রাধারমণ গীতিসংগ্রহ – গোষ্ঠ
২৯৫
বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই
বাঁশিরে ডাকে কমলিনী রাই।।ধু।।
নেও আমার শিঙ্গা বেণু তোমরা সবে চরাও ধেনু
আমি তার অন্বেষণে যাই।
যে রাধার কারণে আমি ধেনু চরাই বনে ভ্ৰমি
যার চরণে বিনামূলে বিকাই।
উম্মাদ হইয়া আমি ছাড়ি আইলাম বাপ ভাই
এখন দেখি দুই কুল নাই।
রমণ কয় শুনো হরি চরণে বিনয় করি
বিকাইলে কি তোমার দেখা পাই।
গো (২৮১)
২৯৭
রে বন্ধু কানাই কালিয়া
হাতে লিও মোহন বাঁশি ভাব জ্বালা ছাড়িয়া।।
অরি সনে বনে গেলে সাজ কাজ অঙ্গে।
হাতেতে মোহন বাঁশি ধেনুপাল সঙ্গে।
অকস্মাৎ হইল তোমার মন বাউল একি
কাম সাগরে ঝাম্প দিলে ধেনু বেণুই রাখি।
কাম সাগরে ঝাম্প দিয়া শুরু কইলে লাই
সেই খেলাতে দিবা গত দিনত বাকী নাই।
খেলনাতে মত্ত হয়ে বেলা হল শেষ
অনুরাগে উঠলো বধু আলো শিরের বেশ।
ধেনু বেণু যথা ছিল না পায় খুঁজিয়া
সাজি কাজ সব নিছে তস্করে হরিয়া।
সব খোয়াইয়া কানাই ভাবে আপন মনে
মায়ে জিজ্ঞাসিলে কথা বুঝাই কেমনে।
গুরু ধরি নাম জপ ঠাকুর কালিয়া
হরে ছিল যত ধন পাইবে ফিরিয়া।…
বাজাও সৰ্ব্বক্ষণ
রাধিকা আসিবে ঘাটে কয় রাধারমণ।
গো (২৮০)