স্বপ্নের বৃষ্টিমহল – ওয়াসিকা নুযহাত
স্বপ্নের বৃষ্টিমহল – ওয়াসিকা নুযহাত
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩
উৎসর্গ
সেইসব নিঃসঙ্গ মানুষদের, যাদের জীবনে কোনো সত্যিকারের বন্ধু নেই। তবুও তারা মনে মনে অপেক্ষা করে একজন প্রকৃত, মনের মতো বন্ধুর.. যে বন্ধু একদিন তার শূন্য জীবনে প্রবেশ করবে… বহু কাঙ্ক্ষিত স্বপ্নের বৃষ্টিমহল বুকে নিয়ে।
ভূমিকা
বৃষ্টিমহল শেষ খণ্ডের জন্য পাঠককে অনেকদিন অপেক্ষা করতে হল। এই অনিচ্ছাকৃত বিলম্বের কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। গতানুগতিক ধারার কাহিনি নয় বলেই এই সিরিজের সমাপ্তি টানা আমার জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত এই উপন্যাসে জীবন-বোধ, সাহিত্য চেতনা এবং আধুনিক চিন্তাধারার বিকাশ ঘটানোর চেষ্টা করেছি। কতটা সার্থক হয়েছি তা পাঠকই বলতে পারবেন। বিগত পাঁচ বছর ধরে যে বিপুল সংখ্যক পাঠক একনিষ্ঠভাবে বৃষ্টিমহলের সাথে ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পাঠকের নিরন্তর অনুপ্রেরণাই আমাকে দিয়ে এই সুদীর্ঘ, ব্যতিক্রমী এবং সাহসী আখ্যান লিখিয়ে নিয়েছে। শেষটা সবার ভালো লাগবে না, তবে যাদের ভালো লাগবে, তাদের মনে সেই ভালো লাগাটুকু আমৃত্যু গেঁথে থাকবে বলেই আমার বিশ্বাস।
Nazmul Hasan
এটা বৃষ্টিমহল বইয়ের শেষ খন্ড। আগের বইটা না দিয়ে এটা দিলে তো পড়া সম্ভব না। মানে সিরিয়াল ব্রেক করে পড়লে কিছু বুঝবো না। বইটার আগের খন্ড দেওয়ার অনুরোধ রইল।
বাংলা লাইব্রেরি
কয়েকজনে এটারই অনুরোধ করেছিলেন, তাই দেয়া। আগের গুলো সংগ্রহ করতে পারলে দেব।
Tara
বৃষ্টি মহল ৩ দিবেন প্লিজ
সুপ্তি
প্লিজ আগের দুইটা খন্ড দিবেন
aparazita
ওয়াসিকা নুযহাতের “অক্টোবর রেইন” দিবেন প্লিজ
জীবন কুসুম
স্বপ্নের বৃষ্টি মহল ভালোবাসার দৃষ্টি মহল। তিন দিন যাবত টানা পড়ে বৃষ্টি মহলের সবকটা অধ্যায়ের সমাপ্ত করলাম। চতুর্থ খন্ডে এসে লেখকের কলম থেমেছে, বিদায় জানিয়েছে পাঠকদের প্রিয় চরিত্রদের, জীবনে দিয়েছি নতুন বাক। তবু মনের মধ্যে গড়ে উঠছে এক স্বপ্নের বৃষ্টি মহল। যেখানে ৬ বন্ধুর বাস। তাদের হারিয়ে ফেলা যায় না, মুছে দেয়া যায় না। তারা বুকের মধ্যে শক্ত ঘাটি ঘেড়ে বসে থাকে। সেই ঘাটি ভাঙার সমর্থ্য আমার নেই। আর ভাঙতেও চাই না। অমৃতার বানানো সেই বৃষ্টি মহল আজ থেকে পাঠকদের মনে জায়গা করে নেবে। সেখানে কোন ইচ্ছাই দোষের নয়, কোন স্বপ্নই পাপ নয়। তাই এই অলিখিত দ্বারে সমাজের সব ব্যথা পেরিয়ে সকলের সুখে থাকুক। সুখে থাকো অমৃতা আর রাশেদের নশ্বর আত্মার মিলন।
supti
এই লেখিকার আরো কয়েকটা বই আছে। আমি একান্তভাবে অনুরোধ করছি যে বাকি বই গুলো আনার চেষ্টা করেন।আর মৌরি মরিয়ম আপির বই গুলো আনলে আরো বেশি খুশি হবো।আমি একান্তভাবে অনুরোধ করছি