1 of 2

৩.০২ মন্ত্রপূত জল বা জল-পড়া

দ্বিতীয় পাঠ
মন্ত্রপূত
জল বা জলপড়া (Magnetised Water)

“মন্ত্রপূত জল” বা “জল-পড়ায়” আরোগ্যকরী শক্তি সর্বত্র সুবিদিত। পৃথিবীর যাবতীয় সভ্যাসভ্য জাতি বা সম্প্রদায়ের মধ্যেই অল্প বিস্তর ইহার প্রচলন আছে। ইহা দ্বারা সময় সময় অত্যন্ত উৎকট ব্যাধিও অতি আশ্চৰ্যজনকরূপে আরোগ্য হইয়া থাকে। ইহাতে কোষ্ঠকাঠিন্য, উদরাময়, আমাশয়, অজীর্ণ, হিষ্টিরিয়া বা মুচ্ছা, মৃগী, বাত-ব্যাধি, অবশঙ্গ বহু মূত্র, শিরঃ রোগ, সর্বপ্রকার বেদনা, শূল, হাঁপানি, জ্বর, কুষ্ঠ ইত্যাদি বহু প্রকার রোগ আরোগ্য হইয়া থাকে। আমি নিজেও ইহা দ্বারা অনেক রকমের ব্যারাম আরোগ্য করিয়াছি, এবং কোন কোন স্থলে ইহার আরোগ্য করী শক্তি দেখিয়া রোগী অপেক্ষা আমি নিজেই অধিক বিস্মিত হইয়াছি। ইহা দ্বারা গাভীরও নানা প্রকার রোগ আরোগ্য হইয়া থাকে। যে সকল গাই দুধাল কিন্তু কোন কারণে দুধ দেওয়া বন্ধ করিয়াছে, সেই সকল স্থলেও ইহার প্রয়োগে আশ্চর্যজনক ফল পাওয়া গিয়াছে। এই জলপড়া ঔষধের ন্যায় রোগীকে প্রত্যহ নিয়মিত রূপে ৩ বার সেবন করাইতে এবং রোগাক্রান্ত স্থানে প্রয়োগ করিতে হয়। তদ্ব্যতীত ইহা রোগীর আহত স্থানেও ব্যাণ্ডেজ বাঁধিয়া প্রয়োগ করা যায় এবং তাহার স্নানের জলে মিশাইয়াও ব্যবহার করা যাইতে পারে। এই জল দুই-এক দিনের বেশী ভাল থাকে না—পোকা পড়ে; কিন্তু গঙ্গার জল হইলে বহুদিনও অবিকৃত থাকে। এ জন্য বিদেশেস্থ রোগীকে ইহা দেওয়া যায় না। সেই সকল স্থলে হোমিওপ্যাথিক ভেষজ বর্জিত “সুগার পিল” (unmedicated sugar pill) দেওয়া যাইতে পারে এবং উহাও জল-পড়ার ন্যায় কার্য করিয়া থাকে। ইহা মন্ত্রপূত করার প্রণালী খুব সহজ; সুতরাং নূতন কাৰ্যকারকও ইহার সাহায্যে অনেক প্রকার রোগ আরোগ্য করিতে পারিবে।

হাত দুইখানি নিৰ্ম্মল জলে উত্তমরূপে ধুইয়া শুষ্ক ও পরিষ্কার রুমাল দ্বারা মুছিবে। তৎপরে উভয় হাতের তাল একত্রিত করিয়া বলের সহিত ধর্ষণ করতঃ তাপ উৎপন্ন করিবে এবং ঘর্ষণ করিবার সময় খুব একাগ্ৰমনে চিন্তা করিবে যে, দেহের আকর্ষণীশক্তি এই প্রক্রিয়ার দ্বারা হাতের অঙ্গুলীতে ঘনীভূত হইতেছে। এই প্রক্রিয়াটি ২৩ মিনিট করার পর ঐ জলপূর্ণ গ্লাসটি বাম হাতে ধারণ পূৰ্ব্বক দক্ষিণ হাতের অঙ্গুলিগুলি নিম্নাভিমুখী করিয়া জলের উপর (জল স্পর্শ না করিয়া) ৫৭ মিনিট সময় রাখিবে এবং খুব একাগ্ৰমনে চিন্তা করিবে যে, এই প্রক্রিয়া দ্বারা দেহের আকর্ষণী-শক্তি জলে প্রবেশ করিয়া উহাকে আরোগ্যকরী শক্তি সমন্বিত করিতেছে এবং উহা রোগীকে নিশ্চয় আরোগ্য করিবে। এই মন্ত্রপূত জল দিবসে তিন-চার বার রোগাক্রান্ত স্থানে লাগাইবে ও পান করিবে। প্রতিদিন টাকা পরিষ্কার জল মন্ত্রপূত করিয়া দিবে। পূৰ্ব্বকথিত প্রণালীর চিকিৎসার সহিত এই জল-পড়াও চলিতে পারে।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *