ক ত্ৰিপদী
দক্ষিণোরাঢ়েতে ধাম নাম তার সপ্তগ্রাম
পুর্বত্তর সুরধনী ধার।।
অতি সুপ্ৰসিদ্ধ নাম গুণ অতি অনুপম
চক্রদত্ত খ্যাত সংসার।।১।।
গয়ার মুকুন্দ দত্ত নরোত্তম ভাগবত
ভাগবত ভক্তির আধার।।
গৌরাঙ্গের প্রিয় ভক্ত মহন্ত মধ্যে গণিত
সাধু শাস্ত্ৰেতে আছে প্রচার।।২।।
আপন রচিত গ্রন্থ নাম তার চক্রদত্ত
দৈব ঔষধ চিকিৎসার।।
নিদানাদি নাড়িজ্ঞান রোগনাশে অনুপম
পরিমিত ব্যবস্থা তাহার।।৩।।
ঐ চক্রদত্ত জাত দক্ষ বড় দক্ষ খ্যাত
বৈদ্যা শাস্ত্রে পুর্ণ অধিকার।।
কৃত সাধ্য বৈদ্য যুত জাতিতে পূৰ্ণ কায়স্থ
ধন্য ধন্য নদীয়া মাঝার।।৪।।
গৌড় দেশে পুরাতন গৌড় গোবিন্দ রাজন
স্ত্রী জল দায়িতে সবাকার।।
দেশে নাই কবিরাজ মরণের নাই ব্যাজ
লক্ষণেতে করিয়া বিচার।।৫।।
নদীয়ার রাজা স্থানে লিপি লিখে ততক্ষণে
পাঠাইতে দত্তের কুমার।।
অতি বৃদ্ধ চক্রদত্ত দূরে চলিতে অশক্ত
রাজআজ্ঞা যায় নদীয়ায়।।৬।।
পুত্র দিতে মনদুঃখী রাজ-আজ্ঞা কিসে রাখি
মনে ভাবি বারংবার।।
বড় দত্ত খাঁ সত্তর যেতে হবে দেশান্তর
স্ত্রী চিকিৎসা করিতে রাজার।।৭।।
ভাল হইলে মিলবে রাজ্য টাকা পয়সার কার্য
রাজ আজ্ঞা কর্তব্য স্বীকার।।
দত্ত খাঁ দেন উত্তর যাব দুই সহোদর
এ বাঞ্ছা হইয়াছে আমার।।৮।।
কোন দিকে গৌড় দেশ পন্থা কহ সবিশেষ
যাব পিতা আদেশে তোমার।।
কদূর পূর্বসীমানা উত্তর দক্ষিণ জানি না
দীৰ্ঘে প্রস্থে কতই বিস্তার।। ৯।।
লোকে কথোপকথন রাঢ় গৌড় বৃন্দাবন
প্ৰত্যুত্তরে জান সারাসার।।
প্ৰত্যুত্তরে নিবেদন গৌড়রাজ্য বিবরণ
যাহাতে অদ্বৈত অবতার।।। ১০।।…
এই স্থির করি মনে তিনভাই এক স্থানে
ক্ৰটি হবে নিজ ব্যবসার।।২৬।।
সুলগ্নে অতি সত্বরে আতুযান কেশবপুরে
চলিলেন স্থান দেখিবার।।
নিকটেতে রাজধানী বিজয় সিংহ নৃপমণি
ব্রহ্মা বংশে জন্ম তাহার।।২৭।।
নিত্য নব জলে স্নান পূজা সন্ধ্যা জ্ঞান ধ্যান
সৎ চরিত্ৰ সদ ব্যবহার।।
স্থান অতি মনোরম মৎস্য দুগ্ধে সুগম
যজ্ঞভূমি কৃষি ব্যবসার।।২৮।।
আম কঠাল ছন বাঁশ অতি উত্তম গোগ্রাস
ব্ৰাহ্মাণ ভদ্র বহু চতুর্ধার।।
হেরি দত্ত প্ৰভাকর কেশবপুর করি ঘর
হইয়ে রাজনিধিস্থাধার।।২৯।।
সেই বংশে সাম্ৰান্ত যে রাধামাধব দত্ত
বহু তত্ত্ব গ্রন্থে অধিকার।।
জয়দেব পাণ্ডবগীতা জ্যোতিষাদি ভ্ৰমরাগীতা
মনসা পুরাণের পয়ার।।৩০।।
তাল রাগ অনুবন্ধ দ্বিপদী ত্রিপদী ছন্দ
মুলকবি শ্লোকার্থ অনুসার।।
সুবৰ্ণে মণিমুকুতা অতি সুকোমল গাথা
কবিতা মাধুৰ্য চমৎকার।।৩১।।
কৃষ্ণ ভক্তি পরায়ণ গুরুবাক্যে প্ৰাণে পণ
সদা সাধু সঙ্গ সদাচার।।
ঐ কৃষ্ণভক্ত জাত আমি অতি অপদার্থ
শ্ৰী রাধারমণ দুরাচার।।৩২।।
এ বংশে পুর্বাপরে যজ্ঞ বিজ্ঞ ভক্তি রে
লিখিতে গ্ৰন্থ সবিস্তার।।
গতানুশোচনা নাস্তি শুনিলে না হবে প্রীতি
বর্তমানে লিখি সারাসার।।৩৩।।
প্ৰসন্নকুমার দত্ত স্থির দান্ত খেমাবন্ত
অতি যত্ন টাকা পয়সার।।
যতনে রতন মিলে পাকাঘাটে জলস্থলে
পাকা টিন ঘর বিছানার।।৩৪।।
তবু নাহি মিটে আশা সতত ধন পিপাসা
সুসন্তান না হয় তাহার।।
সৎকার্যে আছে মন তীর্থধামে পৰ্যটন
সৎ সঙ্গ সদ্য ব্যবহার।।৩৫।।
বাবু অভয়চরণ দত্ত পতি বিচক্ষণ
অনুপম জ্ঞান বুদ্ধি যার।।
অল্প বয়সে উন্নতি উত্তম পদোতে স্থিতি
ডিষ্টি কমিশন সিরিস্থাধারা।।৩৬।।
সদা সৎ অনুষ্ঠান যোগ্য পাত্রে কন্যাদান
বাসাবাড়ি করিয়ে শিলচর।।
অমর চন্দ্ৰ মাষ্টার দুই এক সহোদর
একত্ৰেতে বাস দুহুকার।।৩৭।।
বাবু আনন্দ কিশোর দত্ত সরকারী ডাক্তার
পিতা নবকিশোর পেশকার।।
অতিব্যয়ী লোক শক্তিমন্ত্র উপাসক
মারা পুজা ষোড়শোপচার।।৩৮।।
বহু ধন উপার্জন সৎকার্যে বিসর্জন
গুরু ঋণ করি পরিষ্কার।।
জগতে রহিল কীর্তি এই মত গুরুভক্তি
গুরু সেবা জীবের উদ্ধার।।৩৯।।
অল্পকাল লোকান্তর কৃষ্ণকিশোর মাষ্টার
জেঠত্ব জ্যেষ্ঠ ভ্ৰাতা আমার
পুরাণাদি বেদব্যাস সর্ব শাস্ত্ৰে সক্ষম
পঞ্চ ব্যাকরণে অধিকার।।। ৪০।।
পঞ্চ ভাষা ছিল জ্ঞাত পণ্ডিত মধ্যে গণিত
প্ৰকাশিত জিলার মাঝার।।
সামান্য উপায়ী যারা প্ৰলাপে কম্পিত তাঁরা
সিংহ রাশি সিংহের হুংকার।।৪১।।
সিংহ বীৰ্য অন্য পুত্ৰ জ্ঞানেন্দ্ৰেকুমার দত্ত
পুলিশ ইন্সপেক্টর।।
ইহার জেঠাত্ব ভাই গুণের তুলনা নাই
অতি শান্ত প্ৰকৃতি তাহার।৪২।।
যেন কুম্ভে পুর্ণ জল শব্দ নাহি কাম কল
সুগভীর চরিত্র উদার।।
ব্ৰজেন্দ্ৰকুমার নাম গুহ্য জ্ঞান গুণধাম
মোনসিফির সিরিস্তাধার।।৪৩।।
নিকটে মাতুলাশ্ৰম স্থান অতি মনোরম
বর্তমানে মৌলবী বাজার।।
আমার ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্ৰমোহন দত্ত
হেড পণ্ডিত পঞ্চ ভাষার।।৪৪।।
আমার ঔরসজাত এক পুত্র ধীর শান্ত
যাহা লিখন ব্রহ্মার।।
পেয়ে শ্বশুর সম্পত্তি হয়ে রাজ চক্রাবর্তী
বৈসে সিংহাসনে মথুরার।।৪৫।।
আছেন পরম সুখে ভালোবাসে প্ৰজালোকে
যেন পিতাপুত্র ব্যবহার।।
সেন শিবানন্দ দৌহিত্র বিপিনবিহারী দত্ত
খ্যাত পুরকায়স্থ প্রচার।।৪৬।।
তস্য পুত্র মম পৌত্র নিকুঞ্জবিহারী দত্ত
বিন্দু আদি সপ্ত ভগ্নী তার।।
যেন বৃন্দাবন শূন্য মথুরা হইল ধন্য
কৃষ্ণলীলা বুঝা অতি ভার।।৪৭।।
চিরস্থায়ী কিছু নয় চন্দ্র হ্রাস বৃদ্ধি হয়
দিবানিশি সেই তো আকার।।
এক বিনে নাম নিত্য আর যত লীলামাত্র
স্থিতি ভঙ্গ আছে সবাকার।।৪৮।।
কোথা সেই হনুমান কোথা লক্ষ্মণ শ্ৰীরাম
কোথা শোভা গেল অযোধ্যার।।
শূন্য লঙ্কা লঙ্কেশ্বর শূন্য কাশী বিশ্বেশ্বর
কোথা ইন্দ্র রাজা দেবতার।।৪৯।।
ইন্দ্ৰপদ ব্ৰহ্মপদ তুচ্ছ এ সুখ সম্পদ
জম্মু দ্বীপে যম অধিকার।।
এই বংশে বিখ্যাত দীপনারায়ণ দত্ত
পাটোয়ারী উপাধি যাহার।।৫০।।
কালেক্টরী কাগজেতে নাম লিখা দস্তখতে
আছে শ্ৰীহট্ট জৈন্তা কাছাড়।।
শ্ৰীহট্ট নগর মাঝে প্ৰথম কম্পাস কাজে
ইনি নেটিব সারভেয়ার।।৫১।।
গিরিশচন্দ্ৰ তস্য নাতি ধনউপাজনে মতি
টিন ঘরসমূহ তাহার।
হরি শঙ্কর মাষ্টার যজ্ঞবিজ্ঞা প্রজ্ঞাবর
সদা মনে পরোপকার।। ৫২।। ….