সুনীল গঙ্গোপাধ্যায় – প্রথিতযশা বাঙালি সাহিত্যিক; একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মাদারীপুরে, ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর। সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় ২০১২ সালের ২৩ অক্টোবর মৃত্যুবরণ করেন।