যেখানে আঁধার নামে – সায়ন্তনী পুততুণ্ড
প্রথম প্রকাশ : বইমেলা, জানুয়ারি ২০২১, মাঘ ১৪২৭
প্রচ্ছদ : ইন্দ্রনীল ঘোষ
উৎসর্গ
আমার জ্যেঠুর চরণকমলে৷
তাঁর স্মৃতির উদ্দেশে
প্রণাম জানাই৷
.
ভূমিকা
না, হরর বা থ্রিলার নয়৷ হয়তো আরও একটু ভয়াবহ৷
ভূত বা খুনির থেকেও অনেক বেশি ভয়ংকর মানুষের মনের অন্দরমহল৷ অত্যন্ত সাধারণদর্শন নিরীহ মানুষের হাতে খুনির আঙুলও থাকতে পারে তা কেউ ভেবেছিল? শূন্য খাদের থেকেও ধোঁয়াশা বেশি মানুষের মনে! একজন মেগালোম্যানিয়াক যখন বলেন—‘লেটস দেয়ার বি লাইট’, তার পেছনে ভগবানের চেয়ে শয়তানের থাকার সম্ভাবনাই প্রবল! লুলুর মতো নিশ্চুপ অথচ প্রতিবাদী চরিত্রটি আসলে কে, আসলে কী? দুষ্ট আত্মা বলতে আমরা পিশাচকে বুঝি৷ কিন্তু শুধুমাত্র পিশাচেরাই কি ভয়ানক?…নাকি তার চেয়েও ভয়াবহ আরও কিছু আছে! বিশ্বস্ত সঙ্গী বলে আদৌ বাস্তবে কিছু আছে?…
এমনই কিছু ডার্ক গল্পের সংকলন নিয়ে আসছে…
যেখানে আঁধার নামে৷
কে বলতে পারে, গল্পের আয়নায় কে কী দেখে ফেলবেন!!!! সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কে জানে, অন্ধকারে কার সঙ্গে দেখা হয়ে যায়!…
Leave a Reply