ত্রয়স্ত্রিংশ পাঠ
অপরের মোহিত পাত্রকে প্রকৃতিস্থ করণ
কোন সম্মোহনবিৎ কাহাকেও মোহিত করণান্তর প্রকৃতিস্থ করিতে অপরাগ হইলে, বা সে ইচ্ছাপূর্বক তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেলে, শিক্ষার্থী নিম্নোক্ত উপায়ে তাহাকে প্রকৃতিস্থ করিতে পারিবে। সে মোহিত ব্যক্তির নিকট যাইয়া সর্বাগ্রে তাহাকে তাহার বশে আনিতে চেষ্টা করিবে। বলা বাহুল্য যে, মোহিত ব্যক্তিকে উক্তাবস্থায় কিছুক্ষণ ঘুমের আদেশ ও পাস দিলেই সে তাহার বশে আসিবে। তৎপরে তাহার মনে দুই-চারটি মায়া ও ভ্ৰম জন্মাইবার পর, তাহাকে সাধারণ নিয়মে জাগ্রত ও প্রকৃতিস্থ করিয়া দিবে।
যদি তখন পাত্রের শ্বাস রোধের ভাব, গোঙ্গানী, কম্পন ইত্যাদি উপসর্গ সকল দৃষ্ট হয়, তবে তাহাকে চিৎ করিয়া শোওয়াইয়া তাড়াতাড়ি বিপরীতগামী দীর্ঘ পাস, মাঝে মাঝে জোরের সহিত বিপরীতভাবে পাখার বাতাস, চোখ ও কপালের উপর ফু দিবে এবং তংসঙ্গে দৃঢ়স্বরে “জাগ— জাগ—জেগে উঠে” ইত্যাদি ইচ্ছাশক্তিপূর্ণ আদেশ দিবে। তাহাতেই সে নিশ্চয় প্রকৃতিস্থ হইবে। অতিরিক্ত মাত্রায় ভীত চিত্ত, দুর্বল স্নায়ুবিশিষ্ট বা উত্তেজনা প্রবণ (nervous, hysteric or irritable) পাত্রের উপর কোন অজ্ঞ লোক দ্বারা অসঙ্গত প্রণালী প্রযুক্ত না হইলে তাহার অবস্থা কখনও উক্তরূপ ঘটিতে পারেনা।