কিশোর কল্পবিজ্ঞান সমগ্র – সুনীল গঙ্গোপাধ্যায়
কিশোর কল্পবিজ্ঞান সমগ্র – সুনীল গঙ্গোপাধ্যায়
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০০৫
প্রচ্ছদ – সুব্রত গঙ্গোপাধ্যায়
.
ফ্লাপের লেখা
শুধু বয়স্ক পাঠক নন, কিশোর-কিশোরীদেরও প্রিয়তম সাহিত্যিকদের একজন যে সুনীল গঙ্গোপাধ্যায়, একথা একনিঃশ্বাসে বলে ফেলা যায় ।
সব্যসাচী সুনীলের কলমের বৈচিত্র্যও যে কী অসামান্য! কতরকম স্বাদের কাহিনি যে তিনি ছোটদের জন্য লিখেছেন এবং আজও লিখছেন, তার সংখ্যা দেখে অভিভূত হতে হয় ।
তেমনই চমকে ওঠার মতো এক ভাণ্ডার সুনীলের লেখা কিশোর কল্পবিজ্ঞান। সন্তু-কাকাবাবুর থেকে কোনও অংশেই কম যায় না ‘নীল মানুষ’। কিংবা ‘দীপু-রণজয়’ বা ‘বিশ্বমামা’। এদের সকলেই দিব্যি ঘুরে বেড়ায় আশ্চর্য কল্পনা আর রহস্যঘন বিজ্ঞানের জগতের এপার-ওপারে।
সুনীলের যাবতীয় কল্পবিজ্ঞানের সৃষ্টি, যার মধ্যে রয়েছে পাঁচটি রুদ্ধশ্বাস উপন্যাস আর সাইত্রিশটি মনের মতো গল্প, একমলাটে সম্পূর্ণ হল ‘কিশোর কল্পবিজ্ঞান সমগ্র’ বইটিতে।
রহস্য-রোমাঞ্চ-অ্যাডভেঞ্চারপ্রিয় ছোটদের কাছে এই বই এক অনাস্বাদিত সোনার খনি।
.
শুরুর আগে
ইস্কুলের গণ্ডি ছাড়াবার পর বাবা আমাকে জোর করে বিজ্ঞান পড়তে বাধ্য করেছিলেন। যদিও আমার ঝোঁক ছিল কলাবিভাগের দিকে। তখন বাবার এই সিদ্ধান্তে আমার প্রতিবাদহীন ক্ষোভ ছিল, কিন্তু পরবর্তী জীবনে সামান্য দু-বছরের বিজ্ঞান পাঠের বিশেষ সুফল আমি বোধ করেছি। আমি প্রায় কিছুই বিজ্ঞান শিখিনি, কিন্তু বিজ্ঞানের প্রতি একটা ঝোঁক তৈরি হয়েছে। এখন আমি সহজবোধ্য বিজ্ঞানের বই এবং পত্র পত্রিকায় বিজ্ঞানের পৃষ্ঠাগুলি নিয়মিত পড়ি।
বিজ্ঞানের মধ্যেও আমার বিশেষ আগ্রহ পদার্থবিদ্যায় এবং বিংশ শতাব্দীতে পদার্থবিদ্যায় অনেক যুগান্তকারী আবিষ্কার ঘটেছে। তারই অন্তর্গত মহাকাশ বিজ্ঞান, যে মহাকাশ সম্পর্কে আমাদের কৌতূহলের শেষ নেই। বহু যুগ ধরে মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞান ছিল খুবই সীমিত।
এ যুগে বিজ্ঞানীরা মহাকাশের যতটুকু রহস্যের উন্মোচন করেছেন, তাতে আমরা এটুকু অন্তত বুঝতে পেরেছি যে এই মহাকাশের পরিচয় আমাদের সব কল্পনাকেও ছাড়িয়ে যায়।
এই অসীম, অনন্তের মধ্যে আমাদের পৃথিবী খুব ছোট্ট একটা বিন্দু মাত্ৰ ! সম্প্ৰতি সূর্যের বুকে সামান্য একটা কালো ফুটকি দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, ওই ফুটকিটার মধ্যে অন্তত সাতখানা পৃথিবী এঁটে যেতে পারে। আমাদের আকাশের রাজা এই সূর্যও আবার মহাকাশের অন্য অনেক অতিকায় নক্ষত্রের তুলনায় নিতান্তই এক শিশু !
বাংলায় বয়স্ক পাঠকদের মত, এখনও কোনও সার্থক বিজ্ঞানভিত্তিক উপন্যাস রচিত হয়নি। ছোটদের জন্য লিখেছেন কেউ-কেউ, তবে সেগুলি ঠিক বিজ্ঞানভিত্তিক রচনা নয়, তার নাম দেওয়া হয়েছে, কল্পবিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের একটু আভাস-মাত্র আর অনেকখানিই কল্পনা! এই কল্পবিজ্ঞানই এযুগের রূপ কথা। আমিও ছোটদের জন্য সেরকম কল্পবিজ্ঞানের কাহিনি অনেক লিখেছি।
এসব কাহিনিতে ছোট ছেলেমেয়েদের বিজ্ঞান শেখাবার কোনও চেষ্টা নেই কিন্তু বিজ্ঞান সম্পর্কে তাদের কৌতূহল ও আগ্রহ জাগানোই আমার উদ্দেশ্য। কাহিনিগুলিকে আকর্ষণীয় করার জন্য আমি বিশ্বমামা কিংবা নীল মানুষের মতন চরিত্র সৃষ্টি করেছি। আমার এই কল্পবিজ্ঞান ভিত্তিক সমস্ত ছোটগল্প এবং উপন্যাস একত্র করে এই বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন পত্র ভারতী, তাঁদের ধন্যবাদ জানাই।
সুনীল গঙ্গোপাধ্যায়
ডিসেম্বর ২০০৪
কলকাতা
Leave a Reply